Potato Peels Recipe: আলুর খোসা দিয়েই বানিয়ে নিন সুস্বাদু এই পদ, গরম ভাতের সঙ্গে জমে যাবে

Potato Peels Bharta Recipe: আলু দিয়ে বিভিন্ন পদ রান্নার কথা তো সকলেরই জানা। কিন্তু জানেন কি, আলুর খোসা দিয়েও সুস্বাদু পদ রান্না করা যায়। আলুর খোসা ভাজা অনেকেই খেয়েছেন। এবার বাড়িতে বানিয়ে ফেলুন আলুর খোসার ভর্তা। এতে আলুর খোসার সঙ্গে আলুও লাগবে। গরম ভাতের সঙ্গে জমে যাবে।

| Updated on: Jun 16, 2024 | 6:47 PM
মাছ, মাংস বা সবজি যা-ই থাকুক না কেন, আলু ছাড়া যেন খাওয়া সম্পূর্ণ হয় না। মাছ, মাংস থেকে বিভিন্ন সবজিতে আলু দিলে যেন রান্নার স্বাদই বদলে যায়

মাছ, মাংস বা সবজি যা-ই থাকুক না কেন, আলু ছাড়া যেন খাওয়া সম্পূর্ণ হয় না। মাছ, মাংস থেকে বিভিন্ন সবজিতে আলু দিলে যেন রান্নার স্বাদই বদলে যায়

1 / 8
আলু দিয়ে বিভিন্ন পদ রান্নার কথা তো সকলেরই জানা। কিন্তু জানেন কি, আলুর খোসা দিয়েও সুস্বাদু পদ রান্না করা যায়

আলু দিয়ে বিভিন্ন পদ রান্নার কথা তো সকলেরই জানা। কিন্তু জানেন কি, আলুর খোসা দিয়েও সুস্বাদু পদ রান্না করা যায়

2 / 8
আলুর খোসা ভাজা অনেকেই খেয়েছেন। এবার বাড়িতে বানিয়ে ফেলুন আলুর খোসার ভর্তা। এতে আলুর খোসার সঙ্গে আলুও লাগবে

আলুর খোসা ভাজা অনেকেই খেয়েছেন। এবার বাড়িতে বানিয়ে ফেলুন আলুর খোসার ভর্তা। এতে আলুর খোসার সঙ্গে আলুও লাগবে

3 / 8
আলুর খোসার ভর্তা বানাতে লাগবে অন্তত ২ কাপ আলুর খোসা, আধা কাপ সেদ্ধ আলু, মাঝারি আকারের ২টি টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, রসুনকুচি, গোটা শুকনো লঙ্কা ৪-৫টি, নুন স্বাদমতো, সামান্য সর্ষের তেল

আলুর খোসার ভর্তা বানাতে লাগবে অন্তত ২ কাপ আলুর খোসা, আধা কাপ সেদ্ধ আলু, মাঝারি আকারের ২টি টমেটোর কুচি, পেঁয়াজ কুচি, রসুনকুচি, গোটা শুকনো লঙ্কা ৪-৫টি, নুন স্বাদমতো, সামান্য সর্ষের তেল

4 / 8
প্রথমে আলু ভালো করে ধুয়ে পুরু ও মোটা করে খোসা ছিলে নিন। অন্যদিকে খোসা ছাড়ানো আলু সেদ্ধ করে নিন

প্রথমে আলু ভালো করে ধুয়ে পুরু ও মোটা করে খোসা ছিলে নিন। অন্যদিকে খোসা ছাড়ানো আলু সেদ্ধ করে নিন

5 / 8
এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি ও শুকনো লঙ্কা লাল করে ভেজে তার মধ্যে আলুর খোসা দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন

এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি ও শুকনো লঙ্কা লাল করে ভেজে তার মধ্যে আলুর খোসা দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন

6 / 8
এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু থেকে জল ঝরিয়ে নিন। জল শুকিয়ে গেলে সেটা ভাল করে পেস্ট করে নিতে হবে

এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু থেকে জল ঝরিয়ে নিন। জল শুকিয়ে গেলে সেটা ভাল করে পেস্ট করে নিতে হবে

7 / 8
এবার কড়াইয়ে তেল গরম করে সেদ্ধ আলুর পেস্ট দিয়ে দিন। তার মধ্যেই পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কার সঙ্গে ভাজা আলুর খোসা দিয়ে ভাল করে ভেজে নিন। বেশ মাখা-মাখা হয়ে এলে নামিয়ে নিন। তৈরি আলুর খোসার ভর্তা। এবার উপরে ধনেপাতা বা কারিপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন

এবার কড়াইয়ে তেল গরম করে সেদ্ধ আলুর পেস্ট দিয়ে দিন। তার মধ্যেই পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কার সঙ্গে ভাজা আলুর খোসা দিয়ে ভাল করে ভেজে নিন। বেশ মাখা-মাখা হয়ে এলে নামিয়ে নিন। তৈরি আলুর খোসার ভর্তা। এবার উপরে ধনেপাতা বা কারিপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন

8 / 8
Follow Us: