AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অগস্ট মাসে যেসব স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে, দেখুন ছবিতে

অগস্ট মাসে একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ হয়েছে ইতিমধ্যেই। এখনও বেশ কয়েকটি সংস্থার বহু প্রতীক্ষিত মডেল লঞ্চ হওয়া বাকি রয়েছে। এইসব ফোনের মধ্যে কিছু ফোনে গ্লোবাল মার্কেটে, কিছু ফোন চিনে এবং কয়েকটি স্মার্টফোন ভারতেও লঞ্চ হবে।

| Edited By: | Updated on: Aug 07, 2021 | 10:32 PM
Share
অগস্ট মাসে একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ হয়েছে ইতিমধ্যেই। এখনও বেশ কয়েকটি সংস্থার বহু প্রতীক্ষিত মডেল লঞ্চ হওয়া বাকি রয়েছে। এইসব ফোনের মধ্যে কিছু ফোনে গ্লোবাল মার্কেটে, কিছু ফোন চিনে এবং কয়েকটি স্মার্টফোন ভারতেও লঞ্চ হবে। ৫জি এবং ৪জি দু'ধরনের ভ্যারিয়েন্টেই রয়েছে এই তালিকায়। দেখে নিন, অগস্ট মাসের আগামী দিনগুলোয় কোন কোন স্মার্টফোন লঞ্চ হবে।

অগস্ট মাসে একগুচ্ছ স্মার্টফোন লঞ্চ হয়েছে ইতিমধ্যেই। এখনও বেশ কয়েকটি সংস্থার বহু প্রতীক্ষিত মডেল লঞ্চ হওয়া বাকি রয়েছে। এইসব ফোনের মধ্যে কিছু ফোনে গ্লোবাল মার্কেটে, কিছু ফোন চিনে এবং কয়েকটি স্মার্টফোন ভারতেও লঞ্চ হবে। ৫জি এবং ৪জি দু'ধরনের ভ্যারিয়েন্টেই রয়েছে এই তালিকায়। দেখে নিন, অগস্ট মাসের আগামী দিনগুলোয় কোন কোন স্মার্টফোন লঞ্চ হবে।

1 / 7
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লোড ৩ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ এই দু'টি ফোনই আগামী ১১ অগস্ট লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে। এই দুটো ফোন ছাড়াও আরও অনেক স্যামসাং গ্যালাক্সি ডিভাইস এবং গ্যাজেট এই ইভেন্টে লঞ্চ হওয়ার কথা রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লোড ৩ এবং স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৩ এই দু'টি ফোনই আগামী ১১ অগস্ট লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে। এই দুটো ফোন ছাড়াও আরও অনেক স্যামসাং গ্যালাক্সি ডিভাইস এবং গ্যাজেট এই ইভেন্টে লঞ্চ হওয়ার কথা রয়েছে।

2 / 7
আগামী ১০ অগস্ট চিনে লঞ্চ হবে শাওমির নতুন স্মার্টফোন এমআই মিক্স ৪। ফেব্রুয়ারি মাসে শাওমির সংস্থার সিইও Lei Jun জানিয়েছিলেন যে এমআই মিক্স ৪ লঞ্চ হবে। তার বেশ কয়েকমাস পর অবশেষে ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে শাওমি কর্তৃপক্ষ।

আগামী ১০ অগস্ট চিনে লঞ্চ হবে শাওমির নতুন স্মার্টফোন এমআই মিক্স ৪। ফেব্রুয়ারি মাসে শাওমির সংস্থার সিইও Lei Jun জানিয়েছিলেন যে এমআই মিক্স ৪ লঞ্চ হবে। তার বেশ কয়েকমাস পর অবশেষে ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে শাওমি কর্তৃপক্ষ।

3 / 7
আগামী ১৭ অগস্ট iQoo 8 সিরিজ লঞ্চ হবে চিনে। এর আগে জানুয়ারি আমসে লঞ্চ হয়েছিল iQoo 7  সিরিজ। তারই সাকসেসর হিসেবে iQoo 8 সিরিজ লঞ্চ হতে চলেছে। iQoo 8 এবং iQoo 8 Pro, এই দু'টি ফোন থাকবে নতুন সিরিজে।

আগামী ১৭ অগস্ট iQoo 8 সিরিজ লঞ্চ হবে চিনে। এর আগে জানুয়ারি আমসে লঞ্চ হয়েছিল iQoo 7 সিরিজ। তারই সাকসেসর হিসেবে iQoo 8 সিরিজ লঞ্চ হতে চলেছে। iQoo 8 এবং iQoo 8 Pro, এই দু'টি ফোন থাকবে নতুন সিরিজে।

4 / 7
গত মার্চ মাসে চিনে লঞ্চের পর জুন মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৫জি ফোন। এবার ভারতে আসছে এই ফোন। শোনা যাচ্ছে, রিয়েলমি জিটি ৫জি ফোনের দাম ৩০ হাজার টাকার আশপাশে হতে পারে।

গত মার্চ মাসে চিনে লঞ্চের পর জুন মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৫জি ফোন। এবার ভারতে আসছে এই ফোন। শোনা যাচ্ছে, রিয়েলমি জিটি ৫জি ফোনের দাম ৩০ হাজার টাকার আশপাশে হতে পারে।

5 / 7
রিয়েলমি জিটি ৫জি ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি মাস্টার এডিশনের স্মার্টফোন। শোনা যাচ্ছে, রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

রিয়েলমি জিটি ৫জি ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি মাস্টার এডিশনের স্মার্টফোন। শোনা যাচ্ছে, রিয়েলমি জিটি এক্সপ্লোরার মাস্টার এডিশন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

6 / 7
ভারতে খুব তাড়াতাড়ি স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।  স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের হদিশ পাওয়া গিয়েছে।

ভারতে খুব তাড়াতাড়ি স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের হদিশ পাওয়া গিয়েছে।

7 / 7