Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Short Trips In Winter: শীতকালে ‘শর্ট ট্রিপে’ দেশের সেরা জায়গা কোনগুলি! দেখুন ছবিতে

হিমালয়ের কোলে বরফ ঢাকা রাজ্য, হিমায়িত হ্রদ, তুষারে ঢাকাপর্বতনালা, ধূ ধূ বালির মরুরাজ্য, ব্যাকওয়াটার, সবুজ চা গাছের পাতায় জমা শিশির দেখার জন্য সেরা সময় হল শীতকাল।

| Edited By: | Updated on: Jan 23, 2022 | 12:02 AM
ঠান্ডার মরশুমে ভারতের সেরা আকর্ষণীয় ও রোমাঞ্চকর গন্তব্যস্থান কোনগুলি, সেগুলি দেখে নিন ছবিতে। প্রচণ্ড শীতেও পর্যটনের জন্য সেরা জায়গাগুলির হদিশ দিচ্ছি আমরা...

ঠান্ডার মরশুমে ভারতের সেরা আকর্ষণীয় ও রোমাঞ্চকর গন্তব্যস্থান কোনগুলি, সেগুলি দেখে নিন ছবিতে। প্রচণ্ড শীতেও পর্যটনের জন্য সেরা জায়গাগুলির হদিশ দিচ্ছি আমরা...

1 / 7
জম্মু ও কাশ্মীর- সুন্দর পাহাড়ি মনোরম পরিবেশ, বরফে ঢাকা শৃঙ্গ, উপত্যকার অসাধারণ দৃশ্য, হিমায়িত হ্রদ, মুঘল বাগানের ফুলের রাশির জন্য বিখ্যাত। কাশ্মীর উপত্যকা, লাদাখ এবং জম্মু শীতকালে তীব্র ঠান্ডার মধ্যেও ভারতের শীর্ষ পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি।

জম্মু ও কাশ্মীর- সুন্দর পাহাড়ি মনোরম পরিবেশ, বরফে ঢাকা শৃঙ্গ, উপত্যকার অসাধারণ দৃশ্য, হিমায়িত হ্রদ, মুঘল বাগানের ফুলের রাশির জন্য বিখ্যাত। কাশ্মীর উপত্যকা, লাদাখ এবং জম্মু শীতকালে তীব্র ঠান্ডার মধ্যেও ভারতের শীর্ষ পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি।

2 / 7
গোয়া- পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গোয়া হল শীতের দিনে সবচেয়ে সেরা জায়গা। পালোলেম এবং বেনৌলিম সমুদ্র সৈকত দক্ষিণ গোয়ার সবচেয়ে বিচিত্র সৈকত। শীতে আরব সাগরের ঝিকিমিকি আলোয় ঢেউয়ের খেলা আপনাকে আকর্ষণ করবে।

গোয়া- পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গোয়া হল শীতের দিনে সবচেয়ে সেরা জায়গা। পালোলেম এবং বেনৌলিম সমুদ্র সৈকত দক্ষিণ গোয়ার সবচেয়ে বিচিত্র সৈকত। শীতে আরব সাগরের ঝিকিমিকি আলোয় ঢেউয়ের খেলা আপনাকে আকর্ষণ করবে।

3 / 7
কেরালা- মুন্নারের চা বাগান, নারকেল গাছের সারি আর ব্যাকওয়াটের মনোরম পরিবেশ, শীতকালের জন্য সেরা জায়গা হল ঈশ্বরের আপন দেশ। ভেম্বানাদ হ্রদে হাউসবোট ভ্রমণ এবং মাছ ধরা, কাঁকড়া, ব্যাঙ এবং জলের নানা পাখির সঙ্গে প্রথম দেখা হতে পারেন এখানে।

কেরালা- মুন্নারের চা বাগান, নারকেল গাছের সারি আর ব্যাকওয়াটের মনোরম পরিবেশ, শীতকালের জন্য সেরা জায়গা হল ঈশ্বরের আপন দেশ। ভেম্বানাদ হ্রদে হাউসবোট ভ্রমণ এবং মাছ ধরা, কাঁকড়া, ব্যাঙ এবং জলের নানা পাখির সঙ্গে প্রথম দেখা হতে পারেন এখানে।

4 / 7
হিমাচল প্রদেশ- তুষার ঢাকা এই পাহাড়ি রাজ্যে যেখানেই যান না কেন, প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনি। এছাড়া স্নো স্কেটিং, স্কিইং, স্নোবোর্ড এবং অন্যান্য অ্যাডভেঞ্চারে পূর্ণ স্নো স্পোর্টসের জন্য ভারতের একটি বিখ্যাত শীতকালীন গন্তব্য।

হিমাচল প্রদেশ- তুষার ঢাকা এই পাহাড়ি রাজ্যে যেখানেই যান না কেন, প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনি। এছাড়া স্নো স্কেটিং, স্কিইং, স্নোবোর্ড এবং অন্যান্য অ্যাডভেঞ্চারে পূর্ণ স্নো স্পোর্টসের জন্য ভারতের একটি বিখ্যাত শীতকালীন গন্তব্য।

5 / 7
রাজস্থান- হিল স্টেশন মাউন্ট আবুই নয়, বিভিন্ন পাখীর জীবন, বাঘ সংরক্ষণ কেন্দ্র দেখা মরুরাজ্যের অন্যতম আকর্ষণ। এছাড়া অসংখ্য দূর্গ ও প্রাসাদ তো রয়েছেই।

রাজস্থান- হিল স্টেশন মাউন্ট আবুই নয়, বিভিন্ন পাখীর জীবন, বাঘ সংরক্ষণ কেন্দ্র দেখা মরুরাজ্যের অন্যতম আকর্ষণ। এছাড়া অসংখ্য দূর্গ ও প্রাসাদ তো রয়েছেই।

6 / 7
উত্তরাখণ্ড-  হিন্দু ধর্ম ও সংস্কৃতির আদর্শ নিদর্শন দেখা এক অন্যতম অভিজ্ঞতা। পবিত্র গঙ্গা, তুষারবৃত্ত পর্বতমালা, প্রাচীন মন্দির, হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ভাণ্ডার এটি। রয়েছে স্কি রিসর্টও।

উত্তরাখণ্ড- হিন্দু ধর্ম ও সংস্কৃতির আদর্শ নিদর্শন দেখা এক অন্যতম অভিজ্ঞতা। পবিত্র গঙ্গা, তুষারবৃত্ত পর্বতমালা, প্রাচীন মন্দির, হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ভাণ্ডার এটি। রয়েছে স্কি রিসর্টও।

7 / 7
Follow Us: