সিলিন্ডারে কতটা গ্যাস আছে বুঝবেন কী করে? রইল উপায়

Cylinder: অনকেসময়ই রান্না করতে-করতে হঠাৎ গ্যাস ফুরিয়ে যায়। তখন হাতের কাছে গ্যাস না থাকলে পড়তে হয় বিপাকে। তাই চাই এমন উপায় যার দ্বারা কতটা গ্যাস আছে তা বুঝে নিতে সুবিধা হবে। তাহলে নতুন সিলিন্ডার জোগার করা সহজ হবে। একটা সহজ উপায় রয়েছে যা মানলে সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা বোঝা সম্ভব।

| Updated on: Feb 04, 2024 | 6:00 PM
গৃহস্থলীর অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস হল গ্যাস সিলিন্ডার। এটি ছাড়া রান্নাবান্না লাটে উঠবে যাকে বলে। তাই হেঁশেলে এর উপস্থিতি চাই-ই চাই। (ছবি:Pinterest)

গৃহস্থলীর অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস হল গ্যাস সিলিন্ডার। এটি ছাড়া রান্নাবান্না লাটে উঠবে যাকে বলে। তাই হেঁশেলে এর উপস্থিতি চাই-ই চাই। (ছবি:Pinterest)

1 / 8
অনকেসময়ই রান্না করতে-করতে হঠাৎ গ্যাস ফুরিয়ে যায়। তখন হাতের কাছে গ্যাস না থাকলে পড়তে হয় বিপাকে। তাই চাই এমন উপায় যার দ্বারা কতটা গ্যাস আছে তা বুঝে নিতে সুবিধা হবে। (ছবি:Pinterest)

অনকেসময়ই রান্না করতে-করতে হঠাৎ গ্যাস ফুরিয়ে যায়। তখন হাতের কাছে গ্যাস না থাকলে পড়তে হয় বিপাকে। তাই চাই এমন উপায় যার দ্বারা কতটা গ্যাস আছে তা বুঝে নিতে সুবিধা হবে। (ছবি:Pinterest)

2 / 8
তাহলে নতুন সিলিন্ডার জোগার করা সহজ হবে। একটা সহজ উপায় রয়েছে যা মানলে সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা বোঝা সম্ভব। (ছবি:Pinterest)

তাহলে নতুন সিলিন্ডার জোগার করা সহজ হবে। একটা সহজ উপায় রয়েছে যা মানলে সিলিন্ডারে কতটা গ্যাস আছে তা বোঝা সম্ভব। (ছবি:Pinterest)

3 / 8
এক্ষেত্রে আপনার চাই একটি সুতির ভেজা কাপড়। একটি কাপড় নিয়ে তা জলে ভালো করে ডুবিয়ে নিন। এ বার এটি সিলিন্ডারের গায়ে জড়িয়ে রাখুন কিছুক্ষণ। (ছবি:Pinterest)

এক্ষেত্রে আপনার চাই একটি সুতির ভেজা কাপড়। একটি কাপড় নিয়ে তা জলে ভালো করে ডুবিয়ে নিন। এ বার এটি সিলিন্ডারের গায়ে জড়িয়ে রাখুন কিছুক্ষণ। (ছবি:Pinterest)

4 / 8
এরপর কাপড়টি সরিয়ে নিন। এবং লক্ষ্য করুন সিলিন্ডারের গায়ে কোনও পরিবর্তন হচ্ছে কি না। একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। (ছবি:Pinterest)

এরপর কাপড়টি সরিয়ে নিন। এবং লক্ষ্য করুন সিলিন্ডারের গায়ে কোনও পরিবর্তন হচ্ছে কি না। একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। (ছবি:Pinterest)

5 / 8
দেখুন সিলিন্ডারের একটা অংশ ভিজে রয়েছে ও আর কিছুট জায়গা শুকিয়ে গিয়েছে। এর অর্থ কী জানেন? (ছবি:Pinterest)

দেখুন সিলিন্ডারের একটা অংশ ভিজে রয়েছে ও আর কিছুট জায়গা শুকিয়ে গিয়েছে। এর অর্থ কী জানেন? (ছবি:Pinterest)

6 / 8
এর অর্থ হল সিলিন্ডারের যে অংশটি ভিজে রয়েছে ততটা গ্যাস রয়েছে। এর কারণ কী? তা হল হল যে অংশে গ্যাস থাকে তা শুকোতে বেশি সময় নেয়। (ছবি:Pinterest)

এর অর্থ হল সিলিন্ডারের যে অংশটি ভিজে রয়েছে ততটা গ্যাস রয়েছে। এর কারণ কী? তা হল হল যে অংশে গ্যাস থাকে তা শুকোতে বেশি সময় নেয়। (ছবি:Pinterest)

7 / 8
শুধু তাই নয়, ওভেনের আগুনের রঙ দেখেও বোঝায় যায় কতটা গ্যাস রয়েছে। তবে এই পক্রিয়াটি খুব একটা কার্যকরী ও নির্ভরযোগ্য নয়। (ছবি:Pinterest)

শুধু তাই নয়, ওভেনের আগুনের রঙ দেখেও বোঝায় যায় কতটা গ্যাস রয়েছে। তবে এই পক্রিয়াটি খুব একটা কার্যকরী ও নির্ভরযোগ্য নয়। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: