Sawan Somwar 2023: শ্রাবণের সোমবার শিবলিঙ্গে দিন এই ৪ সাদা জিনিস, যা চাইবেন তাই দ্বিগুণ হারে হাতে পাবেন আপনি

Sawan Monday: প্রতি সোমবার যদি শিবলিঙ্গ অভিষেক করা হয়, তাহলে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন মহেশ্বর। এমন বিরল ও শুভ দিনে কোন সাদা জিনিস দিয়ে ভগবান শিবকে অভিষেক করলে দুর্দান্ত ফল পাবেন, তা জেনে নিন এখানে...

| Edited By: | Updated on: Jul 14, 2023 | 7:17 PM
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আগামী ১৭ জুলাই, সোমবার পালিত হবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শিবের এই পবিত্র মাসের দ্বিতীয় সোমবার হল সবচেয়ে শুভ ও গুরুত্বপূর্ণ একটি দিন।

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আগামী ১৭ জুলাই, সোমবার পালিত হবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। শিবের এই পবিত্র মাসের দ্বিতীয় সোমবার হল সবচেয়ে শুভ ও গুরুত্বপূর্ণ একটি দিন।

1 / 8
জ্যোতিষমতে এদিন বেশ কিছু শুভ যোগ তৈরি হয়েছে। হিন্দু ধর্ম মতে, এদিন আবার সোমবতী অমাবস্যা হিসেবেও পালন করা হবে।

জ্যোতিষমতে এদিন বেশ কিছু শুভ যোগ তৈরি হয়েছে। হিন্দু ধর্ম মতে, এদিন আবার সোমবতী অমাবস্যা হিসেবেও পালন করা হবে।

2 / 8
এই শুভ দিনে ভক্তরা যদি মহেশ্বরকে তুষ্ট করতে চান, তাহলে শিবলিঙ্গে প্রতিদিন অভিষেক করুন। অনেকেই মনে করেন,শিবের অভিষেক করলে বহুগুণ বেশি উপকার পাওয়া যায়। এ

এই শুভ দিনে ভক্তরা যদি মহেশ্বরকে তুষ্ট করতে চান, তাহলে শিবলিঙ্গে প্রতিদিন অভিষেক করুন। অনেকেই মনে করেন,শিবের অভিষেক করলে বহুগুণ বেশি উপকার পাওয়া যায়। এ

3 / 8
শুধু তাই নয়, প্রতি সোমবার যদি শিবলিঙ্গ অভিষেক করা হয়, তাহলে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন মহেশ্বর। এমন বিরল ও শুভ দিনে কোন সাদা জিনিস দিয়ে ভগবান শিবকে অভিষেক করলে দুর্দান্ত ফল পাবেন, তা জেনে নিন এখানে...

শুধু তাই নয়, প্রতি সোমবার যদি শিবলিঙ্গ অভিষেক করা হয়, তাহলে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন মহেশ্বর। এমন বিরল ও শুভ দিনে কোন সাদা জিনিস দিয়ে ভগবান শিবকে অভিষেক করলে দুর্দান্ত ফল পাবেন, তা জেনে নিন এখানে...

4 / 8
দুধ : দুধ দিয়ে শিবের অভিষেক খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে পরিবারে যদি অশান্তি লেগেই থাকে তাহলে শিবলিঙ্গের উপর দুধ নিবেদন করলে ঘরে শান্তি ফিরে আসে। যদি কর্মক্ষেত্রে একই রকম পরিবেশ বিরাজ করে, তাহলেও দুধ দিয়েও অভিষেক করতে পারেন।

দুধ : দুধ দিয়ে শিবের অভিষেক খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে যে পরিবারে যদি অশান্তি লেগেই থাকে তাহলে শিবলিঙ্গের উপর দুধ নিবেদন করলে ঘরে শান্তি ফিরে আসে। যদি কর্মক্ষেত্রে একই রকম পরিবেশ বিরাজ করে, তাহলেও দুধ দিয়েও অভিষেক করতে পারেন।

5 / 8
দই: বিশ্বাস অনুসারে, যদি ভগবান শিবকে দই দিয়ে অভিষেক করেন, তাহলে সব কাজে আসা সমস্ত সমস্যা কেটে যায়। এছাড়াও, আপনার যে কাজগুলি অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হতে শুরু করে। তাই ভগবান শিবকে দই দিয়ে অভিষেক করলে মানুষ সুখ ও সমৃদ্ধি লাভ করে।

দই: বিশ্বাস অনুসারে, যদি ভগবান শিবকে দই দিয়ে অভিষেক করেন, তাহলে সব কাজে আসা সমস্ত সমস্যা কেটে যায়। এছাড়াও, আপনার যে কাজগুলি অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হতে শুরু করে। তাই ভগবান শিবকে দই দিয়ে অভিষেক করলে মানুষ সুখ ও সমৃদ্ধি লাভ করে।

6 / 8
চিনি : নীলকণ্ঠকে চিনি দিয়েও অভিষেক করতে পারেন। বিশ্বাস করা হয়, ভক্তরা শিবকে চিনি দিয়ে অভিষেক করেন তিনি পণ্ডিত হিসেবে গণ্য হন। পাশাপাশি বুদ্ধিমত্তাও প্রখর হয়।

চিনি : নীলকণ্ঠকে চিনি দিয়েও অভিষেক করতে পারেন। বিশ্বাস করা হয়, ভক্তরা শিবকে চিনি দিয়ে অভিষেক করেন তিনি পণ্ডিত হিসেবে গণ্য হন। পাশাপাশি বুদ্ধিমত্তাও প্রখর হয়।

7 / 8
মাখন : শাস্ত্রমতে, শিবকে মাখন দিয়ে অভিষেক করা হলে ভক্তরা সন্তানের সুখ পেয়ে থাকেন।  যদি সন্তান লাভে বাধার সম্মুখীন হন, তাহলে শ্রাবণ মাসের সোমবার মাখন দিয়ে শিবের অভিষেক করা উচিত।

মাখন : শাস্ত্রমতে, শিবকে মাখন দিয়ে অভিষেক করা হলে ভক্তরা সন্তানের সুখ পেয়ে থাকেন। যদি সন্তান লাভে বাধার সম্মুখীন হন, তাহলে শ্রাবণ মাসের সোমবার মাখন দিয়ে শিবের অভিষেক করা উচিত।

8 / 8
Follow Us: