Amitabh Bachchan: অ্যাকশনই একদিন মৃত্যুর মুখে ঠেলেছিল অমিতাভকে, ‘ক্লিনিক্যাল ডেড’, জানিয়ে দিয়েছিলেন ডাক্তার

Viral News: সদ্য নেটদুনিয়ায় ভাইরাল একটাই খবর, অমিতাভ বচ্চন নিজের অ্যাকশন নিজেই করতে চান, নেবেন না কোনো বডি ডাবিং। আর সেই মন্তব্যই ভক্তদের মনে করিয়ে দিন ভয়ানক অতীতের কথা।

| Edited By: | Updated on: Mar 29, 2022 | 1:34 PM
সদ্য নেটদুনিয়ায় ভাইরাল একটাই খবর, অমিতাভ বচ্চন নিজের অ্যাকশন নিজেই করতে চান, নেবেন না কোনো বডি ডাবিং। আর সেই মন্তব্যই ভক্তদের মনে করিয়ে দিন ভয়ানক অতীতের কথা।

সদ্য নেটদুনিয়ায় ভাইরাল একটাই খবর, অমিতাভ বচ্চন নিজের অ্যাকশন নিজেই করতে চান, নেবেন না কোনো বডি ডাবিং। আর সেই মন্তব্যই ভক্তদের মনে করিয়ে দিন ভয়ানক অতীতের কথা।

1 / 6
তখন কুলি ছবির শুটিং-এ ব্যস্ত রয়েছেন অমিতাভ বচ্চন। নিজের ফাইট সিন নিজেই করছিলেন, তখনও নেননি কোনও বডি ডাবিং। একটা দৃশ্যে হাতাহাতি করতে গিয়ে হঠাৎই গুরুতর আঘাত পান তিনি।

তখন কুলি ছবির শুটিং-এ ব্যস্ত রয়েছেন অমিতাভ বচ্চন। নিজের ফাইট সিন নিজেই করছিলেন, তখনও নেননি কোনও বডি ডাবিং। একটা দৃশ্যে হাতাহাতি করতে গিয়ে হঠাৎই গুরুতর আঘাত পান তিনি।

2 / 6
শরীরের ভেতরে এতটাই গভীর আঘাত লাগে যে হাসপাতাল নিয়ে যেতে যেতেই প্রায় শেষ হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। এমন কি তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার আগে ডাক্তার জানিয়ে দিয়েছিলেন, ক্লিনিক্যালি ডেড, অর্থাৎ মারা গিয়েছেন অমিতাভ।

শরীরের ভেতরে এতটাই গভীর আঘাত লাগে যে হাসপাতাল নিয়ে যেতে যেতেই প্রায় শেষ হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। এমন কি তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার আগে ডাক্তার জানিয়ে দিয়েছিলেন, ক্লিনিক্যালি ডেড, অর্থাৎ মারা গিয়েছেন অমিতাভ।

3 / 6
তভে ভাগ্যের জোড়ে ভেন্টিলেশনে দিতেই জ্ঞান আসে তাঁর, এরপর চলে যমে মানুষে চরম লড়াই, পরিবার থেকে ভক্তরা, ডাক্তার, সকলেই নিজ নিজ জায়গা থেকে প্রার্থণা করেছিলেন ফিরে আসুক অমিতাভ।

তভে ভাগ্যের জোড়ে ভেন্টিলেশনে দিতেই জ্ঞান আসে তাঁর, এরপর চলে যমে মানুষে চরম লড়াই, পরিবার থেকে ভক্তরা, ডাক্তার, সকলেই নিজ নিজ জায়গা থেকে প্রার্থণা করেছিলেন ফিরে আসুক অমিতাভ।

4 / 6
জয়া বচ্চন কঠিন ব্রত পালন করা শুরু করেছিলেন সেই সময়। ডাক্তার সময় দিয়ে দিয়েছিলেন ৭২ ঘণ্টা। তবে সেই যাত্রায় বেঁচে ফিরেছিলেন অমিতাভ। তবে থেকেই তিনি মনে করেন, সেটা তাঁর দ্বিতীয় জন্ম।

জয়া বচ্চন কঠিন ব্রত পালন করা শুরু করেছিলেন সেই সময়। ডাক্তার সময় দিয়ে দিয়েছিলেন ৭২ ঘণ্টা। তবে সেই যাত্রায় বেঁচে ফিরেছিলেন অমিতাভ। তবে থেকেই তিনি মনে করেন, সেটা তাঁর দ্বিতীয় জন্ম।

5 / 6
আজও সোশ্যাল মিডিয়ায় ২ অগাস্ট তাঁকে সেই জন্মদিনে শুভেচ্ছা জানান। হঠাৎই নিজে অ্যাকশন করার সিদ্ধান্ত নেওয়ায় আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরে আসল পুরোনো স্মৃতি।

আজও সোশ্যাল মিডিয়ায় ২ অগাস্ট তাঁকে সেই জন্মদিনে শুভেচ্ছা জানান। হঠাৎই নিজে অ্যাকশন করার সিদ্ধান্ত নেওয়ায় আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরে আসল পুরোনো স্মৃতি।

6 / 6
Follow Us: