Satyajit Ray-Cannes: ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সত্যজিৎ রায় পরিচালিত কোন ১০টি ছবি?

Satyajit Ray-Cannes: সত্যজিৎ রায়ের জন্ম বার্ষিকীতে কোভিড আর কান চলচ্চিত্র কমিটির অভ্যন্তরীন সমস্যার জন্য এক বছর পর জানানো হচ্ছে শ্রদ্ধার্ঘ্য।

| Edited By: | Updated on: May 07, 2022 | 6:28 PM
৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে সত্যজিৎ রায়ের ১০টি সিনেমা। ১০১ বছরের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম পরিচালককে দেওয়া হচ্ছে শ্রদ্ধার্ঘ্য। আপাতত ৭টি ছবির খবর প্রকাশ্যে এসেছে কান চলচ্চিত্র কমিটির তরফ থেকে। এই ১০টি ছবি শুধু দেখানোই হবে না, ছবিগুলো সংরক্ষণ করার উদ্যোগও নিচ্ছে কান চলচ্চিত্র কমিটি।

৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে সত্যজিৎ রায়ের ১০টি সিনেমা। ১০১ বছরের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতীয় সিনেমার প্রবাদপ্রতিম পরিচালককে দেওয়া হচ্ছে শ্রদ্ধার্ঘ্য। আপাতত ৭টি ছবির খবর প্রকাশ্যে এসেছে কান চলচ্চিত্র কমিটির তরফ থেকে। এই ১০টি ছবি শুধু দেখানোই হবে না, ছবিগুলো সংরক্ষণ করার উদ্যোগও নিচ্ছে কান চলচ্চিত্র কমিটি।

1 / 8
১. অপুর ট্রিলজি অবশ্যই থাকছে। ‘পথের পাঁচালী’ প্রথম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। এটাই প্রথম আন্তর্জাতিক পুরস্কার সত্যজিৎ রায়ের। তাই এই ছবিটি দেখানো হচ্ছে।

১. অপুর ট্রিলজি অবশ্যই থাকছে। ‘পথের পাঁচালী’ প্রথম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। এটাই প্রথম আন্তর্জাতিক পুরস্কার সত্যজিৎ রায়ের। তাই এই ছবিটি দেখানো হচ্ছে।

2 / 8
২. অপুর ট্রিলজির দ্বিতীয় ছবি ‘অপরাজিত’। এটাও দেখানো হবে।

২. অপুর ট্রিলজির দ্বিতীয় ছবি ‘অপরাজিত’। এটাও দেখানো হবে।

3 / 8
৩. তৃতীয় ছবি ‘অপুর সংসার’। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর এই ছবি দিয়ে শুরু করেন অভিনয় যাত্রা।

৩. তৃতীয় ছবি ‘অপুর সংসার’। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর এই ছবি দিয়ে শুরু করেন অভিনয় যাত্রা।

4 / 8
৪. অপুর ট্রিলজির পর সত্যজিৎ রায়ের আর ক্যালকাটা ট্রিলজি অন্যতম জনপ্রিয় ছবি। তার থেকে ‘প্রতিদ্বন্দ্বী’ ছবি দেখানো হবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাহিনি থেকে এই ছবি করেন পরিচালক।

৪. অপুর ট্রিলজির পর সত্যজিৎ রায়ের আর ক্যালকাটা ট্রিলজি অন্যতম জনপ্রিয় ছবি। তার থেকে ‘প্রতিদ্বন্দ্বী’ ছবি দেখানো হবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাহিনি থেকে এই ছবি করেন পরিচালক।

5 / 8
৫. ক্যালকাটা ট্রিলজির দ্বিতীয় ছবি ‘সীমাবদ্ধ’। এটাও দেখানোর কথা চলছে।

৫. ক্যালকাটা ট্রিলজির দ্বিতীয় ছবি ‘সীমাবদ্ধ’। এটাও দেখানোর কথা চলছে।

6 / 8
৬. তৃতীয় ছবি ‘জন অরণ্য’। এটাও দেখানো হতে পারে। সঙ্গে এই ছবিগুলো সংরক্ষিত হবে।

৬. তৃতীয় ছবি ‘জন অরণ্য’। এটাও দেখানো হতে পারে। সঙ্গে এই ছবিগুলো সংরক্ষিত হবে।

7 / 8
৭. দুটো ট্রিলজি ছাড়া দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরে লেখা ‘নষ্টনীড়’ থেকে তৈরি ‘চারুলতা’। ছবিতে অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়।

৭. দুটো ট্রিলজি ছাড়া দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরে লেখা ‘নষ্টনীড়’ থেকে তৈরি ‘চারুলতা’। ছবিতে অভিনয় করেছেন মাধবী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়।

8 / 8
Follow Us: