Grey Hair: হেয়ার মাস্ক ব্যবহারের সময় নেই? চুলের ধূসরতা ঢাকতে আয়ুর্বেদের তেল মাখুন মাথায়

Ayurvedic Hair Oil: চুলের ধূসরতা ঢাকতে সবসময় যে রং বা হেনার সাহায্য নিতে হবে, তা নয়। সাধারণত লাইফস্টাইলে বদল এনে কিংবা সঠিক উপায়ে চুলের যত্ন নিয়েও আপনি পাকা চুলের সমস্যা দূর করতে পারেন। এমনকী ঘরোয়া উপায়েও চুলের ধূসরতা ঢেকে ফেলা যায়।

| Edited By: | Updated on: Oct 30, 2023 | 11:07 AM
ঘন কালো চুল প্রায় সকলের পছন্দ। কিন্তু আজকাল অনেকেরই অল্প বয়সে চুলে পাক ধরছে। চুলের ধূসরতা ঢাকতে অনেকেই চুলে হেনা করেন কিংবা রং করিয়ে নেন। একবার চুলে রং করিয়ে নিলে, বারবার করাতে হয়, কিন্তু পাকা চুল থেকে নিস্তার মেলে না।

ঘন কালো চুল প্রায় সকলের পছন্দ। কিন্তু আজকাল অনেকেরই অল্প বয়সে চুলে পাক ধরছে। চুলের ধূসরতা ঢাকতে অনেকেই চুলে হেনা করেন কিংবা রং করিয়ে নেন। একবার চুলে রং করিয়ে নিলে, বারবার করাতে হয়, কিন্তু পাকা চুল থেকে নিস্তার মেলে না।

1 / 8
মূলত মানসিক চাপ, দূষণ ও চুলের অযত্ন কম বয়সে চুলে বার্ধক্য ডেকে আনে। আবার অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও চুলে অকালপক্কতার সমস্যা বাড়িয়ে তোলে। অনেক ক্ষেত্রে এই সমস্যা জেনেটিকও হয়।

মূলত মানসিক চাপ, দূষণ ও চুলের অযত্ন কম বয়সে চুলে বার্ধক্য ডেকে আনে। আবার অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও চুলে অকালপক্কতার সমস্যা বাড়িয়ে তোলে। অনেক ক্ষেত্রে এই সমস্যা জেনেটিকও হয়।

2 / 8
চুলের ধূসরতা ঢাকতে সবসময় যে রং বা হেনার সাহায্য নিতে হবে, তা নয়। সাধারণত লাইফস্টাইলে বদল এনে কিংবা সঠিক উপায়ে চুলের যত্ন নিয়েও আপনি পাকা চুলের সমস্যা দূর করতে পারেন।

চুলের ধূসরতা ঢাকতে সবসময় যে রং বা হেনার সাহায্য নিতে হবে, তা নয়। সাধারণত লাইফস্টাইলে বদল এনে কিংবা সঠিক উপায়ে চুলের যত্ন নিয়েও আপনি পাকা চুলের সমস্যা দূর করতে পারেন।

3 / 8
ঘরোয়া উপায়েও চুলের ধূসরতা ঢেকে ফেলা যায়। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই হেয়ার মাস্ক ব্যবহারের কথা উল্লেখ করা হয়। কিন্তু ব্যস্ত জীবনযাত্রায় নিয়ম করে হেয়ার মাস্ক তৈরি ও ব্যবহার করা সম্ভব নয়। তাহলে উপায় কী?

ঘরোয়া উপায়েও চুলের ধূসরতা ঢেকে ফেলা যায়। তবে, বেশিরভাগ ক্ষেত্রেই হেয়ার মাস্ক ব্যবহারের কথা উল্লেখ করা হয়। কিন্তু ব্যস্ত জীবনযাত্রায় নিয়ম করে হেয়ার মাস্ক তৈরি ও ব্যবহার করা সম্ভব নয়। তাহলে উপায় কী?

4 / 8
ঘরোয়া প্রতিকারের সাহায্যেই আপনি পাকা চুলের সমস্যা দূর করতে পারেন। তবে, হেয়ার মাস্ক নয়। আয়ুর্বেদিক হেয়ার অয়েল ব্যবহার করলে আপনি সুন্দর ও মজবুত চুল পেতে পারেন।

ঘরোয়া প্রতিকারের সাহায্যেই আপনি পাকা চুলের সমস্যা দূর করতে পারেন। তবে, হেয়ার মাস্ক নয়। আয়ুর্বেদিক হেয়ার অয়েল ব্যবহার করলে আপনি সুন্দর ও মজবুত চুল পেতে পারেন।

5 / 8
আয়ুর্বেদিক হেয়ার অয়েল ব্যবহারে আপনি চুলের ধূসরতা দূর করার পাশাপাশি চুলের একাধিক সমস্যা রুখে দিতে পারেন। বাড়িতে কীভাবে এই তেল বানাবেন ও ব্যবহার করবেন, রইল টিপস।

আয়ুর্বেদিক হেয়ার অয়েল ব্যবহারে আপনি চুলের ধূসরতা দূর করার পাশাপাশি চুলের একাধিক সমস্যা রুখে দিতে পারেন। বাড়িতে কীভাবে এই তেল বানাবেন ও ব্যবহার করবেন, রইল টিপস।

6 / 8
আমলকি, ভৃঙ্গরাজ ও জবার মতো প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ার অয়েল আপনাকে চুলের অকালপক্কতা থেকে মুক্তি দিতে পারে। নারকেল তেলের সঙ্গে এই তিন উপাদান ফুটিয়ে নিয়ে স্ক্যাল্প ও চুলে মালিশ করুন।

আমলকি, ভৃঙ্গরাজ ও জবার মতো প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ার অয়েল আপনাকে চুলের অকালপক্কতা থেকে মুক্তি দিতে পারে। নারকেল তেলের সঙ্গে এই তিন উপাদান ফুটিয়ে নিয়ে স্ক্যাল্প ও চুলে মালিশ করুন।

7 / 8
আমলকি, ভৃঙ্গরাজ ও জবার হেয়ার অয়েল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করবে এবং চুল পড়া কমাবে। পাশাপাশি মজবুত চুল গঠনে সাহায্য করবে। পাশাপাশি পাকা চুলের সমস্যাও কমাবে।

আমলকি, ভৃঙ্গরাজ ও জবার হেয়ার অয়েল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করবে এবং চুল পড়া কমাবে। পাশাপাশি মজবুত চুল গঠনে সাহায্য করবে। পাশাপাশি পাকা চুলের সমস্যাও কমাবে।

8 / 8
Follow Us: