নিরামিষের দিনে রেঁধে ফেলুন পনির ৬৫, চেটেপুটে খাবে পরিবারের সক্কলে

Paneer 65 Recipe: গরম মশলা গুঁড়ো, টকদই, কারিপাতা, কাঁচা লঙ্কা, লবণ, সাদা তেল। প্রথমে পনিরগুলো কিউব আকারে কেটে নিন। এরপর একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, চালের আটা, গরম মশলা ও চাট মশলা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিন।

| Updated on: Feb 27, 2024 | 1:27 PM
বাঙালি বাড়িতে সপ্তাহে এক থেকে দু'দিন নিরামিষ খাওয়ার চল রয়েছে। আর নিরামিষের দিনের অন্যতম ভরসা পনির। শরীরের জন্য ভীষণন উপকারী পনির। আর সুস্বাদু হওয়ায় অনেকেই পনির খেতে ভালবাসেন।(ছবি:Pinterest)

বাঙালি বাড়িতে সপ্তাহে এক থেকে দু'দিন নিরামিষ খাওয়ার চল রয়েছে। আর নিরামিষের দিনের অন্যতম ভরসা পনির। শরীরের জন্য ভীষণন উপকারী পনির। আর সুস্বাদু হওয়ায় অনেকেই পনির খেতে ভালবাসেন।(ছবি:Pinterest)

1 / 8
 এ বার আর দেরী না করে বানিয়ে নিন পনির ৬৫। রোজকাল ঝাল-ঝোলের থেকে একটু অন্যরকম কিছু মন্দ লাগবে না কিন্তু! এ বার ঝটপট জেনে নিন রেসিপি। (ছবি:Pinterest)

এ বার আর দেরী না করে বানিয়ে নিন পনির ৬৫। রোজকাল ঝাল-ঝোলের থেকে একটু অন্যরকম কিছু মন্দ লাগবে না কিন্তু! এ বার ঝটপট জেনে নিন রেসিপি। (ছবি:Pinterest)

2 / 8
এই পদ বানাতে লাগবে পনির, ময়দা, কর্নফ্লাওয়ার, চাল গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা গুঁড়ো,চাট মশলা। (ছবি:Pinterest)

এই পদ বানাতে লাগবে পনির, ময়দা, কর্নফ্লাওয়ার, চাল গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা গুঁড়ো,চাট মশলা। (ছবি:Pinterest)

3 / 8
গরম মশলা গুঁড়ো, টকদই, কারিপাতা, কাঁচা লঙ্কা, লবণ, সাদা তেল। প্রথমে পনিরগুলো কিউব আকারে কেটে নিন। এরপর একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, চালের আটা, গরম মশলা ও চাট মশলা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিন। (ছবি:Pinterest)

গরম মশলা গুঁড়ো, টকদই, কারিপাতা, কাঁচা লঙ্কা, লবণ, সাদা তেল। প্রথমে পনিরগুলো কিউব আকারে কেটে নিন। এরপর একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, চালের আটা, গরম মশলা ও চাট মশলা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিন। (ছবি:Pinterest)

4 / 8
কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিন। এ বার ঠান্ডা জলে পনিরগুলো ডুবিয়ে রেখে দিন। তাতে নরম হবে পনির। (ছবি:Pinterest)

কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিন। এ বার ঠান্ডা জলে পনিরগুলো ডুবিয়ে রেখে দিন। তাতে নরম হবে পনির। (ছবি:Pinterest)

5 / 8
এ বার কড়াইয়ে তেল দিন। তাতে শুকনো লঙ্কা ও কারি পাতা ফোড়ন দিন। আর দেবেন ফেটানো টকদই। (ছবি:Pinterest)

এ বার কড়াইয়ে তেল দিন। তাতে শুকনো লঙ্কা ও কারি পাতা ফোড়ন দিন। আর দেবেন ফেটানো টকদই। (ছবি:Pinterest)

6 / 8
একে-একে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সহ সব মশলা দিয়ে কষাতে থাকুন। স্বাদমতো নুন দিতে ভুলবেন না। প্রয়োজনে মিষ্টিও দিতে পারেন সামান্য।(ছবি:Pinterest)

একে-একে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সহ সব মশলা দিয়ে কষাতে থাকুন। স্বাদমতো নুন দিতে ভুলবেন না। প্রয়োজনে মিষ্টিও দিতে পারেন সামান্য।(ছবি:Pinterest)

7 / 8
এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভাল করে কষাতে থাকুন। মশলা কষে এলে আঁচ বন্ধ করে দিন। ব্যাস তৈরি আপনার পনির ৬৫। (ছবি:Pinterest)

এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভাল করে কষাতে থাকুন। মশলা কষে এলে আঁচ বন্ধ করে দিন। ব্যাস তৈরি আপনার পনির ৬৫। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: