Neymar’s Mother Boyfriend: নেইমারের মায়ের সমকামী প্রেমিককে মনে পড়ে?

Nadine Goncalves: ব্রাজিলিয়ান তারকা নেইমার (Neymar) বরাবরই থাকেন খবরের শিরোনামে। নেইমারের মা ঠিক দু'বছর আগে হঠাৎ করেই লাইমলাইটে এসেছিলেন। নেইমারের থেকে ছ'বছরের ছোট এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন নেইমারের মা নাদিন গঞ্জালভেস। অচিরেই সেই সম্পর্ক ভেঙে যায়। এখন কী করছেন দু'জন?

| Edited By: | Updated on: Jan 15, 2023 | 10:00 AM
২০২০ সালে হঠাৎই শোনা গিয়েছিল ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের (Neymar) মায়ের জীবনে এসেছে নতুন প্রেম। সেই সময় নেইমারের মা নাদিন গঞ্জালভেসের (Nadine Goncalves) বয়স ছিল ৫২ বছর। (ছবি-নাদিন গঞ্জালভেস ইন্সটাগ্রাম)

২০২০ সালে হঠাৎই শোনা গিয়েছিল ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের (Neymar) মায়ের জীবনে এসেছে নতুন প্রেম। সেই সময় নেইমারের মা নাদিন গঞ্জালভেসের (Nadine Goncalves) বয়স ছিল ৫২ বছর। (ছবি-নাদিন গঞ্জালভেস ইন্সটাগ্রাম)

1 / 8
নাদিন নাকি বছর দু'য়েক আগে নেইমারের থেকেও ছয় বছরের ছোট এক তরুণকে ভালোবেসেছিলেন। তাঁর নাম থিয়াগো রামোস। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। (ছবি-নাদিন গঞ্জালভেস ইন্সটাগ্রাম)

নাদিন নাকি বছর দু'য়েক আগে নেইমারের থেকেও ছয় বছরের ছোট এক তরুণকে ভালোবেসেছিলেন। তাঁর নাম থিয়াগো রামোস। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। (ছবি-নাদিন গঞ্জালভেস ইন্সটাগ্রাম)

2 / 8
নেইমারের মা নাদিন গঞ্জালভেস ও থিয়াগো রামোসের সম্পর্ক বেশিদিন টেকেনি। নেইমার যদিও তাঁর মায়ের জীবনের নতুন অধ্যায় স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। (ছবি-টুইটার)

নেইমারের মা নাদিন গঞ্জালভেস ও থিয়াগো রামোসের সম্পর্ক বেশিদিন টেকেনি। নেইমার যদিও তাঁর মায়ের জীবনের নতুন অধ্যায় স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। (ছবি-টুইটার)

3 / 8
একাধিক বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নেইমারের মায়ের প্রেমিক অর্থাৎ থিয়াগো খ্যাতির জন্যই নাদিনের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেছিলেন। (ছবি-থিয়াগো রামোস ইন্সটাগ্রাম)

একাধিক বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী নেইমারের মায়ের প্রেমিক অর্থাৎ থিয়াগো খ্যাতির জন্যই নাদিনের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করেছিলেন। (ছবি-থিয়াগো রামোস ইন্সটাগ্রাম)

4 / 8
পরবর্তীকালে জানা যায়, থিয়াগো নেইমারের মায়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে একাধিক পুরুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন। (ছবি-থিয়াগো রামোস ইন্সটাগ্রাম)

পরবর্তীকালে জানা যায়, থিয়াগো নেইমারের মায়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে একাধিক পুরুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন। (ছবি-থিয়াগো রামোস ইন্সটাগ্রাম)

5 / 8
নেইমারের মা নাদিনের মাস কয়েকের প্রেমিক থিয়াগো রামোস পেশায় গেমার। তিনি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত। (ছবি-থিয়াগো রামোস ইন্সটাগ্রাম)

নেইমারের মা নাদিনের মাস কয়েকের প্রেমিক থিয়াগো রামোস পেশায় গেমার। তিনি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত। (ছবি-থিয়াগো রামোস ইন্সটাগ্রাম)

6 / 8
বছর দু'য়েক আগে নেইমারের মায়ের সঙ্গে সম্পর্কে জড়ানো সমকামী থিয়াগো রামোস এখন ব্যস্ত নিজের জীবন নিয়ে। (ছবি-নাদিন গঞ্জালভেস ইন্সটাগ্রাম)

বছর দু'য়েক আগে নেইমারের মায়ের সঙ্গে সম্পর্কে জড়ানো সমকামী থিয়াগো রামোস এখন ব্যস্ত নিজের জীবন নিয়ে। (ছবি-নাদিন গঞ্জালভেস ইন্সটাগ্রাম)

7 / 8
নেইমারের মা-ও নিজেকে গুছিয়ে নিয়েছেন নিজের মতো করে। উল্লেখ্য, তাঁর আর নতুন কোনও সম্পর্কের খবর প্রকাশ্যে আসেনি। (ছবি-নাদিন গঞ্জালভেস ইন্সটাগ্রাম)

নেইমারের মা-ও নিজেকে গুছিয়ে নিয়েছেন নিজের মতো করে। উল্লেখ্য, তাঁর আর নতুন কোনও সম্পর্কের খবর প্রকাশ্যে আসেনি। (ছবি-নাদিন গঞ্জালভেস ইন্সটাগ্রাম)

8 / 8
Follow Us: