Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lau Gonto: চিংড়ি নয় ডালের বড়িতেও সুস্বাদু হয় লাউঘণ্ট, এখবার চেখে দেখলে তবেই মালুম হবে

Niramish Lau Recipe: লাউয়ের যে কোনও পদই বেশ উপাদেয়। আবার যদি শরীর-স্বাস্থের কথা বলেন তাহলেও লাউ সেরা। পুজোর কটাদিন মাছ-মাংস খেয়ে বোর হয়ে গেলে রুচি ফেরাবে এই রেসিপি

| Edited By: | Updated on: Oct 31, 2023 | 8:23 AM
ঝাল-ঝোল-অম্বল-চচ্চড়ি— সবই প্রায় হারিয়ে যেতে বসেছে। দৈনন্দিন ব্যস্ততায় ঘরের সেই সব উপাদেয় খাবারের স্বাদ ভুলেই যেতে বসেছি আমরা

ঝাল-ঝোল-অম্বল-চচ্চড়ি— সবই প্রায় হারিয়ে যেতে বসেছে। দৈনন্দিন ব্যস্ততায় ঘরের সেই সব উপাদেয় খাবারের স্বাদ ভুলেই যেতে বসেছি আমরা

1 / 8
এখন হেঁশেলে জায়গা করে নিয়েছে রেস্তোরাঁর একাধিক বাহারি সুস্বাদু পদ। মা-দিদাদের হাতের রান্নার যে স্বাদ তা ভুলতে বসছে আমবাঙালি। তবে, জ্বর বা অরুচিতে মুখের স্বাদ ফেরাতে হলে এই সনাতনি রেসিপিগুলিই সেরা। আজ তাই রইল লাউয়ের সেরা রেসিপি

এখন হেঁশেলে জায়গা করে নিয়েছে রেস্তোরাঁর একাধিক বাহারি সুস্বাদু পদ। মা-দিদাদের হাতের রান্নার যে স্বাদ তা ভুলতে বসছে আমবাঙালি। তবে, জ্বর বা অরুচিতে মুখের স্বাদ ফেরাতে হলে এই সনাতনি রেসিপিগুলিই সেরা। আজ তাই রইল লাউয়ের সেরা রেসিপি

2 / 8
লাউয়ের যে কোনও পদই বেশ উপাদেয়। আবার যদি শরীর-স্বাস্থের কথা বলেন তাহলেও লাউ সেরা। পুজোর কটাদিন মাছ-মাংস খেয়ে বোর হয়ে গেলে রুচি ফেরাবে এই রেসিপি

লাউয়ের যে কোনও পদই বেশ উপাদেয়। আবার যদি শরীর-স্বাস্থের কথা বলেন তাহলেও লাউ সেরা। পুজোর কটাদিন মাছ-মাংস খেয়ে বোর হয়ে গেলে রুচি ফেরাবে এই রেসিপি

3 / 8
লাউ দিয়ে চিংড়ি তো খেয়েছেন অনেকবার। তবে, ডালের বড়ি দিয়ে এর স্বাদ অতুলনীয়। বাঙালির ঐতিহ্যবাহী পদগুলির মধ্যে ডালের বড়ি দিয়ে লাউঘন্টর কোনও তুলনাই হয় না। আজ শিখে নিন সেই রেসিপি

লাউ দিয়ে চিংড়ি তো খেয়েছেন অনেকবার। তবে, ডালের বড়ি দিয়ে এর স্বাদ অতুলনীয়। বাঙালির ঐতিহ্যবাহী পদগুলির মধ্যে ডালের বড়ি দিয়ে লাউঘন্টর কোনও তুলনাই হয় না। আজ শিখে নিন সেই রেসিপি

4 / 8
প্রথমেই একটা বড়ো বা মাঝারি আকৃতির একটা লাউ ভালো করে ধুয়ে ছাড়িয়ে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিতে হবে

প্রথমেই একটা বড়ো বা মাঝারি আকৃতির একটা লাউ ভালো করে ধুয়ে ছাড়িয়ে ঝুরি ঝুরি করে কেটে নিতে হবে। সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নিতে হবে

5 / 8
এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কয়েকটা ডালের বড়ি দিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এবার ওই অবশিষ্ঠ তেলেই কাঁচা লঙ্কা, মেথি ফোড়ন দিয়ে দিন

এরপর একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে কয়েকটা ডালের বড়ি দিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এবার ওই অবশিষ্ঠ তেলেই কাঁচা লঙ্কা, মেথি ফোড়ন দিয়ে দিন

6 / 8
ওই তেলে ঝুরি ঝুরি করে কেটে নেওয়া লাউ দিয়ে সামান্য হলুদ গুঁড়ো, নুন এবং সামান্য চিনি দিয়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে লাউয়ের জল শুকানো অবধি ঢাকা দিয়ে রাখুন

ওই তেলে ঝুরি ঝুরি করে কেটে নেওয়া লাউ দিয়ে সামান্য হলুদ গুঁড়ো, নুন এবং সামান্য চিনি দিয়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে লাউয়ের জল শুকানো অবধি ঢাকা দিয়ে রাখুন

7 / 8
এরপর ৫-৭ মিনিট মত কড়াইতে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। এর পর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিন। এবার সামান্য ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি লাউ ঘণ্ট। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে তোফা লাগবে

এরপর ৫-৭ মিনিট মত কড়াইতে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। এর পর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিন। এবার সামান্য ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি লাউ ঘণ্ট। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে তোফা লাগবে

8 / 8
Follow Us: