Indian Players In County: এক মরসুমে ছয় ভারতীয়, কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবেন মহম্মদ সিরাজ

চলতি মরসুমে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন মোট ছয়জন ভারতীয় ক্রিকেটার। সর্বশেষ ক্রিকেটার হিসেবে ওয়ারউইকশায়ারে যোগ দিয়েছেন জাতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের পিচে ওয়ারউইকশায়ারকে সাফল্য দেবেন বলে আশা হায়দরাবাদি বোলারের। মরসুমের শেষ তিনটি ম্যাচ খেলবেন তিনি।

| Edited By: | Updated on: Aug 19, 2022 | 7:45 AM
চলতি মরসুমে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন মোট ছয়জন ভারতীয় ক্রিকেটার। সর্বশেষ ক্রিকেটার হিসেবে ওয়ারউইকশায়ারে যোগ দিয়েছেন জাতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের পিচে ওয়ারউইকশায়ারকে সাফল্য দেবেন বলে আশা হায়দরাবাদি বোলারের। মরসুমের শেষ তিনটি ম্যাচ খেলবেন তিনি। (ছবি:টুইটার)

চলতি মরসুমে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন মোট ছয়জন ভারতীয় ক্রিকেটার। সর্বশেষ ক্রিকেটার হিসেবে ওয়ারউইকশায়ারে যোগ দিয়েছেন জাতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের পিচে ওয়ারউইকশায়ারকে সাফল্য দেবেন বলে আশা হায়দরাবাদি বোলারের। মরসুমের শেষ তিনটি ম্যাচ খেলবেন তিনি। (ছবি:টুইটার)

1 / 6
৫০ ওভারের ফরম্যাটে রয়্যাল লন্ডন কাপে ওয়ারউইকশায়ারের হয়ে খেলছেন আরও এক ভারতীয় ক্রুণাল পান্ডিয়া। (ছবি:টুইটার)

৫০ ওভারের ফরম্যাটে রয়্যাল লন্ডন কাপে ওয়ারউইকশায়ারের হয়ে খেলছেন আরও এক ভারতীয় ক্রুণাল পান্ডিয়া। (ছবি:টুইটার)

2 / 6
সাসেক্সের অধিনায়ক চেতেশ্বর পূজারা ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ধারাবাহিক। রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে পরপর দুই ম্যাচে শতরান হাঁকিয়েছেন। সারের বিরুদ্ধে ১৩১ বলে ১৭৪ রান পূজারার কেরিয়ারের সেরা লিস্ট এ রান।(ছবি:টুইটার)

সাসেক্সের অধিনায়ক চেতেশ্বর পূজারা ইংল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ধারাবাহিক। রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে পরপর দুই ম্যাচে শতরান হাঁকিয়েছেন। সারের বিরুদ্ধে ১৩১ বলে ১৭৪ রান পূজারার কেরিয়ারের সেরা লিস্ট এ রান।(ছবি:টুইটার)

3 / 6
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলছেন ভারতীয় পেসার নভদীপ সাইনি। ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ৪৫ রানে তিনটি উইকেট নেন। কাউন্টিতে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। (ছবি:টুইটার)

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলছেন ভারতীয় পেসার নভদীপ সাইনি। ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে ৪৫ রানে তিনটি উইকেট নেন। কাউন্টিতে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। (ছবি:টুইটার)

4 / 6
পাক পেসার শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে মিডলসেক্স দলে নিয়ে আসে ৩৪ বছরের ভারতীয় পেসার উমেশ যাদবকে। ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে প্রথমদিন মাঠে নেমেই উইকেট পান উমেশ। (ছবি:টুইটার)

পাক পেসার শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে মিডলসেক্স দলে নিয়ে আসে ৩৪ বছরের ভারতীয় পেসার উমেশ যাদবকে। ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে প্রথমদিন মাঠে নেমেই উইকেট পান উমেশ। (ছবি:টুইটার)

5 / 6
জাতীয় দল থেকে দীর্ঘদিন বাইরে থাকা ওয়াশিংটন সুন্দর ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছিলেন। গত ১০ অগাস্ট একটি ম্যাচে ডাইভ মারতে গিয়ে বাঁ কাঁধে চোট পান। যে কারণে জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গিয়েছিলেন ওয়াশি। (ছবি:টুইটার)

জাতীয় দল থেকে দীর্ঘদিন বাইরে থাকা ওয়াশিংটন সুন্দর ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছিলেন। গত ১০ অগাস্ট একটি ম্যাচে ডাইভ মারতে গিয়ে বাঁ কাঁধে চোট পান। যে কারণে জিম্বাবোয়ে সফর থেকে ছিটকে গিয়েছিলেন ওয়াশি। (ছবি:টুইটার)

6 / 6
Follow Us: