Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC ODI World Cup 2023: ভারত-পাক ম্যাচে গ্যালারি যেন নীল সাগর, দেখুন ছবিতে

India vs Pakistan: একটা করে পাকিস্তানের উইকেট পড়তেই কার্যত জ্বলে উঠতে দেখা গেল গোটা গ্য়লারিকে। সেলিব্রেশনে মাতল গোটা স্টেডিয়াম।গ্যালারিই তো আসলে ক্রিকেটারদের মনোবল বাড়ায়। আর গোটা স্টেডিয়াম যদি এক দলের জন্যই গলা ফাটায় তাহলে পরিস্থিতিটা সত্যিই দেখার মতোই হয়। ভারত-পাক ম্যাচেও এমনটাই হয়েছে।

| Edited By: | Updated on: Oct 15, 2023 | 2:08 AM
গ্যালারি জুড়ে যেন উৎসবের হাওয়া। নানা সাজে সেজে দলের হয়ে গলা ফাটাচ্ছেন লক্ষ-লক্ষ দর্শক। একটাই আশা জিতুক টিম ইন্ডিয়া।

গ্যালারি জুড়ে যেন উৎসবের হাওয়া। নানা সাজে সেজে দলের হয়ে গলা ফাটাচ্ছেন লক্ষ-লক্ষ দর্শক। একটাই আশা জিতুক টিম ইন্ডিয়া।

1 / 8
আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামটাকে দেখে যেন মনে হচ্ছিল যেন নীল চাদরে ঢেকে দেওয়া হয়েছে। গ্যালারির দিকে-দিকে একটাই আওয়াজ, 'জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা।'

আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামটাকে দেখে যেন মনে হচ্ছিল যেন নীল চাদরে ঢেকে দেওয়া হয়েছে। গ্যালারির দিকে-দিকে একটাই আওয়াজ, 'জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা।'

2 / 8
দেশের মাটিতে পাকিস্তানকে বধ করে সপ্তম স্বর্গে রোহিত শর্মা ব্রিগেড। ১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পায় মেন ইন ব্লু। খুশির হাওয়া গোটা ভারত জুড়ে।

দেশের মাটিতে পাকিস্তানকে বধ করে সপ্তম স্বর্গে রোহিত শর্মা ব্রিগেড। ১১৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় পায় মেন ইন ব্লু। খুশির হাওয়া গোটা ভারত জুড়ে।

3 / 8
ঘরের মাঠে লক্ষাধিক ভক্তের চিৎকার যেন রোহিত-বিরাটদের অ্য়াড্রিনালিন রাশের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল এই হাইভোল্টেজ ম্যাচে। শেষ পর্যন্ত ভারতীয় ফ্যানদের স্বস্তির ঘুম এনে দিলেন শ্রেয়সরা।

ঘরের মাঠে লক্ষাধিক ভক্তের চিৎকার যেন রোহিত-বিরাটদের অ্য়াড্রিনালিন রাশের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছিল এই হাইভোল্টেজ ম্যাচে। শেষ পর্যন্ত ভারতীয় ফ্যানদের স্বস্তির ঘুম এনে দিলেন শ্রেয়সরা।

4 / 8
একটা করে পাকিস্তানের উইকেট পড়তেই কার্যত জ্বলে উঠতে দেখা গেল গোটা গ্য়লারিকে। সেলিব্রেশনে মাতল গোটা স্টেডিয়াম।গ্যালারিই তো আসলে ক্রিকেটারদের মনোবল বাড়ায়। আর গোটা স্টেডিয়াম যদি এক দলের জন্যই গলা ফাটায় তাহলে পরিস্থিতিটা সত্যিই দেখার মতোই হয়। ভারত-পাক ম্যাচেও এমনটাই হয়েছে।(ছবি: AFP)

একটা করে পাকিস্তানের উইকেট পড়তেই কার্যত জ্বলে উঠতে দেখা গেল গোটা গ্য়লারিকে। সেলিব্রেশনে মাতল গোটা স্টেডিয়াম।গ্যালারিই তো আসলে ক্রিকেটারদের মনোবল বাড়ায়। আর গোটা স্টেডিয়াম যদি এক দলের জন্যই গলা ফাটায় তাহলে পরিস্থিতিটা সত্যিই দেখার মতোই হয়। ভারত-পাক ম্যাচেও এমনটাই হয়েছে।(ছবি: AFP)

5 / 8
ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা, তাই দূর-দুরান্ত থেকে মোতেরায় এসে পা দিয়েছেন ফ্য়ানেরা। সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে এসে ভিড় জমাতে থাকেন ফ্যানেরা। জুটিতে, কেউ আবার দল বেঁধে প্রিয় দলের হয়ে স্টেডিয়াম ভরিয়েছেন।(ছবি:AFP)

ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা, তাই দূর-দুরান্ত থেকে মোতেরায় এসে পা দিয়েছেন ফ্য়ানেরা। সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে এসে ভিড় জমাতে থাকেন ফ্যানেরা। জুটিতে, কেউ আবার দল বেঁধে প্রিয় দলের হয়ে স্টেডিয়াম ভরিয়েছেন।(ছবি:AFP)

6 / 8
কানায়-কানায় পূর্ণ স্টেডিয়ামে তিল ধারণেরও জায়গা নেই। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই নীল রঙা জার্সিতে পাগল করা উন্মদনা ধরা দিল । ম্যাচ শেষ এক সুরে 'বন্দে মাতরম'-এ গলা মেলালো গ্যালারি। (ছবি:AFP)

কানায়-কানায় পূর্ণ স্টেডিয়ামে তিল ধারণেরও জায়গা নেই। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই নীল রঙা জার্সিতে পাগল করা উন্মদনা ধরা দিল । ম্যাচ শেষ এক সুরে 'বন্দে মাতরম'-এ গলা মেলালো গ্যালারি। (ছবি:AFP)

7 / 8
ভিড়ের মধ্যেই নজর কেড়েছেন কার্তিক শর্মা। চণ্ডীগড় থেকে এসে পৌঁছেছেন আমেদাবাদে। দেখতে অবিকল বিরাট কোহলির মতো। ভিড়ের মাঝে তাঁকে দেখে কার্যত চমকে উঠছিলেন অন্যান্য ভক্তরা। (ছবি : তুষার ঘটক)

ভিড়ের মধ্যেই নজর কেড়েছেন কার্তিক শর্মা। চণ্ডীগড় থেকে এসে পৌঁছেছেন আমেদাবাদে। দেখতে অবিকল বিরাট কোহলির মতো। ভিড়ের মাঝে তাঁকে দেখে কার্যত চমকে উঠছিলেন অন্যান্য ভক্তরা। (ছবি : তুষার ঘটক)

8 / 8
Follow Us: