LSG, IPL 2023: ‘সূর্য’ ডোবাতে আজ লখনউয়ের ভরসা কারা?

২০২৩ আইপিএলে আজ মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ। লখনউয়ের খাতায় একটি জয় ও একটি ম্যাচে হার রয়েছে। নিজেদের একমাত্র ম্যাচে হেরে সানরাইজার্স হায়দরাবাদ। দুটি দলই প্রোটিয়া ক্রিকেটার সমৃদ্ধ।

| Edited By: | Updated on: Apr 07, 2023 | 3:09 PM
লখনউ সুপার জায়ান্টসকে প্রথম সংস্করণেই প্লে অফে তোলার পিছনে বড় ভূমিকা ছিল কুইন্টন ডি'ককের। প্রতিযোগিতার শুরু থেকে তাঁকে পাওয়া যায়নি। আজ, হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছেন তিনি। অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করবেন তিনিই।(ছবি:টুইটার)

লখনউ সুপার জায়ান্টসকে প্রথম সংস্করণেই প্লে অফে তোলার পিছনে বড় ভূমিকা ছিল কুইন্টন ডি'ককের। প্রতিযোগিতার শুরু থেকে তাঁকে পাওয়া যায়নি। আজ, হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছেন তিনি। অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করবেন তিনিই।(ছবি:টুইটার)

1 / 8
লোকেশ রাহুলের ব্য়ক্তিগত ফর্ম হোক কিংবা নেতৃত্ব। নানা সময়ে প্রশ্ন উঠেছে। দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে ব্য়াটিংয়ে সাফল্য না পেলেও নেতৃত্বে নজর কেড়েছেন লোকেশ রাহুল। সিএসকে বিরুদ্ধে হারের পর আজ ফের নজরে তিনি।(ছবি:টুইটার)

লোকেশ রাহুলের ব্য়ক্তিগত ফর্ম হোক কিংবা নেতৃত্ব। নানা সময়ে প্রশ্ন উঠেছে। দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে ব্য়াটিংয়ে সাফল্য না পেলেও নেতৃত্বে নজর কেড়েছেন লোকেশ রাহুল। সিএসকে বিরুদ্ধে হারের পর আজ ফের নজরে তিনি।(ছবি:টুইটার)

2 / 8
ব্যাট হাতে ঝড় তুলেছেন কাইল মেয়ার্স। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে চাপমুক্ত থাকছেন লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৩ রানের ইনিংস খেলেন। রয়েছে ৭টি ছয়! (ছবি:টুইটার)

ব্যাট হাতে ঝড় তুলেছেন কাইল মেয়ার্স। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে চাপমুক্ত থাকছেন লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৩ রানের ইনিংস খেলেন। রয়েছে ৭টি ছয়! (ছবি:টুইটার)

3 / 8
কুইন্টন ডি'কক ফেরায় প্রথম একাদশ বাছাইয়ে সমস্যায় পড়েছে লখনৌ। ডি'ককের অনুপস্থিতিতে ওপেনিং করছিলেন মেয়ার্স। তিনি ফেরায় রাহুলের সঙ্গে ওপেনিং করবেন প্রোটিয়া ক্রিকেটার। যদিও বিধ্বংসী ফর্মে থাকা মেয়ার্সকে না খেলানোর ঝুঁকি হয়তো নেবে না। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারের নীচের দিকে নামানো হতে পারে মেয়ার্সকে। (ছবি:টুইটার)

কুইন্টন ডি'কক ফেরায় প্রথম একাদশ বাছাইয়ে সমস্যায় পড়েছে লখনৌ। ডি'ককের অনুপস্থিতিতে ওপেনিং করছিলেন মেয়ার্স। তিনি ফেরায় রাহুলের সঙ্গে ওপেনিং করবেন প্রোটিয়া ক্রিকেটার। যদিও বিধ্বংসী ফর্মে থাকা মেয়ার্সকে না খেলানোর ঝুঁকি হয়তো নেবে না। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারের নীচের দিকে নামানো হতে পারে মেয়ার্সকে। (ছবি:টুইটার)

4 / 8
টুর্নামেন্টের শুরুতেই ইতিহাস গড়েছেন মার্ক উড। আইপিএলে প্রথম বোলার হিসেবে কোনও ম্যাচ পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন লখনউ সুপার জায়ান্টস তারকা। পরের ম্যাচেই তিন উইকেট। পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থানে থাকা উড ধারাবাহিকতা বজায় রাখতে চান। (ছবি:টুইটার)

টুর্নামেন্টের শুরুতেই ইতিহাস গড়েছেন মার্ক উড। আইপিএলে প্রথম বোলার হিসেবে কোনও ম্যাচ পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন লখনউ সুপার জায়ান্টস তারকা। পরের ম্যাচেই তিন উইকেট। পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষস্থানে থাকা উড ধারাবাহিকতা বজায় রাখতে চান। (ছবি:টুইটার)

5 / 8
উইকেট নিলেও শেষ ম্যাচে ভালোরকম রান দিয়েছিলেন মার্ক উড। পেস-সুইংয়ের বিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করা উড আজ হাতের ফাঁক দিয়ে রান গলার সুযোগ দিতে চান না।(ছবি:টুইটার)

উইকেট নিলেও শেষ ম্যাচে ভালোরকম রান দিয়েছিলেন মার্ক উড। পেস-সুইংয়ের বিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করা উড আজ হাতের ফাঁক দিয়ে রান গলার সুযোগ দিতে চান না।(ছবি:টুইটার)

6 / 8
লখনউয়ের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা নিকেলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজ তারকা শেষ ম্যাচে ২১ বলে ৩৬ রানের ইনিংস খেলেছিলেন। (ছবি:টুইটার)

লখনউয়ের ব্যাটিং অর্ডারের অন্যতম ভরসা নিকেলাস পুরান। ওয়েস্ট ইন্ডিজ তারকা শেষ ম্যাচে ২১ বলে ৩৬ রানের ইনিংস খেলেছিলেন। (ছবি:টুইটার)

7 / 8
লখনউয়ের হয়ে অনবদ্য বোলিং রবি বিষ্ণোইয়ের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন রবি।  আইপিএলে প্রথম দু-ম্যাচ মিলিয়েই তাঁর শিকার পাঁচ উইকেট। লখনউ সুপার জায়ান্টসের সাফল্য অনেকটাই নির্ভর করবে রবি বিষ্ণোইয়ের পারফরম্যান্সের উপর। (ছবি:টুইটার)

লখনউয়ের হয়ে অনবদ্য বোলিং রবি বিষ্ণোইয়ের। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন রবি। আইপিএলে প্রথম দু-ম্যাচ মিলিয়েই তাঁর শিকার পাঁচ উইকেট। লখনউ সুপার জায়ান্টসের সাফল্য অনেকটাই নির্ভর করবে রবি বিষ্ণোইয়ের পারফরম্যান্সের উপর। (ছবি:টুইটার)

8 / 8
Follow Us: