Mohun Bagan Sports Library: ভাষাদিবসে মোহনবাগানে স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ভাষাদিবসে উদ্বোধন হল মোহনবাগান ক্লাবের ক্রীড়া গ্রন্থাগারের।

| Edited By: | Updated on: Feb 21, 2023 | 6:33 PM
আধুনিকীরণের পর মোহনবাগান ময়দানের প্রথম স্পোর্টস লাইব্রেরি খুলে ফেলল। (নিজস্ব ছবি)

আধুনিকীরণের পর মোহনবাগান ময়দানের প্রথম স্পোর্টস লাইব্রেরি খুলে ফেলল। (নিজস্ব ছবি)

1 / 8
এর আগে সিএবির পক্ষ থেকে ইডেন গার্ডেন্সে স্পোর্টস লাইব্রেরি খোলা হয়েছিল। পরে সেটি বন্ধ হয়ে যায়। যদিও ওই লাইব্রেরি সর্বসাধারণের জন্য ছিল না। শুধুমাত্র গবেষকরদের ব্যবহারের জন্য ছিল সেই লাইব্রেরি। (নিজস্ব ছবি)

এর আগে সিএবির পক্ষ থেকে ইডেন গার্ডেন্সে স্পোর্টস লাইব্রেরি খোলা হয়েছিল। পরে সেটি বন্ধ হয়ে যায়। যদিও ওই লাইব্রেরি সর্বসাধারণের জন্য ছিল না। শুধুমাত্র গবেষকরদের ব্যবহারের জন্য ছিল সেই লাইব্রেরি। (নিজস্ব ছবি)

2 / 8
সেদিক থেকে মোহনবাগানের ক্রীড়া লাইব্রেরি আলাদা। কারণ এই লাইব্রেরিতে বসে বই পড়তে পারবেন ক্লাবের সদস্য, সমর্থকরা।(নিজস্ব ছবি)

সেদিক থেকে মোহনবাগানের ক্রীড়া লাইব্রেরি আলাদা। কারণ এই লাইব্রেরিতে বসে বই পড়তে পারবেন ক্লাবের সদস্য, সমর্থকরা।(নিজস্ব ছবি)

3 / 8
অনেক সাহিত্যিক ও ক্রীড়া সাংবাদিক তাঁদের বই লাইব্রেরির জন্য উপহার দিয়ে সমৃদ্ধ করেছেন। (নিজস্ব ছবি)

অনেক সাহিত্যিক ও ক্রীড়া সাংবাদিক তাঁদের বই লাইব্রেরির জন্য উপহার দিয়ে সমৃদ্ধ করেছেন। (নিজস্ব ছবি)

4 / 8
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।(নিজস্ব ছবি)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।(নিজস্ব ছবি)

5 / 8
মোহনবাগান ক্লাবে একফ্রমে দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু। (নিজস্ব ছবি)

মোহনবাগান ক্লাবে একফ্রমে দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু। (নিজস্ব ছবি)

6 / 8
দেবাশিস দত্তের সঙ্গে সচিবের ঘরে বসে আড্ডা সৃঞ্জয় বসুর। (নিজস্ব ছবি)

দেবাশিস দত্তের সঙ্গে সচিবের ঘরে বসে আড্ডা সৃঞ্জয় বসুর। (নিজস্ব ছবি)

7 / 8
শহরের ক্রীড়াপ্রেমীদের আকর্ষিত করবে এই স্পোর্টস লাইব্রেরি। এক জায়গায় বসে ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন বই পড়তে পারবেন তাঁরা। (নিজস্ব ছবি)

শহরের ক্রীড়াপ্রেমীদের আকর্ষিত করবে এই স্পোর্টস লাইব্রেরি। এক জায়গায় বসে ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন বই পড়তে পারবেন তাঁরা। (নিজস্ব ছবি)

8 / 8
Follow Us: