শুষ্ক ও প্রাণহীন চুলের প্রধান কারণ আর্দ্রতার অভাব। শীতে ফ্রিজি হেয়ারের সমস্যা বাড়ে। ত্বকের মতো চুলকেও হাইড্রেটেড রাখতে হবে। যেহেতু এখন আবহাওয়া শুষ্ক তাই আপনাকেই চুলের যত্ন নিতে হবে।
উড়ো চুলকে বশ মানানোর জন্য চুলে তেল দেওয়া, শ্যাম্পু করা ইত্যাদি করেই থাকেন। কিন্তু তাতেও চুল নিস্তেজ দেখায়। এক্ষেত্রে প্রচুর পরিমাণে জল পান করুন ও ডায়েটের দিকে খেয়াল রাখুন। এছাড়া আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন।
শ্যাম্পু, চুলে তেল দেওয়ার পাশাপাশি আপনাকে নিয়ম করে হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে। আর যদি বাড়িতে তৈরি হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন, তাহলে আরও উপকার পাবেন।
২ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল, ২ চামচ গোলাপ জল এবং ১টি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি কাচের শিশিতে ভরে রেখে দিন। শ্যাম্পুর পর আপনি এই সিরাম ব্যবহার করতে পারেন।
সমপরিমাণ ক্যাস্টর অয়েল, নারকেল তেল, অ্যালোভেরা জেল, গোলাপ জল নিন। এই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে কাচের শিশিতে ভরে রেখে দিন। এই মিশ্রণটি আপনি হেয়ার সিরাম হিসেবে ব্যবহার করতে পারবেন।
৪ চামচ অ্যাভোকাডোর তেলের সঙ্গে ২ চামচ করে জোজোবা তেল, আর্গান তেল এবং আমন্ডের তেল নিন। ভাল করে এই উপাদান গুলি মিশিয়ে একটি বোতলে সংরক্ষণ করে রাখুন। এই তেল আপনি নিয়মিত সেরাম হিসাবে ব্যবহার করতে পারেন। আপনার রুক্ষ চুলে নতুন প্রাণ এনে দেবে এই তেল।