Homemade Hair Colour: পার্লারে নয়, পয়সা ও চুল দুই-ই বাঁচাতে বাড়িতেই করুন হেয়ার কালার

Hair Colour: আর যদি তা না হয় তবে, সাধারণ হেনার সঙ্গে চায়ের লিকার বা কফি মিশিয়ে লাগালেও কাজ হবে। হেনার মধ্য়ে গরম চায়ের লিকরা বা কফি যোগ করলেই কাজ শেষ।

| Edited By: | Updated on: Aug 04, 2023 | 4:40 PM
আজকাল চুলে নানা রঙ করা একটা ট্রেন্ডিং বিষয়। অনেকেই তাই নিজের পছন্দমতো চুলের রঙ বেছে নেন। তবে এর কিছু খারাপ দিকও রয়েছে।

আজকাল চুলে নানা রঙ করা একটা ট্রেন্ডিং বিষয়। অনেকেই তাই নিজের পছন্দমতো চুলের রঙ বেছে নেন। তবে এর কিছু খারাপ দিকও রয়েছে।

1 / 8
 বেশীরভাগ বাজার চলতি হেয়ার কালারে অ্যামোনিয়া থাকে। যা চুলের ক্ষতি করে। এই ক্ষতিকারক অ্যামোনিয়া দীর্ঘদিন ব্যবহার করলে অকালে চুল পড়া, স্ক্যাল্পের নানা সমস্যা বাড়ে।

বেশীরভাগ বাজার চলতি হেয়ার কালারে অ্যামোনিয়া থাকে। যা চুলের ক্ষতি করে। এই ক্ষতিকারক অ্যামোনিয়া দীর্ঘদিন ব্যবহার করলে অকালে চুল পড়া, স্ক্যাল্পের নানা সমস্যা বাড়ে।

2 / 8
 তাই এসব বাজার চলতি হেয়ার কালারের উপর ভরসা না রেখে ব্যবহার করুন প্রাকৃতিক হেয়ার কালার। এতে চুলে সুন্দর কালারও আসে আর চুলের ক্ষতিও হয় না।

তাই এসব বাজার চলতি হেয়ার কালারের উপর ভরসা না রেখে ব্যবহার করুন প্রাকৃতিক হেয়ার কালার। এতে চুলে সুন্দর কালারও আসে আর চুলের ক্ষতিও হয় না।

3 / 8
এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কফি। কারণ কফিতে চুলে গাঢ় রঙ আসে। গরম জলে কফি ভাল করে ফুটিয়ে নিন। এবার তা ঠান্ডা হলে গোটা চুলে ভাল করে লাগিয়ে ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কফি। কারণ কফিতে চুলে গাঢ় রঙ আসে। গরম জলে কফি ভাল করে ফুটিয়ে নিন। এবার তা ঠান্ডা হলে গোটা চুলে ভাল করে লাগিয়ে ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

4 / 8
এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কফি। কারণ কফিতে চুলে গাঢ় রঙ আসে। গরম জলে কফি ভাল করে ফুটিয়ে নিন। এবার তা ঠান্ডা হলে গোটা চুলে ভাল করে লাগিয়ে ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কফি। কারণ কফিতে চুলে গাঢ় রঙ আসে। গরম জলে কফি ভাল করে ফুটিয়ে নিন। এবার তা ঠান্ডা হলে গোটা চুলে ভাল করে লাগিয়ে ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।

5 / 8
এছাড়া ব্যবহার করতে পারেন হেনা। হেনাতে চুল ভাল থাকে এছাড়া চুলে কালারও আসে। এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে কালারযুকত হেনা।

এছাড়া ব্যবহার করতে পারেন হেনা। হেনাতে চুল ভাল থাকে এছাড়া চুলে কালারও আসে। এক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে কালারযুকত হেনা।

6 / 8
আর যদি তা না হয় তবে, সাধারণ হেনার সঙ্গে চায়ের লিকার বা কফি মিশিয়ে লাগালেও কাজ হবে। হেনার মধ্য়ে গরম চায়ের লিকরা বা কফি যোগ করলেই কাজ শেষ।

আর যদি তা না হয় তবে, সাধারণ হেনার সঙ্গে চায়ের লিকার বা কফি মিশিয়ে লাগালেও কাজ হবে। হেনার মধ্য়ে গরম চায়ের লিকরা বা কফি যোগ করলেই কাজ শেষ।

7 / 8
 ক্যামোমাইল চাও ব্যবহার করতে পারেন। গরম জলে জলে ক্যামোমাইল চা দিয়ে ফুটিয়ে নিন। এরপর মিশ্রণটি চুলে লাগিয়ে নিন। ৪০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ক্যামোমাইল চাও ব্যবহার করতে পারেন। গরম জলে জলে ক্যামোমাইল চা দিয়ে ফুটিয়ে নিন। এরপর মিশ্রণটি চুলে লাগিয়ে নিন। ৪০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

8 / 8
Follow Us: