ICC World Cup: সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে মাঠ প্রদক্ষিণ, পাক বধের উচ্ছ্বাস; রইল ছবি
Afghanistan Cricket Team Victory Lap: ম্যাচ জেতার পর গ্যালারিকে কৃতজ্ঞতা জানাতে মাঠ প্রদক্ষীণ রশিদ খান, মুজিব উর রহমানদের। শুধুমাত্র আফগানিস্তান ক্রিকেট? বরং বলা ভালো এশিয়ার ক্রিকেটের জন্যও রূপকথার রাত। বিশ্বকাপের মঞ্চে রোমাঞ্চ দেখছে ক্রিকেট বিশ্ব। কারও কাছে অঘটন, কারও রূপকথা। আফগানিস্তান ক্রিকেটে রূপকথার রাত চেন্নাইয়ে। এ বারের বিশ্বকাপে ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। এ বার তারা হারাল পাকিস্তানকে। সেলিব্রেশনের বিশেষ কিছু মুহূর্ত দেখে নিন।
Most Read Stories