PV Sindu: সিঙ্গাপুরে আজ ‘সোনা’র ম্যাচ, খেতাব জয়ের দোরগোড়ায় সিন্ধু

Singapore Open Final: বিশ্বমঞ্চে ভারতের পদক জয়ের আশা-ভরসা। সেই পিভি সিন্ধু এবার সিঙ্গাপুর ওপেন ৫০০ সুপার সিরিজের ফাইনালে। দু'বারের অলিম্পিক পদক জয়ী রবিবাসরীয় ফাইনাল জিতে কমনওয়েলথ গেমসের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান।

| Edited By: | Updated on: Jul 17, 2022 | 8:24 AM
বিশ্বমঞ্চে ভারতের পদক জয়ের আশা-ভরসা। সেই পিভি সিন্ধু এবার সিঙ্গাপুর ওপেন ৫০০ সুপার সিরিজের ফাইনালে। দু'বারের অলিম্পিক পদক জয়ী রবিবাসরীয় ফাইনাল জিতে কমনওয়েলথ গেমসের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান।(ছবি: টুইটার)

বিশ্বমঞ্চে ভারতের পদক জয়ের আশা-ভরসা। সেই পিভি সিন্ধু এবার সিঙ্গাপুর ওপেন ৫০০ সুপার সিরিজের ফাইনালে। দু'বারের অলিম্পিক পদক জয়ী রবিবাসরীয় ফাইনাল জিতে কমনওয়েলথ গেমসের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান।(ছবি: টুইটার)

1 / 5
পিভি সিন্ধু।
(ছবি: টুইটার)

পিভি সিন্ধু। (ছবি: টুইটার)

2 / 5
খেতাব জয়ের ম্যাচে রবিবার সিন্ধুর মুখোমুখি চিনের ওয়াং ঝি ই। ভারতীয় সময় সকাল সাড়ে দশটা থেকে শুরু ম্যাচ।(ছবি: টুইটার)

খেতাব জয়ের ম্যাচে রবিবার সিন্ধুর মুখোমুখি চিনের ওয়াং ঝি ই। ভারতীয় সময় সকাল সাড়ে দশটা থেকে শুরু ম্যাচ।(ছবি: টুইটার)

3 / 5
চলতি বছরে দুটি সুপার ৩০০ খেতাব জিতেছেন। এরপর সুপার ৫০০ খেতাবের সামনে হায়দরাবাদি শাটলার।(ছবি: টুইটার)

চলতি বছরে দুটি সুপার ৩০০ খেতাব জিতেছেন। এরপর সুপার ৫০০ খেতাবের সামনে হায়দরাবাদি শাটলার।(ছবি: টুইটার)

4 / 5
বাকি ভারতীয় প্রতিযোগীরা আগেই বিদায় নিয়েছেন। সিঙ্গাপুর ওপেনে ভারতের ভরসা সেই সিন্ধু। চোকার্স তকমা পাওয়া হায়দরাবাদি শাটলার কি পারবেন চিনা চ্যালেঞ্জ উতরোতে?(ছবি: টুইটার)

বাকি ভারতীয় প্রতিযোগীরা আগেই বিদায় নিয়েছেন। সিঙ্গাপুর ওপেনে ভারতের ভরসা সেই সিন্ধু। চোকার্স তকমা পাওয়া হায়দরাবাদি শাটলার কি পারবেন চিনা চ্যালেঞ্জ উতরোতে?(ছবি: টুইটার)

5 / 5
Follow Us: