এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।
নিউমরোলজি অনুযায়ী এই নামের সংখ্যা ৩৭। এই সংখ্যা সলমন খানের জন্য বিশেষ লাকি। সেই কারণেই ছবির নাম বদল করার সম্ভাবনার কথাই বলছেন জ্যোতিষবিদ। এখানেই শেষ নয়, কারণ হিসেবে ছবির ব্যবসাকেই দেখিয়েছেন তিনি।
তবে এবার সকলকে চমকে দেওয়ার মত যে খবর সকলের সামনে উঠে আসতে দেখা গেল, তা হল সলমন খানের পারিশ্রমিক। ১০০ নয় ১০০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন নাকি ভাইজান।
তবে শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি ঘিরে জল্পনা উঠে তুঙ্গে। একের পর এক ফ্লপের তকমা শাহরুখ খানের গায়ে। তারপরই বেশকিছুটা বিরতি, খানিকটা নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান সকলের সামনে থেকে। এরপরই পাঠান ছবি দিয়ে কামব্যাকের পালা।
গৌরী খান এই মন্নত নিজে হাতে সাজিয়েছেন। মাঝে মধ্যেই তিনি ঘরের ইন্টেরিয়ার নিয়ে নানা কাজ করে থাকেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্নতের অন্দরমহলের ছবি ভাইরাল হতে দেখা যায় মাঝে মধ্যেই।