বিশ্বকাপ শেষ হতেই সৌদি আরবে পাড়ি জমালেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর, ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন তিনি। ছবি: টুইটার
গত সপ্তাহতেই ৯ বারের লিগ চ্যাম্পিয়ন ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে তাঁর। এ বার সোমবার মধ্যরাতে রিয়াধে পৌঁছেছেন তিনি। ছবি: টুইটার
বান্ধবী জর্জিনা রড্রিগেজ ও সন্তানদের নিয়ে একটি বিশেষ বিমানে রিয়াধে পৌঁছন ৩৭ বছরের পর্তুগিজ তারকা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন তাঁরা। ছবি: টুইটার
সিআর সেভেনের সঙ্গে রয়েছে তাঁর সহকারীরা। এবং একটি নিজস্ব নিরাপত্তা ফার্মও সঙ্গে করে নিয়ে এসেছেন তিনি। ছবি: টুইটার
পরিবার নিয়ে সৌদির একটি বিলাসবহুল হোটেলে উঠেছেন পর্তুগিজ তারকা। সঙ্গেই রয়েছে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরাও। তাঁকে ররণ করে নিয়েছে আল নাসের। ছবি: টুইটার
আগামী ২০৩০ সাল পর্যন্ত আল নাসেরের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। পরবর্তী আড়াই বছর খেলবেন সৌদির জার্সিতে। বাকি সময়টা সৌদির মুখ হতে চলেছেন তিনি। ছবি: টুইটার