FIFA World Cup 2022: রোনাল্ডোর বান্ধবীর গয়নার সম্ভার কেমন দেখতে জানেন?

নিজের ইনস্টাগ্রামে তাঁর কোটি টাকার গয়নার সম্ভার মেলে ধরলেন মডেল জর্জিনা রড্রিগেজ। তাঁর আংটি ও ব্রেসলেটের সম্ভার নজর কাড়ছে নেটিজে়নদের।

| Edited By: | Updated on: Dec 10, 2022 | 10:30 AM
সঙ্গী রোনাল্ডোকে কেন রাখা হয়নি পর্তুগাল-সুইৎজারল্যান্ড ম্যাচের প্রথম একাদশে এই নিয়ে কোচ ফার্নান্দো স্যান্টোসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন নিজের ইনস্টাগ্রামে। তবে এ বার ক্ষোভ নয়, ইনস্টাগ্রামে নিজের দামি দামি সব গয়নার সম্ভার মেলে ধরলেন রোনাল্ডো বান্ধবী জর্জিনা রড্রিগেজ। 
ছবি: ইন্সটাগ্রাম

সঙ্গী রোনাল্ডোকে কেন রাখা হয়নি পর্তুগাল-সুইৎজারল্যান্ড ম্যাচের প্রথম একাদশে এই নিয়ে কোচ ফার্নান্দো স্যান্টোসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন নিজের ইনস্টাগ্রামে। তবে এ বার ক্ষোভ নয়, ইনস্টাগ্রামে নিজের দামি দামি সব গয়নার সম্ভার মেলে ধরলেন রোনাল্ডো বান্ধবী জর্জিনা রড্রিগেজ। ছবি: ইন্সটাগ্রাম

1 / 5
কাতার বিশ্বকাপে বারবার শিরোনামে উঠে এসেছেন জর্জিনা। দোহার সমুদ্রসৈকতে একাকী বিকিনিতে সময় কাটানো থেকে শুরু করে লাল বিকিনিতে ফ্যাশন-ব্র্যান্ডের শ্যুট, সবমিলিয়ে বেশ লাইম লাইটেই রয়েছেন। সঙ্গী যখন লাইম লাইট জুড়ে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, তখন লাইম লাইটে থাকতে চাওয়ার অভ্যেস যে তাঁর থাকবে আন্দাজ করাই যায়। ছবি: ইন্সটাগ্রাম

কাতার বিশ্বকাপে বারবার শিরোনামে উঠে এসেছেন জর্জিনা। দোহার সমুদ্রসৈকতে একাকী বিকিনিতে সময় কাটানো থেকে শুরু করে লাল বিকিনিতে ফ্যাশন-ব্র্যান্ডের শ্যুট, সবমিলিয়ে বেশ লাইম লাইটেই রয়েছেন। সঙ্গী যখন লাইম লাইট জুড়ে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, তখন লাইম লাইটে থাকতে চাওয়ার অভ্যেস যে তাঁর থাকবে আন্দাজ করাই যায়। ছবি: ইন্সটাগ্রাম

2 / 5
নিজের ইন্সটাগ্রামে কোটি টাকার গয়নার সম্ভার মেলে ধরলেন মডেল জর্জিনা রড্রিগেজ। তাঁর আংটি ও ব্রেসলেটের সম্ভার নজর কাড়ছে নেটিজে়নদের। স্টিভ স্টোনের ম্যানেজিং ডিরেক্টর জ্যাক স্টোন জানিয়েছেন, জর্জিনা পোশাক সহ যা গয়না পরে আছেন তার বাজার মূল্য প্রায় ১৪ কোটি। ছবি: ইন্সটাগ্রাম

নিজের ইন্সটাগ্রামে কোটি টাকার গয়নার সম্ভার মেলে ধরলেন মডেল জর্জিনা রড্রিগেজ। তাঁর আংটি ও ব্রেসলেটের সম্ভার নজর কাড়ছে নেটিজে়নদের। স্টিভ স্টোনের ম্যানেজিং ডিরেক্টর জ্যাক স্টোন জানিয়েছেন, জর্জিনা পোশাক সহ যা গয়না পরে আছেন তার বাজার মূল্য প্রায় ১৪ কোটি। ছবি: ইন্সটাগ্রাম

3 / 5
গলার হার ও ব্রেসলেটের মুল্য প্রায় ৪ কোটি টাকা। এবং তাঁর আঙুলের রুবী সহযোগে আংটির দাম প্রায় ৪ লক্ষ টাকা। আরও যা গয়না পরেছেন তার দামও কয়েক কোটি। ছবি: ইন্সটাগ্রাম

গলার হার ও ব্রেসলেটের মুল্য প্রায় ৪ কোটি টাকা। এবং তাঁর আঙুলের রুবী সহযোগে আংটির দাম প্রায় ৪ লক্ষ টাকা। আরও যা গয়না পরেছেন তার দামও কয়েক কোটি। ছবি: ইন্সটাগ্রাম

4 / 5
জর্জিনার ঘড়ি, আংটি ও আরও সামগ্রী সবমিলিয়ে টাকার অঙ্কটা আরও কয়েক কোটি পেরোবে। ছবি: ইন্সটাগ্রাম

জর্জিনার ঘড়ি, আংটি ও আরও সামগ্রী সবমিলিয়ে টাকার অঙ্কটা আরও কয়েক কোটি পেরোবে। ছবি: ইন্সটাগ্রাম

5 / 5
Follow Us: