Relationship: জীবনে উঁকি দিচ্ছে প্রথম প্রেম, জেনে রাখুন প্রথম শারীরিক মিলনের সঠিক বয়স

Relationship Tips: জীবনে প্রেমের উঁকি দেওয়ার কোনো সঠিক বয়স বা মাপকাঠি হয় না। কখন কোন সময় কার জীবনে প্রেম ধরা দেয়, তা এক কথায় বলা মুশকিল, তবে সতর্ক থাকা প্রয়োজন শারীরিক সম্পর্ক নিয়ে।

| Edited By: | Updated on: Mar 28, 2022 | 10:20 PM
জীবনে প্রেমের উঁকি দেওয়ার কোনো সঠিক বয়স বা মাপকাঠি হয় না। কখন কোন সময় কার জীবনে প্রেম ধরা দেয়, তা এক কথায় বলা মুশকিল, তবে সতর্ক থাকা প্রয়োজন শারীরিক সম্পর্ক নিয়ে।

জীবনে প্রেমের উঁকি দেওয়ার কোনো সঠিক বয়স বা মাপকাঠি হয় না। কখন কোন সময় কার জীবনে প্রেম ধরা দেয়, তা এক কথায় বলা মুশকিল, তবে সতর্ক থাকা প্রয়োজন শারীরিক সম্পর্ক নিয়ে।

1 / 6
কারণ একটাই, সব কিছুর একটা সঠিক বয়স থাকে, আর শারীরিক মিলনেরও একটি সঠিক হয় সময়। তার আগে এই সম্পর্কে জড়িয়ে পড়াটা এক কথায় ভুল সিদ্ধান্ত।

কারণ একটাই, সব কিছুর একটা সঠিক বয়স থাকে, আর শারীরিক মিলনেরও একটি সঠিক হয় সময়। তার আগে এই সম্পর্কে জড়িয়ে পড়াটা এক কথায় ভুল সিদ্ধান্ত।

2 / 6
প্রেম বাড়ুক প্রেমের মত করে, তবে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে মাথায় রাখতে হবে নুন্যতম বয়স যেন হয় ১৮ বছর। এত গেল শারীরিক সম্পর্কের বয়স।

প্রেম বাড়ুক প্রেমের মত করে, তবে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে মাথায় রাখতে হবে নুন্যতম বয়স যেন হয় ১৮ বছর। এত গেল শারীরিক সম্পর্কের বয়স।

3 / 6
তবে মানসিকভাবে প্রস্তুতিও একান্ত প্রয়োজন। কেবল নিজের ইচ্ছে পার্টনারের ওপর চাপিয়ে দেওয়া নয়। পাশাপাশি অন্যের ইচ্ছে জানার চেষ্টা করুন।

তবে মানসিকভাবে প্রস্তুতিও একান্ত প্রয়োজন। কেবল নিজের ইচ্ছে পার্টনারের ওপর চাপিয়ে দেওয়া নয়। পাশাপাশি অন্যের ইচ্ছে জানার চেষ্টা করুন।

4 / 6
দুজনের সম্মতিতেই সুষ্ঠ শারীরিক সম্পর্ক গড়ে তোলা উচিত। নয়তো সেই সম্পর্ক বা ক্ষনিকের শারীরিক তৃপ্তীই সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়ায়।

দুজনের সম্মতিতেই সুষ্ঠ শারীরিক সম্পর্ক গড়ে তোলা উচিত। নয়তো সেই সম্পর্ক বা ক্ষনিকের শারীরিক তৃপ্তীই সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়ায়।

5 / 6
তাই আগে সম্পর্কের গভীরতা বাড়তে দিন, একে অপরকে চিনুন, জানুন, একে অন্যের প্রতি ভরসা একান্ত প্রয়োজন শারীরিক সম্পর্কের ক্ষেত্রে। সব দিক থেকে যদি মনে হয় আপনি ও আপনার পার্টনার দুজনেই মানসিকভাবে প্রস্তু, তবেই কোনও বড় সিদ্ধান্ত নেবেন।

তাই আগে সম্পর্কের গভীরতা বাড়তে দিন, একে অপরকে চিনুন, জানুন, একে অন্যের প্রতি ভরসা একান্ত প্রয়োজন শারীরিক সম্পর্কের ক্ষেত্রে। সব দিক থেকে যদি মনে হয় আপনি ও আপনার পার্টনার দুজনেই মানসিকভাবে প্রস্তু, তবেই কোনও বড় সিদ্ধান্ত নেবেন।

6 / 6
Follow Us: