Trolled Bollywood Divas: সুস্মিতা সেন প্রথম নন, বহু বলিউড নায়িকা তাঁদের সঙ্গী পছন্দের জন্য কদর্যভাবে ট্রোলড হয়েছেন

Trolled Bollywood Divas: নিজেদের পছন্দসই জীবনসঙ্গী খোঁজার জন্য নেটিজ়েনদের বিরুপ মন্তব্যের শিকার হয়েছেন বলিউডের বহু নায়িকা। কিন্তু কেউ সেই সব কথাকে পাত্তা না দিয়ে জীবনে এগিয়ে গিয়েছেন।

| Edited By: | Updated on: Jul 26, 2022 | 7:55 AM
সুস্মিতা সেন রোহমান শলের সঙ্গে যখন সম্পর্ক ছিলেন, সেই সময় ব্যাপক ট্রোলড হন। কারণ রোহমান তাঁর থেকে প্রায় ১৫ বছরের ছোট ছিলেন। নেটিজ়েনরা তাঁদের নিয়ে নানা মন্তব্য করেন।

সুস্মিতা সেন রোহমান শলের সঙ্গে যখন সম্পর্ক ছিলেন, সেই সময় ব্যাপক ট্রোলড হন। কারণ রোহমান তাঁর থেকে প্রায় ১৫ বছরের ছোট ছিলেন। নেটিজ়েনরা তাঁদের নিয়ে নানা মন্তব্য করেন।

1 / 6
সুস্মিতা সেন আবার ট্রোলের মুখ। ললিত মোদী টুইট করে তাঁর সঙ্গে সম্পর্কে কথা জানালে নেটিজ়েনরা নানা কু-মন্তব্যে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দেয়। এমনকী তাঁদের নিয়ে নানা রকম মিমও তৈরি হয়।

সুস্মিতা সেন আবার ট্রোলের মুখ। ললিত মোদী টুইট করে তাঁর সঙ্গে সম্পর্কে কথা জানালে নেটিজ়েনরা নানা কু-মন্তব্যে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দেয়। এমনকী তাঁদের নিয়ে নানা রকম মিমও তৈরি হয়।

2 / 6
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বয়সের ব্যবধানও প্রায় ১০ বছর। তাঁদের সম্পর্কও যখন সামনে আসে নোংরাভাবে ট্রোলের শিকার হন তাঁরা। তাঁদের বিয়েকে এমনকি একটি 'পাবলিসিটি স্টান্ট'ও বলা হয়েছিল। অনেকে বলেছিল যে তিনি হলিউডে তাঁর ক্যারিয়ারকে এগিয়ে নিতে নিককে ব্যবহার করছেন।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বয়সের ব্যবধানও প্রায় ১০ বছর। তাঁদের সম্পর্কও যখন সামনে আসে নোংরাভাবে ট্রোলের শিকার হন তাঁরা। তাঁদের বিয়েকে এমনকি একটি 'পাবলিসিটি স্টান্ট'ও বলা হয়েছিল। অনেকে বলেছিল যে তিনি হলিউডে তাঁর ক্যারিয়ারকে এগিয়ে নিতে নিককে ব্যবহার করছেন।

3 / 6
শ্রীদেবী এবং বনি কাপুরের সম্পর্ক এবং বিয়ে এখনও পর্যন্ত বিতর্কিত। প্রয়াত অভিনেত্রী যখন প্রযোজক বনি কাপুরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। কারণ বনি সেই সময় বিবাহিত পুরুষ ছিলেন।

শ্রীদেবী এবং বনি কাপুরের সম্পর্ক এবং বিয়ে এখনও পর্যন্ত বিতর্কিত। প্রয়াত অভিনেত্রী যখন প্রযোজক বনি কাপুরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। কারণ বনি সেই সময় বিবাহিত পুরুষ ছিলেন।

4 / 6
করিনা কাপুর খান ১০ বছর বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও সইফ আলি খানকে বিয়ে করেছিলেন। এখন দুই সন্তানের সঙ্গে তাঁরা সুখী দম্পতি। কিন্তু যখন তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন  গুরুতরভাবে ট্রোলড হন। তা এমন মাত্রায় পৌঁছোয় যে তা লাভ জিহাদ বিতর্কে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। আবার নবাব বাড়ির বউ হওয়ার লোভেই নাকি তিনি সইফকে বিয়ে করছেন বলেও কুৎসিত মন্তব্য করা হয়েছিল।

করিনা কাপুর খান ১০ বছর বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও সইফ আলি খানকে বিয়ে করেছিলেন। এখন দুই সন্তানের সঙ্গে তাঁরা সুখী দম্পতি। কিন্তু যখন তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন গুরুতরভাবে ট্রোলড হন। তা এমন মাত্রায় পৌঁছোয় যে তা লাভ জিহাদ বিতর্কে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। আবার নবাব বাড়ির বউ হওয়ার লোভেই নাকি তিনি সইফকে বিয়ে করছেন বলেও কুৎসিত মন্তব্য করা হয়েছিল।

5 / 6
মালাইকা আরোরার বিবাহবিচ্ছেদের বেশ কিছুদিন পর সামনে আসে তিনি অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করছেন। তাঁদের দুইজনেরও বয়সের ফারাক প্রায় ১২ বছর। নেটিজ়েনরা তাঁদের ‘মা-বেটা’ বলে ব্যঙ্গ করতেও ছাড়েন না। তবে তাঁদের দুইজনের সম্পর্ক খুব শক্তপোক্ত।

মালাইকা আরোরার বিবাহবিচ্ছেদের বেশ কিছুদিন পর সামনে আসে তিনি অর্জুন কাপুরের সঙ্গে প্রেম করছেন। তাঁদের দুইজনেরও বয়সের ফারাক প্রায় ১২ বছর। নেটিজ়েনরা তাঁদের ‘মা-বেটা’ বলে ব্যঙ্গ করতেও ছাড়েন না। তবে তাঁদের দুইজনের সম্পর্ক খুব শক্তপোক্ত।

6 / 6
Follow Us: