Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্ট্রিমিং গাইড: আপনার উইকেন্ড সাজিয়ে নিন এই ৬-টি ছবি দিয়েই…

পরিচালকেরা আপনার জন্য সাজিয়ে রেখেছেন নতুন ছবির পসরা। যদি বাইরে বের হতে ইচ্ছে না হয় তবে হাতের কাছে স্মার্টফোন তো রয়েছেই সেখানেই দেখে ফেলুন বেশ কিছু সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি। কী দেখতে পারেন? আপনার জন্য রইল স্ট্রিমিং গাইড।

| Edited By: | Updated on: Aug 21, 2021 | 10:35 PM
শনিবার প্রায় শেষ হওয়ার মুখে। হাতে একটা দিন রবিবার। ছুটির দিনে কী করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না। প্রেক্ষাগৃহ খুলে গিয়েছে, তাই আর দেরি না করে সঙ্গী অথবা পরিবার নিয়ে মুখে মাস্ক পরে চলে যান নিকটবর্তী প্রেক্ষাগৃহে। সেখানে পরিচালকেরা আপনার জন্য সাজিয়ে রেখেছেন নতুন ছবির পসরা। যদি বাইরে বের হতে ইচ্ছে না হয় তবে হাতের কাছে স্মার্টফোন তো রয়েছেই সেখানেই দেখে ফেলুন বেশ কিছু সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি। কী দেখতে পারেন? আপনার জন্য রইল স্ট্রিমিং গাইড।

শনিবার প্রায় শেষ হওয়ার মুখে। হাতে একটা দিন রবিবার। ছুটির দিনে কী করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না। প্রেক্ষাগৃহ খুলে গিয়েছে, তাই আর দেরি না করে সঙ্গী অথবা পরিবার নিয়ে মুখে মাস্ক পরে চলে যান নিকটবর্তী প্রেক্ষাগৃহে। সেখানে পরিচালকেরা আপনার জন্য সাজিয়ে রেখেছেন নতুন ছবির পসরা। যদি বাইরে বের হতে ইচ্ছে না হয় তবে হাতের কাছে স্মার্টফোন তো রয়েছেই সেখানেই দেখে ফেলুন বেশ কিছু সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি। কী দেখতে পারেন? আপনার জন্য রইল স্ট্রিমিং গাইড।

1 / 7
অতনু ঘোষের বিনিসুতোয় মুক্তি পেয়েছে সদ্য। প্রেক্ষাগৃহে দেখতে পারবেন এই ছবি। অভিনয়ে রয়েছে ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান। এক অন্য ধারার ছবি যদি দেখতে চান তবে এই ছবিটি মিস করা উচিত হবে না।

অতনু ঘোষের বিনিসুতোয় মুক্তি পেয়েছে সদ্য। প্রেক্ষাগৃহে দেখতে পারবেন এই ছবি। অভিনয়ে রয়েছে ঋত্বিক চক্রবর্তী ও জয়া আহসান। এক অন্য ধারার ছবি যদি দেখতে চান তবে এই ছবিটি মিস করা উচিত হবে না।

2 / 7
ছবির নাম মুখোশ। এই সাইকোলজিকাল থ্রিলারটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত। এই ছবিতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, পায়েল দে, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষসহ অনেকেই।

ছবির নাম মুখোশ। এই সাইকোলজিকাল থ্রিলারটি পরিচালনা করেছেন বিরসা দাশগুপ্ত। এই ছবিতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, পায়েল দে, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষসহ অনেকেই।

3 / 7
ছবির নাম নাইন পারফেক্ট স্ট্রেনজারস। ২০১৮-র ওই একই নামের উপন্যাসকে কেন্দ্র করে ছবি। দেখতে পারবেন অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।

ছবির নাম নাইন পারফেক্ট স্ট্রেনজারস। ২০১৮-র ওই একই নামের উপন্যাসকে কেন্দ্র করে ছবি। দেখতে পারবেন অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।

4 / 7
রজিন থমাসের এই মালায়ালাম ছবিটির নাম হোম। আদপে ফ্যামিলি ড্রামা। ছবিটি পেয়ে যাবেন অ্যামাজন প্রাইমে।

রজিন থমাসের এই মালায়ালাম ছবিটির নাম হোম। আদপে ফ্যামিলি ড্রামা। ছবিটি পেয়ে যাবেন অ্যামাজন প্রাইমে।

5 / 7
জি-ফাইভের অরিজিনাল এই ছবি সত্য ঘটনা অবলম্বনে। ২০০ জন দলিত মহিলা কীভাবে একজন ধর্ষককে সাজা দিয়েছিলেন তা নিয়েই এই ছবি। ছবিতে অমোল পালকর, রিঙ্কু রাজগুরু, সালোনি বাত্রার মতো শক্তিশালী অভিনেতা রয়েছেন।

জি-ফাইভের অরিজিনাল এই ছবি সত্য ঘটনা অবলম্বনে। ২০০ জন দলিত মহিলা কীভাবে একজন ধর্ষককে সাজা দিয়েছিলেন তা নিয়েই এই ছবি। ছবিতে অমোল পালকর, রিঙ্কু রাজগুরু, সালোনি বাত্রার মতো শক্তিশালী অভিনেতা রয়েছেন।

6 / 7
অক্ষয় কুমার অভিনীত বেল বটম সদ্য মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ছবিটি স্পাই থ্রিলার। অক্ষয় ছাড়াও রয়েছেন লারা দত্ত, আদিল হুসেন, জৈন খান, বাণী কাপুর, হুমা কুরেশি সহ অন্যান্য।

অক্ষয় কুমার অভিনীত বেল বটম সদ্য মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ছবিটি স্পাই থ্রিলার। অক্ষয় ছাড়াও রয়েছেন লারা দত্ত, আদিল হুসেন, জৈন খান, বাণী কাপুর, হুমা কুরেশি সহ অন্যান্য।

7 / 7
Follow Us: