মটরশুঁটির শেষ স্বাদ চেটেপুটে নিতে বানিয়ে ফেলুন মটন কিমা মটর

Mutton Keema Matar Recipe: প্রথমেই মাংসটা নুন দিয়ে সেদ্ধ করে নিন। এ বার কড়াইয়ে তেল গরম করুন। তাতে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর একে-একে আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে কষান।এরপর দিতে হবে স্বাদমতো নুন ও চিনি। স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দিন। আর দেবেন ছাড়িয়ে রাখা মটরশুঁটি।

| Updated on: Feb 26, 2024 | 12:26 PM
শরীরের কথা ভেবে চিকেন বেশি খাওয়া হলেও, বাঙালির লোভ কিন্তু মটনে। যদিও স্বাস্থ্যের কথা ভেবে খুব বেশি মটন খাওয়া হয় না। (ছবি:Pinterest)

শরীরের কথা ভেবে চিকেন বেশি খাওয়া হলেও, বাঙালির লোভ কিন্তু মটনে। যদিও স্বাস্থ্যের কথা ভেবে খুব বেশি মটন খাওয়া হয় না। (ছবি:Pinterest)

1 / 8
মাঝেমধ্যে মটন খেলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। তাই এ বার রেঁধে ফেলুন মটন কিমা মটর। আর কয়েকদিনই বাজারে মিলবে মটরশুঁটি। (ছবি:Pinterest)

মাঝেমধ্যে মটন খেলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। তাই এ বার রেঁধে ফেলুন মটন কিমা মটর। আর কয়েকদিনই বাজারে মিলবে মটরশুঁটি। (ছবি:Pinterest)

2 / 8
তাই মটরশুঁটির স্বাদ শেষ পর্যন্ত চেটেপুটে নিতে বানিয়ে ফেলুন এই পদ। আর দেরী না করে জেনে নিন সহজ রেসিপি। (ছবি:Pinterest)

তাই মটরশুঁটির স্বাদ শেষ পর্যন্ত চেটেপুটে নিতে বানিয়ে ফেলুন এই পদ। আর দেরী না করে জেনে নিন সহজ রেসিপি। (ছবি:Pinterest)

3 / 8
এই পদ বানাতে লাগবে মটন কিমা, মটরশুঁটি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো।(ছবি:Pinterest)

এই পদ বানাতে লাগবে মটন কিমা, মটরশুঁটি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো।(ছবি:Pinterest)

4 / 8
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশা গুঁড়ো, নুন, সরষের তেল, ঘি, গোটা জিরে, তেজপাতা, দারুচিনি, জয়িত্রী, দারুচিনি। (ছবি:Pinterest)

জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশা গুঁড়ো, নুন, সরষের তেল, ঘি, গোটা জিরে, তেজপাতা, দারুচিনি, জয়িত্রী, দারুচিনি। (ছবি:Pinterest)

5 / 8
প্রথমেই মাংসটা নুন দিয়ে সেদ্ধ করে নিন। এ বার কড়াইয়ে তেল গরম করুন। তাতে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর একে-একে আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে কষান।(ছবি:Pinterest)

প্রথমেই মাংসটা নুন দিয়ে সেদ্ধ করে নিন। এ বার কড়াইয়ে তেল গরম করুন। তাতে তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর একে-একে আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে কষান।(ছবি:Pinterest)

6 / 8
এরপর দিতে হবে স্বাদমতো নুন  ও চিনি। স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দিন। আর দেবেন ছাড়িয়ে রাখা মটরশুঁটি। (ছবি:Pinterest)

এরপর দিতে হবে স্বাদমতো নুন ও চিনি। স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়ো দিন। আর দেবেন ছাড়িয়ে রাখা মটরশুঁটি। (ছবি:Pinterest)

7 / 8
এ বার তাতে সেদ্ধ করে রাখা মটন কিমা দিন, এবং ভাল করে কষাতে থাকুন। আর দেবেন গোলমরিচ ও জয়িত্রী গুঁড়ো। মশলা কষে এলে আঁচ বন্ধ করে দিন। রুটি ও পরোটার সঙ্গে পরিবেশন করুন মটন কিমা মটর। (ছবি:Pinterest)

এ বার তাতে সেদ্ধ করে রাখা মটন কিমা দিন, এবং ভাল করে কষাতে থাকুন। আর দেবেন গোলমরিচ ও জয়িত্রী গুঁড়ো। মশলা কষে এলে আঁচ বন্ধ করে দিন। রুটি ও পরোটার সঙ্গে পরিবেশন করুন মটন কিমা মটর। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: