Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Breaking Tollywood’s stereotypes: সমাজের চোখে নিষিদ্ধ বিষয় নিয়ে ছবি করার সাহস দেখিয়েছেন কিছু পরিচালক

 

| Edited By: | Updated on: Mar 29, 2022 | 1:51 PM
গতানুগতিক বাংলা ছবির বাইরে গিয়ে বহু বাঙালি পরিচালক অন্যরকম কাজ করেছেন। সমালোচনাকে তাঁরা তুড়ি মেরে নিজস্বতা তৈরি করেছেন। বিশেষ করে স্বাভাবিক প্রেমের ছবির বদলে, তাঁরা বেছে নিয়েছেন সেই সব প্রেমকে, যা সমাজের চোখে আজও নিষিদ্ধ। সমকামী, পরিবর্তনকামী-এমন নানা ট্যাগ দেওয়া বিষয় নিয়ে তাঁরা কাজ করেছেন। সুব্রত সেন, ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ এই তালিকায় রয়েছেন। যাঁরা সাহস দেখিয়েছেন অন্যরকম ভাবনার ছবি করার।

গতানুগতিক বাংলা ছবির বাইরে গিয়ে বহু বাঙালি পরিচালক অন্যরকম কাজ করেছেন। সমালোচনাকে তাঁরা তুড়ি মেরে নিজস্বতা তৈরি করেছেন। বিশেষ করে স্বাভাবিক প্রেমের ছবির বদলে, তাঁরা বেছে নিয়েছেন সেই সব প্রেমকে, যা সমাজের চোখে আজও নিষিদ্ধ। সমকামী, পরিবর্তনকামী-এমন নানা ট্যাগ দেওয়া বিষয় নিয়ে তাঁরা কাজ করেছেন। সুব্রত সেন, ঋতুপর্ণ ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ এই তালিকায় রয়েছেন। যাঁরা সাহস দেখিয়েছেন অন্যরকম ভাবনার ছবি করার।

1 / 7
২০০৩ সাল। সেই সময় সমকামী ছবি করা তো দূর, ভাবতেও ভয় পেতেন পরিচালকরা। পরিচালক সুব্রত সেন সমাজের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি করলেন নীল নির্জনে ছবি। ছবিতে দুজন মেয়ে একে অপরকে চুমু খাচ্ছে, এটাও দেখানো যে সম্ভব সেটা করে দেখিয়েছিলেন পরিচালক। সাহসীকতার দৃশ্য শুটিং করেছিলেন রাইমা সেন, জুন মালিয়া।

২০০৩ সাল। সেই সময় সমকামী ছবি করা তো দূর, ভাবতেও ভয় পেতেন পরিচালকরা। পরিচালক সুব্রত সেন সমাজের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি করলেন নীল নির্জনে ছবি। ছবিতে দুজন মেয়ে একে অপরকে চুমু খাচ্ছে, এটাও দেখানো যে সম্ভব সেটা করে দেখিয়েছিলেন পরিচালক। সাহসীকতার দৃশ্য শুটিং করেছিলেন রাইমা সেন, জুন মালিয়া।

2 / 7
 'সাম্য-দ্য ইকোয়ালস ' ছবি দিয়ে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ  পরিচালনায় ডেবু করেন। তিনি 'সাম্য' ছবির মাধ্যমে বোঝাতে চেযেছেন, ভালবাসার কোনও লিঙ্গ হয় না। নারী-নারী, পুরুষ-পুরুষ কিংবা নারী-পুরুষ—প্রেমের ভাষা সকলেরই এক। এই ছবি মুক্তি পাওয়ার পর চান্দ্রেয়ীকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। বিশেষ করে, তাঁর সেক্সসুয়্যাল আইডেন্টিটি নিয়ে।

'সাম্য-দ্য ইকোয়ালস ' ছবি দিয়ে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ পরিচালনায় ডেবু করেন। তিনি 'সাম্য' ছবির মাধ্যমে বোঝাতে চেযেছেন, ভালবাসার কোনও লিঙ্গ হয় না। নারী-নারী, পুরুষ-পুরুষ কিংবা নারী-পুরুষ—প্রেমের ভাষা সকলেরই এক। এই ছবি মুক্তি পাওয়ার পর চান্দ্রেয়ীকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়। বিশেষ করে, তাঁর সেক্সসুয়্যাল আইডেন্টিটি নিয়ে।

3 / 7
‘আর একটি প্রেমের গল্প’ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি। যাত্রার রানি চপল ভাদুরীর জীবন কাহিনি নিয়ে তৈরি এই ছবি। যা ২০১০ সালে সকলকে চমকে দিয়েছিল। ঋতুপর্ণ ঘোষ মুখ্য চরিত্রে অভিনয় করেন।

‘আর একটি প্রেমের গল্প’ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি। যাত্রার রানি চপল ভাদুরীর জীবন কাহিনি নিয়ে তৈরি এই ছবি। যা ২০১০ সালে সকলকে চমকে দিয়েছিল। ঋতুপর্ণ ঘোষ মুখ্য চরিত্রে অভিনয় করেন।

4 / 7
২০১২ সাল। আবারও সুব্রত সেন তৈরি করলেন বির্তকিত ছবি কয়েকটি মেয়ের গল্প। যেখানে সমাজের কয়েকটি টিনএজ মেয়ে নিজের নিয়মে বেছে নেন অন্যরকম পেশা। তারা যুক্ত হয় হাইক্লাস এসকট সার্ভিসের সঙ্গে। রাইমা সেন আবার সাহসী চরিত্রে, সঙ্গে তনুশ্রী চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, পার্ণো মিত্ররাও।

২০১২ সাল। আবারও সুব্রত সেন তৈরি করলেন বির্তকিত ছবি কয়েকটি মেয়ের গল্প। যেখানে সমাজের কয়েকটি টিনএজ মেয়ে নিজের নিয়মে বেছে নেন অন্যরকম পেশা। তারা যুক্ত হয় হাইক্লাস এসকট সার্ভিসের সঙ্গে। রাইমা সেন আবার সাহসী চরিত্রে, সঙ্গে তনুশ্রী চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, পার্ণো মিত্ররাও।

5 / 7
‘চিত্রাঙ্গদা’ ঋতুপর্ণ ঘোষ পরিচালিত, অভিনীত অন্যতম সেরা ছবি। যেখানে আমি যা, আমি তা-ই, এই বার্তা দেওয়া হয়েছে। যীশু সেনগুপ্ত ছবিতে তাঁর ভালবাসার মানুষ। ভালবাসার মানুষের জন্য লিঙ্গ পরিবর্তন করা আর তার জন্য কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, সেটাও দেখানো হয়েছে ছবিতে। আজও এই ছবি নিয়ে বিতর্ক চলে। কিন্তু ঋতুপর্ণ গতানুগতিক ধারাকে বদলেছেন এই ছবির মধ্যে দিয়ে।

‘চিত্রাঙ্গদা’ ঋতুপর্ণ ঘোষ পরিচালিত, অভিনীত অন্যতম সেরা ছবি। যেখানে আমি যা, আমি তা-ই, এই বার্তা দেওয়া হয়েছে। যীশু সেনগুপ্ত ছবিতে তাঁর ভালবাসার মানুষ। ভালবাসার মানুষের জন্য লিঙ্গ পরিবর্তন করা আর তার জন্য কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, সেটাও দেখানো হয়েছে ছবিতে। আজও এই ছবি নিয়ে বিতর্ক চলে। কিন্তু ঋতুপর্ণ গতানুগতিক ধারাকে বদলেছেন এই ছবির মধ্যে দিয়ে।

6 / 7
পরিমল থেকে পুটি হয়ে ওঠার গল্প কৌশিক গঙ্গোপাধ্যায়ের নগরকীর্তন। ভালবাসায় ব্যর্থ হয়ে পরিমল শহরে আসে। আবার মধুর ভালবাসায় পড়ে নিজের শরীরী গঠন বদলাতে চায়। তার স্বপ্ন সমাজে স্থান পাবে? ঋদ্ধি সেন পরিমলরূপে জাতীয় পুরস্কারই নয়, দর্শকের মনও ছুঁয়ে গিয়েছেন। সঙ্গে মধুরূপে ঋত্বিক চক্রবর্তীও যোগ্য সঙ্গত দিয়েছেন।

পরিমল থেকে পুটি হয়ে ওঠার গল্প কৌশিক গঙ্গোপাধ্যায়ের নগরকীর্তন। ভালবাসায় ব্যর্থ হয়ে পরিমল শহরে আসে। আবার মধুর ভালবাসায় পড়ে নিজের শরীরী গঠন বদলাতে চায়। তার স্বপ্ন সমাজে স্থান পাবে? ঋদ্ধি সেন পরিমলরূপে জাতীয় পুরস্কারই নয়, দর্শকের মনও ছুঁয়ে গিয়েছেন। সঙ্গে মধুরূপে ঋত্বিক চক্রবর্তীও যোগ্য সঙ্গত দিয়েছেন।

7 / 7
Follow Us: