গভীর রাতে জনবসতিপূর্ণ এলাকায় মাঝ দিয়ে বাড়ি ফিরছিলেন এক যুবক, আচমকাই চলন্ত মটোর বাইকের মধ্যে ঢুকে পরল বিষধর গোখর সাপ। পরি কী মরি অবস্থা মোটরবাইক চালকের। বরাত জোরে প্রাণে বাঁচলেন তিনি।
মোটরবাইকের ট্যাংকের নিচ থেকে উদ্ধার উদ্ধার হয় বিষাক্ত গোখরো। সাপ দেখে হাড় হিম করা অবস্থা মোটরবাইক চালকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ধূপগুড়ি শহরের গুলজারচক মোরে।
পেশায় ব্যবসায়ী বাপি সাহা নামে এক যুবক রাস্তার পাশে মোটরবাইক দাঁড় করিয়ে মিনিট দুয়েকের জন্য কাজে গিয়েছিলেন। এসে মোটরবাইকের সিটে বসে মোটর বাইক স্টার্ট দিতেই ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। প্রথমে ভেবেছিলেন হয়তো মোটরবাইক থেকেই যান্ত্রিক কারণে কোনও শব্দ হচ্ছে। তবে মোটরবাইকের এক্সেলেটরে মোচড় দিতেই শব্দের উৎস খুঁজে পান তিনি।
দেখেন যে মোটর বাইকের ট্যাংকের নিচ থেকে ফনা তুলে ধরেছে বিষাক্ত গোখরো। রীতিমতো শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যাওয়ার অবস্থা। কোনও রকমে বাইক ছেড়ে দৌড়ে পালান তিনি। শেষে সাপ ধরতে ডাক পড়ে পরিবেশ প্রেমী সংস্থা ডুয়ার্স নেচার এন্ড স্নেক লভার্স অর্গানাইজেশনের সদস্যদের।
উদ্ধারকারী দল আসলেও বাইকের পেট্রোলের ট্যাংকের নিচ থেকে সাপটিকে উদ্ধার করা কঠিন হয়ে দাঁড়ায়। সাপ উদ্ধার হবে কীভাবে? এই কথাই ভাবিয়ে তুলছিলো উদ্ধারকারী দলকে। শেষমেষ মোটরবাইকের সিট থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রাংশ খুলে দীর্ঘক্ষণের প্রয়াসে সাপটিকে সেখান থেকে উদ্ধার করা হয়। সাপ উদ্ধারের পর হাফ ছেড়ে বাচেন সেই মোটর বাইক আরোহী।