Bizarre Holi Tradition: চিতাভস্ম দিয়ে হোলি! দোল উৎসবে দেশে প্রচলিত এ রকম কিছু অদ্ভূত রীতি

| Updated on: Mar 23, 2024 | 9:00 AM
ভারতের বিভিন্ন প্রান্তেই পালিত হয় হোলি। রঙয়ের এই উৎসবে মেতে ওঠে ছোট থেকে বড় সকলে। এই হোলি ঘিরে বিভিন্ন রীতি পালিত হয় দেশে।

ভারতের বিভিন্ন প্রান্তেই পালিত হয় হোলি। রঙয়ের এই উৎসবে মেতে ওঠে ছোট থেকে বড় সকলে। এই হোলি ঘিরে বিভিন্ন রীতি পালিত হয় দেশে।

1 / 8
উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, পূর্ব থেকে পশ্চিম ভারত। হোলি উপলক্ষে অদ্ভূত অদ্ভূত রীতি পালনও দেখা যায়। আসুন এক নজরে দেখে নিই, হোলিকে ঘিরে পালিত হওয়া এরকমই কিছু অদ্ভূত রীতি।

উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, পূর্ব থেকে পশ্চিম ভারত। হোলি উপলক্ষে অদ্ভূত অদ্ভূত রীতি পালনও দেখা যায়। আসুন এক নজরে দেখে নিই, হোলিকে ঘিরে পালিত হওয়া এরকমই কিছু অদ্ভূত রীতি।

2 / 8
উত্তর প্রদেশের বারাণসী হোলি উৎসব ঘিরে মেতে ওঠে। সেখানে বিভিন্ন রকম রীতি দেখা যায়। যার মধ্যে অন্যতম হল লাঠ মার। এই রীতিতে মহিলাদের হাতে থাকে লাঠি। সেই লাঠি দিয়ে পুরুষদের মারেন তাঁরা।

উত্তর প্রদেশের বারাণসী হোলি উৎসব ঘিরে মেতে ওঠে। সেখানে বিভিন্ন রকম রীতি দেখা যায়। যার মধ্যে অন্যতম হল লাঠ মার। এই রীতিতে মহিলাদের হাতে থাকে লাঠি। সেই লাঠি দিয়ে পুরুষদের মারেন তাঁরা।

3 / 8
চিতা ভস্ম হোলির দেখাও মেলে বারাণসীতেই। মূলত সাধু, অঘোরী এবং তাঁদের ভক্তদের এই ধরনের হোলিতে মেতে উঠতে দেখা যায়। শ্মশান থেকে চিতাভস্ম দিয়ে হোলি খেলেন তাঁরা। এ ভাবেই পালিত হয় তাঁদের হোলি উৎসব।

চিতা ভস্ম হোলির দেখাও মেলে বারাণসীতেই। মূলত সাধু, অঘোরী এবং তাঁদের ভক্তদের এই ধরনের হোলিতে মেতে উঠতে দেখা যায়। শ্মশান থেকে চিতাভস্ম দিয়ে হোলি খেলেন তাঁরা। এ ভাবেই পালিত হয় তাঁদের হোলি উৎসব।

4 / 8
হোলি উৎসবে মেতে উঠবে আর সেই সঙ্গে একটু ভাঙ খাওয়া হবে না, এমনকি হয়। হোলি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তৈরি করা হয় ভাঙ। হোলির উৎসবে অন্য মাত্রা যোগ করে ভাঙের নেশা।

হোলি উৎসবে মেতে উঠবে আর সেই সঙ্গে একটু ভাঙ খাওয়া হবে না, এমনকি হয়। হোলি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে তৈরি করা হয় ভাঙ। হোলির উৎসবে অন্য মাত্রা যোগ করে ভাঙের নেশা।

5 / 8
হোলিতে বিছে নিয়ে খেলার কথা শুনেছেন। উত্তর প্রদেশের এটাওয়া জেলার সৌনথানা গ্রামে ঘটে এ রকমই ঘটনা। সেখানকার গ্রামবাসীরা নিজেদের গায়ে ছেড়ে দেন বিছে। তাঁদের বিশ্বাস হোলির এই পূণ্যলগ্নে ভৈষাণ দেবী টিলা থেকে আনা বিছে কামড়ায় না।

হোলিতে বিছে নিয়ে খেলার কথা শুনেছেন। উত্তর প্রদেশের এটাওয়া জেলার সৌনথানা গ্রামে ঘটে এ রকমই ঘটনা। সেখানকার গ্রামবাসীরা নিজেদের গায়ে ছেড়ে দেন বিছে। তাঁদের বিশ্বাস হোলির এই পূণ্যলগ্নে ভৈষাণ দেবী টিলা থেকে আনা বিছে কামড়ায় না।

6 / 8
মথুরার কাছে দৌজি এলাকায় হোলির পরের দিন পালিত হয় হুরাঙ্গা। এই রীতিকে পুরুষরা রঙে ঢেলে দেন মেয়েদের গায়ে। এর পাল্টা হিসাবে মেয়েরা ছিঁড়ে দেন ছেলেদের জামা। গোটা রীতিতেই একে অপরের প্রতি টিজিংও চলতে থাকে।

মথুরার কাছে দৌজি এলাকায় হোলির পরের দিন পালিত হয় হুরাঙ্গা। এই রীতিকে পুরুষরা রঙে ঢেলে দেন মেয়েদের গায়ে। এর পাল্টা হিসাবে মেয়েরা ছিঁড়ে দেন ছেলেদের জামা। গোটা রীতিতেই একে অপরের প্রতি টিজিংও চলতে থাকে।

7 / 8
এ রকম অনেক রকম রীতি পালিত হয় দেশজুড়ে। সেই সঙ্গে পুজো অর্চনা, আবির খেলা তো রয়েইছে।

এ রকম অনেক রকম রীতি পালিত হয় দেশজুড়ে। সেই সঙ্গে পুজো অর্চনা, আবির খেলা তো রয়েইছে।

8 / 8
Follow Us: