কাজল এবং অজয় দেবগণের কন্যা নাইসা। বিদেশে লেখাপড়া করেন। কিন্তু তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনও তেমন কিছু জানা যায়নি। অর্থাৎ জানা যায়নি এই তারকা সন্তান বাবা-মায়ের মতো অভিনয় করবেন কি না।
তবে অভিষেক না হলেও নাইসা চর্চায় বহুদিন থেকেই। এবং তিনি চর্চায় আছেন পার্টি করার জন্য। সাহসী পোশাক পরার জন্য।
নতুন বছরে পা দিয়েছি আমরা। ২০২৩ সাল। আর নতুন বছর মানেই চতুর্দিকে পার্টি। সারা বছর যিনি পার্টি করেন, সেই নাইসা নিউ ইয়ার্স পার্টি করলেন কোথায়?
২০২৩ সালকে স্বাগত জানাতে নাইসা পাড়ি দিয়েছেন দুবাইয়ে। কিন্তু তিনি একা নন। তাঁর সঙ্গে রয়েছেন পার্টি-মেটসরাও। অর্থাৎ যাঁদের সঙ্গে পার্টি করেন নাইসা এবং ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
একবার কাজল একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "আমার মেয়ে জাপানি। ও কেবল সুশি খেতেই ভালবাসে। ওর মতো সুশি খেতে আমি কাউকে দেখিনি।"
নাইসা অর্ধেক বাঙালি, অর্ধেক পাঞ্জাবি। তাঁর মায়ের রক্তে বইছে বাঙালিয়ানা। কেননা কাজল বাঙালি অভিনেত্রী তনুজার কন্যা। অন্যদিকে অজয় পাঞ্জাবী।