IPL 2023: প্রীতি নন, মোহালি মোহিত হল অপর এক সুন্দরীর হাসিতে

PBKS vs GT, IPL 2023: মোহালিতে গুজরাট টাইটান্সের কাছে বৃহস্পতিবার রাতে ৬ উইকেটে হেরেছে পঞ্জাব কিংস। শিখর ধাওয়ানদের উদ্বুদ্ধ করতে ভিআইপি বক্সে হাজির ছিলেন পঞ্জাবের মালকিন প্রীতি জিন্টা (Preity Zinta)। তাঁর পাশে বসা এক মহিলা এই ম্যাচে নজর কেড়েছেন। তাঁর হাসিতে মোহিত হয়েছে মোহালি। কে এই সুন্দরী জানেন?

| Edited By: | Updated on: Apr 19, 2023 | 5:21 PM
মোহালিতে গুজরাট টাইটান্সের (GT) কাছে ১৬তম আইপিএলের (GT) ১৮তম ম্যাচে হেরেছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। সেই ম্যাচ দেখতে মোহালিতে হাজির হয়েছিলেন পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা (Preity Zinta)।

মোহালিতে গুজরাট টাইটান্সের (GT) কাছে ১৬তম আইপিএলের (GT) ১৮তম ম্যাচে হেরেছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। সেই ম্যাচ দেখতে মোহালিতে হাজির হয়েছিলেন পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা (Preity Zinta)।

1 / 8
পঞ্জাব কিংসের ম্যাচ থাকলে বলিউড সুপারস্টার প্রীতি জিন্টাকে প্রায়শই দেখা যায় গ্যালারিতে। নিজের দলকে সমর্থন করতে গলা ফাটান পঞ্জাবের মালকিন। গুজরাটের বিরুদ্ধে পঞ্জাবের ম্যাচে প্রীতির পাশে ভিআইপি বক্সে দেখা গিয়েছে এক সুন্দরী মহিলাকে।

পঞ্জাব কিংসের ম্যাচ থাকলে বলিউড সুপারস্টার প্রীতি জিন্টাকে প্রায়শই দেখা যায় গ্যালারিতে। নিজের দলকে সমর্থন করতে গলা ফাটান পঞ্জাবের মালকিন। গুজরাটের বিরুদ্ধে পঞ্জাবের ম্যাচে প্রীতির পাশে ভিআইপি বক্সে দেখা গিয়েছে এক সুন্দরী মহিলাকে।

2 / 8
পঞ্জাবের সমর্থনে আইএস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে প্রীতির পাশাপাশি হাজির ছিলেন সোনু সুদও। তবে বেশি হইচই ফেলেছেন প্রীতির পাশে বসা ওই সুন্দরী মহিলা। কে তিনি?

পঞ্জাবের সমর্থনে আইএস বিন্দ্রা ক্রিকেট স্টেডিয়ামে প্রীতির পাশাপাশি হাজির ছিলেন সোনু সুদও। তবে বেশি হইচই ফেলেছেন প্রীতির পাশে বসা ওই সুন্দরী মহিলা। কে তিনি?

3 / 8
আসলে প্রীতি জিন্টার দলকে সমর্থন করতে মোহালিতে হাজির হয়েছিলেন বলিউড তারকা আরবাজ খান। তাঁর সঙ্গে দেখা গিয়েছে জর্জিয়া আন্দ্রিয়ানিকেও।

আসলে প্রীতি জিন্টার দলকে সমর্থন করতে মোহালিতে হাজির হয়েছিলেন বলিউড তারকা আরবাজ খান। তাঁর সঙ্গে দেখা গিয়েছে জর্জিয়া আন্দ্রিয়ানিকেও।

4 / 8
শোনা গিয়েছিল আরবাজের সঙ্গে প্রেম পর্বে ইতি টেনেছেন জর্জিয়া। কিন্তু সব জল্পনা উস্কে মোহালির গ্যালারিতে পাশাপাশি বসে খেলা দেখলেন আরবাজ ও জর্জিয়া। এরপর ফের একবার গুঞ্জন শুরু হল, তা হলে আরবাজ ও জর্জিয়ার সম্পর্কে কি জোড়া লাগল?

শোনা গিয়েছিল আরবাজের সঙ্গে প্রেম পর্বে ইতি টেনেছেন জর্জিয়া। কিন্তু সব জল্পনা উস্কে মোহালির গ্যালারিতে পাশাপাশি বসে খেলা দেখলেন আরবাজ ও জর্জিয়া। এরপর ফের একবার গুঞ্জন শুরু হল, তা হলে আরবাজ ও জর্জিয়ার সম্পর্কে কি জোড়া লাগল?

5 / 8
উল্লেখ্য, ২০১৭ সালে মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে আরবাজ খান ও জর্জিয়া আন্দ্রিয়ানিকে একসঙ্গে দেখা গিয়েছিল।

উল্লেখ্য, ২০১৭ সালে মালাইকা আরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকে আরবাজ খান ও জর্জিয়া আন্দ্রিয়ানিকে একসঙ্গে দেখা গিয়েছিল।

6 / 8
জর্জিয়া আন্দ্রিয়ানির জন্ম ও ছেলেবেলাটা কেটেছে লন্ডন ও ইতালিতে। পড়াশুনা শেষ হওয়ার পর তিনি মডেলিংয়ের দুনিয়ায় পা রেখেছিলেন। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় জর্জিয়া। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার ১.৫ মিলিয়ন।

জর্জিয়া আন্দ্রিয়ানির জন্ম ও ছেলেবেলাটা কেটেছে লন্ডন ও ইতালিতে। পড়াশুনা শেষ হওয়ার পর তিনি মডেলিংয়ের দুনিয়ায় পা রেখেছিলেন। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় জর্জিয়া। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার ১.৫ মিলিয়ন।

7 / 8
পঞ্জাব-গুজরাট ম্যাচের ইনিংস বিরতিতে সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে প্রীতি জিন্টাকে। একইসঙ্গে পঞ্জাব কিংসের সমর্থকদের তিনি পঞ্জাবের জার্সিও উপহার দিয়েছেন।

পঞ্জাব-গুজরাট ম্যাচের ইনিংস বিরতিতে সমর্থকদের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে প্রীতি জিন্টাকে। একইসঙ্গে পঞ্জাব কিংসের সমর্থকদের তিনি পঞ্জাবের জার্সিও উপহার দিয়েছেন।

8 / 8
Follow Us: