কয়েক ঘণ্টাতেই কাজল ঘেঁটে যায়? পরার আগে চোখে লাগিয়ে নিন এই জিনিস
Kajal Tips: সারাদিন চোখের কাজল যাতে স্মাজ না হয় তার কয়েকটি কৌশল বা ঘরোয়া টোটকা রয়েছে। নামী-দামি অনেক সংস্থারই কাজল রয়েছে, যেগুলি দাবি করে, একবার পড়লে তা ২৪ ঘণ্টা ধরে একইভাবে থাকবে। কিন্তু আদতে তা হয় না। এর জন্য কয়েকটি নিয়ম মেনে চললেই হবে।
Most Read Stories