Neeraj Chopra Gold: সূর্যোদয়ের দেশে ভারতের সোনার ছেলে

টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার (Javelin Throw) নীরজ চোপড়া (Neeraj Chopra) যা করলেন, তা আজীবন মনে রাখবে ভারত। নীরজের বর্শায় তৈরি হল ইতিহাস। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম পদক এনে দিলেন তিনি। শুধু পদক দিলেন তাই নয়, দিলেন তো দিলেন এক্কেবারে সোনা। ছবিতে দেখুন নীরজের টোকিও সফর...

| Edited By: | Updated on: Dec 27, 2021 | 3:45 PM
টোকিও অলিম্পিকে ভারতকে শেষ দিনে সোনা এনে দিলেন ২৩ বছর বয়সী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

টোকিও অলিম্পিকে ভারতকে শেষ দিনে সোনা এনে দিলেন ২৩ বছর বয়সী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া।

1 / 4
যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ 'এ'-তে ছিলেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। ফাইনালের জন্য যোগ্যতা অর্জন পর্বের প্রথম চেষ্টায় তিনি জ্যাভলিন ছোড়েন ৮৬.৬৫ মিটার। যার ফলে তিনি সরাসরি পৌঁছে যান ফাইনালে।

যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ 'এ'-তে ছিলেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। ফাইনালের জন্য যোগ্যতা অর্জন পর্বের প্রথম চেষ্টায় তিনি জ্যাভলিন ছোড়েন ৮৬.৬৫ মিটার। যার ফলে তিনি সরাসরি পৌঁছে যান ফাইনালে।

2 / 4
টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-এর ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ ছোড়েন ৮৭.৫৮ মিটার। যার সুবাদে নিজের প্রথম অলিম্পিকেই দেশকে সোনা এনে দিলেন নীরজ।

টোকিও অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-এর ফাইনালে দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ ছোড়েন ৮৭.৫৮ মিটার। যার সুবাদে নিজের প্রথম অলিম্পিকেই দেশকে সোনা এনে দিলেন নীরজ।

3 / 4
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রইল সোনার ছেলে নীরজের নাম।

ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রইল সোনার ছেলে নীরজের নাম।

4 / 4
Follow Us: