ধীরেন এবং বীরেন, বসাক বাড়ির দুই সহোদর ভাইয়ের হাতে বাংলার কুটির শিল্পে নবজাগরণ। শুরুটা হয়েছিল পাঁচ দশকেরও আগে। নিজে হাতে শাড়ি বুনে মাথায় ফেরি করে শুরু হয়েছিল সফর, আজ সেই বসাক বাড়ির ছেলেই ভারতের 'তাঁত সম্রাট'। সম্প্রতি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন ফুলিয়ার বীরেন বসাক।
বীরেন বসাকের কথায়, "১৯৬২ সালে ২ জনকে নিয়ে শুরু করেছিলাম। এখন আমার পরিবারের রয়েছেন ৫ হাজার তাঁতি। এঁদের মধ্যে ২০০০ জন মহিলা। বাকি ৩০০০ জন পুরুষ। প্রতিদিনই ওদের সঙ্গে কথা বলে কাজ করি। আমার কারিগররা জাতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আজ এই বিরল সম্মানে সম্মানিত হয়ে আমি খুশি'
বীরেন বসাকের শ্রেষ্ঠ কাজের মধ্যে অন্যতম জামদানির নকশা। ঐতিহ্যের সঙ্গে নতুনত্বের ছোঁয়ায় জামদানির যে রূপ তিনি দিয়েছেন, তা জগদ্বিখ্যাত।
ঘোষণা হয়েছিল আগেই, মঙ্গলবার (০৯-১১-২০২১) রাইসিনা হিলসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদক গ্রহণ করেন বীরেন বাবু।
ছবি সৌজন্যে: অভিনব বসাক