WPL 2024: বিশ্বকাপের পর এ বার ডব্লিউপিএলেও নজর কাড়তে পারে নেদারল্যান্ডস, কিন্তু কীভাবে?
Netherlands in WPL 2024: দীর্ঘ একযুগ পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল নেদারল্যান্ডস। শুধু তাই নয়, কামব্যাকেই জাত চিনিয়েছেন ডাচ তারকারা। বিশ্বকাপের মতো মঞ্চে দু'টি জয়। যা নেহাতই কম নয় নেদারল্যান্ডসের মতো দলের কাছে।এই বিশ্বকাপই যেন প্রেরণা জোগাচ্ছে দেশের মহিলা ক্রিকেটারদের।
Most Read Stories