UEFA Champions League: ভিনিসিয়াসের গোলে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ
প্যারিসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনালের লিভারপুলকে (Liverpool) ১-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলের সুবাদে ১৪তম চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল রিয়াল। ৪১ বছর আগের স্মৃতি মুছে ফেলল রিয়াল মাদ্রিদ। ১৯৮১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। আর সেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে। এ বার সেই হারের বদলা নিলেন করিম বেঞ্জেমারা।
May 29, 2022 | 9:36 AM
ফাইনাল ম্যাচের ৫৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior) এর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
পুরো ম্যাচ জুড়ে থিবো কুর্তোয়ার (Thibaut Courtois) দুরন্ত পারফরম্যান্স নজরে পড়েছে। তাঁর বেশ কয়েকটি দুরন্ত সেভ বাঁচিয়েছে রিয়ালকে।
২-০ গোলে জিততে পারত রিয়াল। তবে অফসাইডের কারণে ভার প্রযুক্তির সিদ্ধান্তে রিয়ালের তারকা ফুটবলার করিম বেঞ্জেমার একটি গোল বাতিল হয়।
২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের কাছেই হারতে হয়েছিল ক্লপের লিভারপুলকে। এ বারও সেই হারের দুঃখ নিয়ে মাঠ ছাড়লেন মহম্মদ সালহারা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তুলল রিয়াল মাদ্রিদ।