এক সপ্তাহ ধরে সেলিব্রেশন, রিয়া থেকে শাবানা– হাজির সবাই, বিয়ে সারলেন আলফিয়া

হাজির ছিলেন বলিউডের নামজাদারা। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই জাঁকজমকের বিয়ের কিছু ছবি।

| Edited By: | Updated on: Aug 07, 2021 | 9:25 PM
প্রায় এক সপ্তাহ ধরে সেলিব্রেশনের পর অবশেষে বিয়ে সারলেন পরিচালক রুমি জাফরির মেয়ে আলফিয়া জাফরি। হায়দরাবাদের ব্যবসায়ী মহম্মদ হকের সঙ্গে সাঙ্গ হল হেভিওয়েট বিয়ে।

প্রায় এক সপ্তাহ ধরে সেলিব্রেশনের পর অবশেষে বিয়ে সারলেন পরিচালক রুমি জাফরির মেয়ে আলফিয়া জাফরি। হায়দরাবাদের ব্যবসায়ী মহম্মদ হকের সঙ্গে সাঙ্গ হল হেভিওয়েট বিয়ে।

1 / 6
হাজির ছিলেন বলিউডের নামজাদারা। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই জাঁকজমকের বিয়ের কিছু ছবি।

হাজির ছিলেন বলিউডের নামজাদারা। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই জাঁকজমকের বিয়ের কিছু ছবি।

2 / 6
হায়দরাবাদের তাজ ফলকনামা হোটেলে আয়োজন করা হয়েছিলে বিয়ের। রণধীর কাপুর থেকে ফারদিন খান, হৃতেশ-জেনেলিয়া, সতীশ কৌশিক, শাবানা আজমি, নীতু কাপুর সহ অনেকেই হাজির ছিলেন বিয়েতে।

হায়দরাবাদের তাজ ফলকনামা হোটেলে আয়োজন করা হয়েছিলে বিয়ের। রণধীর কাপুর থেকে ফারদিন খান, হৃতেশ-জেনেলিয়া, সতীশ কৌশিক, শাবানা আজমি, নীতু কাপুর সহ অনেকেই হাজির ছিলেন বিয়েতে।

3 / 6
অনুষ্ঠান শুরু হয়েছিল গত সপ্তাহের ৩১ তারিখে। সে দিন ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজির ছিলেন রিয়া চক্রবর্তীও। তিনি আলফিয়ার ঘনিষ্ঠ বন্ধু।

অনুষ্ঠান শুরু হয়েছিল গত সপ্তাহের ৩১ তারিখে। সে দিন ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজির ছিলেন রিয়া চক্রবর্তীও। তিনি আলফিয়ার ঘনিষ্ঠ বন্ধু।

4 / 6
নিকাহের সময় ওই স্টারকীড বেছেছিলেন উজ্জ্বল সোনালি রঙের পোশাক। সন্ধেবেলা তা বদলে হয় লাল। পরেছিলেম মঙ্গলসূত্রও। দুদিন আগে আয়োজন করা হয়েছিল মেহেন্দির অনুষ্ঠানও। মাল্টিকালারড লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন আলফিয়া। দেখা গিয়েছিল রিয়াকেও।

নিকাহের সময় ওই স্টারকীড বেছেছিলেন উজ্জ্বল সোনালি রঙের পোশাক। সন্ধেবেলা তা বদলে হয় লাল। পরেছিলেম মঙ্গলসূত্রও। দুদিন আগে আয়োজন করা হয়েছিল মেহেন্দির অনুষ্ঠানও। মাল্টিকালারড লেহেঙ্গায় নিজেকে সাজিয়েছিলেন আলফিয়া। দেখা গিয়েছিল রিয়াকেও।

5 / 6
এর আগে আলফিনার জন্য আয়োজিত হয়েছিল এক ব্যাচালেরট পার্টিও। সব মিলিয়ে আনন্দের ঢল নেমেছিল রুমি জাফরির পরিবারে।

এর আগে আলফিনার জন্য আয়োজিত হয়েছিল এক ব্যাচালেরট পার্টিও। সব মিলিয়ে আনন্দের ঢল নেমেছিল রুমি জাফরির পরিবারে।

6 / 6
Follow Us: