তাঁর লম্বা ফেসবুক পোস্টে শ্রুতি লিখেছেন, "কাছের মানুষদের নিয়ে আজ ঠিক বিকেল ০৪.৩০টের সময় সকলের ঘরে-ঘরে আসছি শুধুমাত্র জ়ি বাংলার পর্দায়। মামনিদিকে এত কাছ থেকে পাওয়া একপ্রকার ভাগ্য। ওনাকে আমার শহর কাটোয়ার নলেনগুঁড়ের রসগোল্লা খাওয়ান আর এক ভাগ্য। দাদা আর বোনদিকে নিয়ে প্রথমবার এমন নিখাদ আড্ডায় সবটা আরও জমজমাট। পরিশেষে জ়ি বাংলাকে ধন্যবাদ জানাই। মা-বাবা আর আমার মনের এত জমানো কথা আরও একবার জনসমক্ষে বলার সুযোগ করে দেওয়ার জন্য।"