Rafael Nadal: অস্ট্রেলিয়ায় রাফা-বধ, চোখের জলে ভাসলেন নাদালের স্ত্রী

বুধবার সকালে অস্ট্রেলিয়ান ওপেনে নক্ষত্রপতন। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। মনখারাপ অনুরাগীদের। স্বামী ছিটকে যাওয়ায় চোখের জল আটকাতে পারলেন না নাদালের স্ত্রী মারিয়া ফ্রান্সিসকা পেরেলো।

| Edited By: | Updated on: Jan 18, 2023 | 4:36 PM
চোট বেগ দেওয়ায় বারবার থমকে যাচ্ছিল ম্যাচ। বিরতি নিচ্ছিলেন। ৩৬ বছরের টেনিস কিংবদন্তি তাও লড়াই চালিয়ে গিয়েছেন। কিন্তু জিততে পারলেন না। চোটে জর্জরিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে ছিটকে গিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। (ছবি:টুইটার)

চোট বেগ দেওয়ায় বারবার থমকে যাচ্ছিল ম্যাচ। বিরতি নিচ্ছিলেন। ৩৬ বছরের টেনিস কিংবদন্তি তাও লড়াই চালিয়ে গিয়েছেন। কিন্তু জিততে পারলেন না। চোটে জর্জরিত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে ছিটকে গিয়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। (ছবি:টুইটার)

1 / 8
 দ্বিতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ছিলেন আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড। ম্যাচটি স্ট্রেট সেটে ৬-৪, ৬-৪, ৭-৫ হেরে যান তিনি।(ছবি:টুইটার)

দ্বিতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ছিলেন আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড। ম্যাচটি স্ট্রেট সেটে ৬-৪, ৬-৪, ৭-৫ হেরে যান তিনি।(ছবি:টুইটার)

2 / 8
স্বাভাবিকভাবেই হতাশ স্প্যানিশ মায়েস্ত্রো। রড লেভার এরিনায় উপস্থিত ছিল নাদালের পরিবার ও পুরো টিম। রাফার হারের পর ক্যামেরা সেদিকে তাক করে। দেখা যায় মুখ শুকনো করে বসে রয়েছেন সকলে। হতাশার ছাপ স্পষ্ট। (ছবি:টুইটার)

স্বাভাবিকভাবেই হতাশ স্প্যানিশ মায়েস্ত্রো। রড লেভার এরিনায় উপস্থিত ছিল নাদালের পরিবার ও পুরো টিম। রাফার হারের পর ক্যামেরা সেদিকে তাক করে। দেখা যায় মুখ শুকনো করে বসে রয়েছেন সকলে। হতাশার ছাপ স্পষ্ট। (ছবি:টুইটার)

3 / 8
এরপরই ক্যামেরা ঘুরে যায় নাদালের স্ত্রী মারিয়া ফ্রান্সিসকা পেরেলোর দিকে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তাঁর। লুকনোর চেষ্টা করলেও পারেননি। বারবার হাত দিয়ে চোখের কোণ মুছতে থাকেন তিনি।(ছবি:টুইটার)

এরপরই ক্যামেরা ঘুরে যায় নাদালের স্ত্রী মারিয়া ফ্রান্সিসকা পেরেলোর দিকে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল তাঁর। লুকনোর চেষ্টা করলেও পারেননি। বারবার হাত দিয়ে চোখের কোণ মুছতে থাকেন তিনি।(ছবি:টুইটার)

4 / 8
কোর্টের একপাশের বেঞ্চে মুখ চেপে বসে রয়েছেন নাদাল। ২২বারের গ্র্যান্ড স্লামজয়ীকে এভাবে দেখে অভ্যস্ত নয় টেনিসপ্রেমীরা। তাই টিভির পর্দায় ওই দৃশ্য যন্ত্রণা দিয়েছে তাঁদের।(ছবি:টুইটার)

কোর্টের একপাশের বেঞ্চে মুখ চেপে বসে রয়েছেন নাদাল। ২২বারের গ্র্যান্ড স্লামজয়ীকে এভাবে দেখে অভ্যস্ত নয় টেনিসপ্রেমীরা। তাই টিভির পর্দায় ওই দৃশ্য যন্ত্রণা দিয়েছে তাঁদের।(ছবি:টুইটার)

5 / 8
 অস্ট্রেলিয়া ওপেনে স্ত্রী ও চার মাসের পুত্র সন্তানকে নিয়ে এসেছেন নাদাল। কিন্তু মেলবোর্ন পার্কে এ বারের জার্নিটা যন্ত্রণার হয়ে রইল। সাংবাদিক বৈঠকে অবসর নিয়েও প্রশ্ন উঠে এসেছিল।(ছবি:টুইটার)

অস্ট্রেলিয়া ওপেনে স্ত্রী ও চার মাসের পুত্র সন্তানকে নিয়ে এসেছেন নাদাল। কিন্তু মেলবোর্ন পার্কে এ বারের জার্নিটা যন্ত্রণার হয়ে রইল। সাংবাদিক বৈঠকে অবসর নিয়েও প্রশ্ন উঠে এসেছিল।(ছবি:টুইটার)

6 / 8
চোট সারিয়ে এরপর কবে কোর্টে ফিরতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে এখনই হুট করে অবসর ঘোষণা করতে রাজি নন নাদাল।(ছবি:টুইটার)

চোট সারিয়ে এরপর কবে কোর্টে ফিরতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে এখনই হুট করে অবসর ঘোষণা করতে রাজি নন নাদাল।(ছবি:টুইটার)

7 / 8
দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর রাফা যখন কোর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন গ্যালারি ভর্তি দর্শকদের উদ্দেশে হাত নেড়ে যান। সকল সমর্থককে ধন্যবাদ জানাতে ভোলেননি রাফা। তাঁর চোখে-মুখে দুঃখের ছায়া ফুটে উঠেছিল।(ছবি:টুইটার)

দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর রাফা যখন কোর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন গ্যালারি ভর্তি দর্শকদের উদ্দেশে হাত নেড়ে যান। সকল সমর্থককে ধন্যবাদ জানাতে ভোলেননি রাফা। তাঁর চোখে-মুখে দুঃখের ছায়া ফুটে উঠেছিল।(ছবি:টুইটার)

8 / 8
Follow Us: