Wimbledon 2022: ফেডেরারকে টপকে উইম্বলডনের ফাইনালে জকোভিচ

এ বারের উইম্বলডনের ফাইনালে রাফা-নোভাক দ্বৈরথ দেখা যাচ্ছে না। চোটের কারণে সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নাদাল। তবে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সেমিফাইনালে ব্রিটিশ তারকা ক্যামেরন নুরিকে হারিয়ে ফাইনালের টিকিট পেলেন জোকার। পাশাপাশি তিনি এই নিয়ে ৩২ বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে টপকে গেলেন রজার ফেডেরারকে।

| Edited By: | Updated on: Jul 09, 2022 | 1:33 PM
সেন্টার কোর্টে উইম্বলডনের সেমিফাইনালে ব্রিটিশ টেনিস তারকা ক্যামেরন নুরিকে ৪ সেটের লড়াইয়ে হারিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

সেন্টার কোর্টে উইম্বলডনের সেমিফাইনালে ব্রিটিশ টেনিস তারকা ক্যামেরন নুরিকে ৪ সেটের লড়াইয়ে হারিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

1 / 5
প্রথম সেটে নুরির কাছে ২-৬ হারেন জকোভিচ। কিন্তু পরের তিন সেটে সেই চেনা ছন্দ ধরে ফেলেন সার্বিয়ান টেনিস তারকা। ম্যাচের ফল জোকারের পক্ষে ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

প্রথম সেটে নুরির কাছে ২-৬ হারেন জকোভিচ। কিন্তু পরের তিন সেটে সেই চেনা ছন্দ ধরে ফেলেন সার্বিয়ান টেনিস তারকা। ম্যাচের ফল জোকারের পক্ষে ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

2 / 5
এই নিয়ে ৩২ বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। সেই সঙ্গে তিনি টপকে গেলেন রজার ফেডেরারকে। কারণ, ফেডেরার ৩১ বার গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছেছিলেন। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

এই নিয়ে ৩২ বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। সেই সঙ্গে তিনি টপকে গেলেন রজার ফেডেরারকে। কারণ, ফেডেরার ৩১ বার গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছেছিলেন। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

3 / 5
উইম্বলডনে এই নিয়ে ১১তম সেমিফাইনাল খেলতে নেমেছিলেন জকোভিচ। আর সেমিতে জেতার পর অষ্টমবার উইম্বলডনের ফাইনালে উঠলেন জোকার। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

উইম্বলডনে এই নিয়ে ১১তম সেমিফাইনাল খেলতে নেমেছিলেন জকোভিচ। আর সেমিতে জেতার পর অষ্টমবার উইম্বলডনের ফাইনালে উঠলেন জোকার। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

4 / 5
রবিবার উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল। এ বারের ফাইনালে অস্ট্রেলিয়ার নিক কির্গিওসের বিরুদ্ধে নামবেন নোভাক জকোভিচ। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

রবিবার উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের ফাইনাল। এ বারের ফাইনালে অস্ট্রেলিয়ার নিক কির্গিওসের বিরুদ্ধে নামবেন নোভাক জকোভিচ। (ছবি-উইম্বলডন ওয়েবসাইট)

5 / 5
Follow Us: