মহিলাদের এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতের (India) বিরুদ্ধে নামার আগে, পাকিস্তানের (Pakistan) সঙ্গে বড় অঘটন ঘটল। শেষ ওভারের টানটান লড়াইয়ে বিসমা মারুফদের হারিয়ে দিল নথকান চন্তমরা। (Pic Courtesy- ACC Media)
টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান মহিলা দল। পাঁচ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছিলেন সিদরা আমিনরা। (Pic Courtesy- ACC Media)
১১৭ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল থাইল্যান্ডের ক্রিকেটাররা। ওপেন করতে নামা নথকান চন্তম ৫১ বলে ৬১ রান করে যান। এই ইনিংসের সুবাদে চন্তম পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। (Pic Courtesy- ACC Media)
আগামীকাল, ৭ অক্টোবর হরমনপ্রীত কৌরের ভারতের বিরুদ্ধে নামবেন বিসমা মারুফরা। তার আগে থাইল্যান্ডের মতো দূর্বল দলের কাছে হার, পাকিস্তানের কাছে বড়সড় ধাক্কা। (Pic Courtesy- ACC Media)
সিলেটে এশিয়া কাপের ম্যাচে, পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে জয়ের জন্য থাইল্যান্ডের প্রয়োজন ছিল ১০ রান। ১ বল বাকি থাকতেই টার্গেট পূরণ করে ফেলে থাই ক্রিকেটাররা। (Pic Courtesy- ACC Media)