ICC World Cup: সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে মাঠ প্রদক্ষিণ, পাক বধের উচ্ছ্বাস; রইল ছবি

Afghanistan Cricket Team Victory Lap: ম্যাচ জেতার পর গ্যালারিকে কৃতজ্ঞতা জানাতে মাঠ প্রদক্ষীণ রশিদ খান, মুজিব উর রহমানদের। শুধুমাত্র আফগানিস্তান ক্রিকেট? বরং বলা ভালো এশিয়ার ক্রিকেটের জন্যও রূপকথার রাত। বিশ্বকাপের মঞ্চে রোমাঞ্চ দেখছে ক্রিকেট বিশ্ব। কারও কাছে অঘটন, কারও রূপকথা। আফগানিস্তান ক্রিকেটে রূপকথার রাত চেন্নাইয়ে। এ বারের বিশ্বকাপে ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। এ বার তারা হারাল পাকিস্তানকে। সেলিব্রেশনের বিশেষ কিছু মুহূর্ত দেখে নিন।

| Edited By: | Updated on: Oct 24, 2023 | 12:18 AM
শুধুমাত্র আফগানিস্তান ক্রিকেট? বরং বলা ভালো এশিয়ার ক্রিকেটের জন্যও রূপকথার রাত। বিশ্বকাপের মঞ্চে রোমাঞ্চ দেখছে ক্রিকেট বিশ্ব। কারও কাছে অঘটন, কারও রূপকথা।

শুধুমাত্র আফগানিস্তান ক্রিকেট? বরং বলা ভালো এশিয়ার ক্রিকেটের জন্যও রূপকথার রাত। বিশ্বকাপের মঞ্চে রোমাঞ্চ দেখছে ক্রিকেট বিশ্ব। কারও কাছে অঘটন, কারও রূপকথা।

1 / 8
আফগানিস্তান ক্রিকেটে রূপকথার রাত চেন্নাইয়ে। এ বারের বিশ্বকাপে ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। এ বার তারা হারাল পাকিস্তানকে।

আফগানিস্তান ক্রিকেটে রূপকথার রাত চেন্নাইয়ে। এ বারের বিশ্বকাপে ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। এ বার তারা হারাল পাকিস্তানকে।

2 / 8
ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম বার পাকিস্তানকে হারাল আফগানিস্তান। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। ওডিআই ফরম্যাটে সব মিলিয়ে অষ্টম সাক্ষাতে। অবশেষে জিতল আফগানিস্তান।

ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম বার পাকিস্তানকে হারাল আফগানিস্তান। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। ওডিআই ফরম্যাটে সব মিলিয়ে অষ্টম সাক্ষাতে। অবশেষে জিতল আফগানিস্তান।

3 / 8
ইতিহাস গড়ে উচ্ছ্বাসে ভাসল আফগানিস্তান ক্রিকেট টিম। এর মাঝে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না সমর্থকদের। ম্যাচের শুরুর দিকে পাকিস্তানের সমর্থনই ছিল বেশি। মূলত বাবর আজমের জন্যই।

ইতিহাস গড়ে উচ্ছ্বাসে ভাসল আফগানিস্তান ক্রিকেট টিম। এর মাঝে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না সমর্থকদের। ম্যাচের শুরুর দিকে পাকিস্তানের সমর্থনই ছিল বেশি। মূলত বাবর আজমের জন্যই।

4 / 8
ম্যাচ যত এগোয়, আফগান ক্রিকেট মন জয় করতে থাকে সমর্থকদের। স্থানীয় সমর্থনের পাশাপাশি বেশ কিছু আফগান ক্রিকেট প্রেমীও উপস্থিত ছিলেন মাঠে। সারাক্ষণ দলকে ভরসা দিলেন।

ম্যাচ যত এগোয়, আফগান ক্রিকেট মন জয় করতে থাকে সমর্থকদের। স্থানীয় সমর্থনের পাশাপাশি বেশ কিছু আফগান ক্রিকেট প্রেমীও উপস্থিত ছিলেন মাঠে। সারাক্ষণ দলকে ভরসা দিলেন।

5 / 8
ম্যাচ জিতেই আফগানিস্তানের পুরো টিম মাঠ প্রদক্ষীণ করে। আইপিএলের সৌজন্যে রশিদ খান, নবীন উল হক, মুজিব উর রহমানরা পরিচিত মুখ। মহম্মদ নবির অভিজ্ঞ প্লেয়ারকেও সকলেই চেনে।

ম্যাচ জিতেই আফগানিস্তানের পুরো টিম মাঠ প্রদক্ষীণ করে। আইপিএলের সৌজন্যে রশিদ খান, নবীন উল হক, মুজিব উর রহমানরা পরিচিত মুখ। মহম্মদ নবির অভিজ্ঞ প্লেয়ারকেও সকলেই চেনে।

6 / 8
গত আইপিএলে প্রথম সুযোগেই তাক লাগিয়ে দিয়েছিলেন বাঁ হাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। চেন্নাইতে বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়েই কামাল। সমর্থকদের মনে জায়গা করে নিলেন এই তরুণ স্পিনার।

গত আইপিএলে প্রথম সুযোগেই তাক লাগিয়ে দিয়েছিলেন বাঁ হাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। চেন্নাইতে বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়েই কামাল। সমর্থকদের মনে জায়গা করে নিলেন এই তরুণ স্পিনার।

7 / 8
আফগানিস্তান ক্রিকেটের উন্নতি ভারতীয় বোর্ডের অবদান অনেক। ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভালোবাসেন রশিদ খানদের। ম্যাচ জিতে তাই সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে ভুললেন না রশিদ খানরা।

আফগানিস্তান ক্রিকেটের উন্নতি ভারতীয় বোর্ডের অবদান অনেক। ভারতীয় ক্রিকেট প্রেমীরা ভালোবাসেন রশিদ খানদের। ম্যাচ জিতে তাই সমর্থকদের কৃতজ্ঞতা জানাতে ভুললেন না রশিদ খানরা।

8 / 8
Follow Us: