Katrina Kaif: বিদেশি মেম এখন পাঞ্জাবের বধূ, ঠিক যেন ‘নামাস্তে লন্ডন’

শৈশবেই পৃথিবী ভ্রমণ। লন্ডনে মডেলিং থেকে বলিউড সফর। তারপর পাঞ্জাবী পরিবারে বিয়ে। একনজরে ক্যাটরিনার জীবন।

| Edited By: | Updated on: Dec 09, 2021 | 7:34 PM
হংকংয়ে জন্ম। তারপর সারাবিশ্ব ঘুরেছেন মায়ের হাত ধরে। অধিকাংশ শৈশব কাটিয়েছেন লন্ডনে। তিনবছর ছিলেন সেখানে। ১৮ বছর বয়সে ভারতে চলে আসেন ক্যাটরিনা কাইফ।

হংকংয়ে জন্ম। তারপর সারাবিশ্ব ঘুরেছেন মায়ের হাত ধরে। অধিকাংশ শৈশব কাটিয়েছেন লন্ডনে। তিনবছর ছিলেন সেখানে। ১৮ বছর বয়সে ভারতে চলে আসেন ক্যাটরিনা কাইফ।

1 / 6
মাত্র ১৪ বছর বয়সে হাওয়াইয়ে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন ক্যাটরিনা। একটি গয়নার বিজ্ঞাপন ছিল প্রথম মডেলিং অ্যাসাইনমেন্ট।

মাত্র ১৪ বছর বয়সে হাওয়াইয়ে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন ক্যাটরিনা। একটি গয়নার বিজ্ঞাপন ছিল প্রথম মডেলিং অ্যাসাইনমেন্ট।

2 / 6
লন্ডনে নিয়মিত মডেলিং করেছেন একটা সময়। বিশ্ববরেণ্য ডিজ়াইনারদের হয়ে ব়্যাম্পে হেঁটেওছেন।

লন্ডনে নিয়মিত মডেলিং করেছেন একটা সময়। বিশ্ববরেণ্য ডিজ়াইনারদের হয়ে ব়্যাম্পে হেঁটেওছেন।

3 / 6
লন্ডনের একটি ফ্যাশন শোয়ে পরিচালক কিয়াজ়াদ গুস্তাদ প্রথম লক্ষ্য করেন ক্যাটরিনাকে। ২০০৩ সালে বলিউড ছবি 'বুম'-এ সুযোগ পান।

লন্ডনের একটি ফ্যাশন শোয়ে পরিচালক কিয়াজ়াদ গুস্তাদ প্রথম লক্ষ্য করেন ক্যাটরিনাকে। ২০০৩ সালে বলিউড ছবি 'বুম'-এ সুযোগ পান।

4 / 6
'সরকার', 'ম্যায়নে পেয়ার কিউ কিয়া'র মতো ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। ২০০৭ সাল মোড় ঘুরিয়ে দেয় ক্যাটরিনার কেরিয়ারের। 'নামাস্তে লন্ডন', 'আপনে', 'পার্টনার', 'ওয়েলকাম'-এর মতো ছবিতে সুযোগ পান।

'সরকার', 'ম্যায়নে পেয়ার কিউ কিয়া'র মতো ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। ২০০৭ সাল মোড় ঘুরিয়ে দেয় ক্যাটরিনার কেরিয়ারের। 'নামাস্তে লন্ডন', 'আপনে', 'পার্টনার', 'ওয়েলকাম'-এর মতো ছবিতে সুযোগ পান।

5 / 6
'নামাস্তে লন্ডন'-এ এক ব্রিটিশ মেয়ের সঙ্গে পাঞ্জাবী ছেলের বিয়ে হয়। ক্যাটের বিপরীতে ছিলেন অক্ষয় কুমার। সেসময় কে জানতেন, রিল জীবনের হাল বর্তমানের হকিকত হবে। ঘুরে ফিরে পাঞ্জাবী ভিকি কৌশলকেই বিয়ে করবেন তিনি।

'নামাস্তে লন্ডন'-এ এক ব্রিটিশ মেয়ের সঙ্গে পাঞ্জাবী ছেলের বিয়ে হয়। ক্যাটের বিপরীতে ছিলেন অক্ষয় কুমার। সেসময় কে জানতেন, রিল জীবনের হাল বর্তমানের হকিকত হবে। ঘুরে ফিরে পাঞ্জাবী ভিকি কৌশলকেই বিয়ে করবেন তিনি।

6 / 6
Follow Us: