কিন্তু সরকারি নিয়ম তো মেনে চলতেই হবে। তার পর এমন ভয়াবহ করোনা চিত্র। রামনগর ১ নম্বর ব্লকের বিডিও বিষ্ণু পদ রায় বলেন, "সরকারি যা নির্দেশ রয়েছে, তা আমরা মেনে চলছি। দিঘায় সমুদ্রে পর্যটকদের স্নান করা নিষেধ''।
বন্ধ রয়েছে জিম, সেলুন, পার্ক। দিঘা, নিউ দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি কার্যত পর্যটক শূন্য এখন। আর যাঁরা রয়েছেন তাঁরা যেন কোভিড বিধি মেনে চলেন তার জন্য ব্লক ও স্বাস্থ্য দফতর সচেতন। পুরো বিষয়ের উপর চলছে কড়া নজরদারি।
দিঘায় আগত কলকাতার যাদবপুরের বাসিন্দা পার্থ ও সুস্মিত চক্রবর্তী খেদের সুরে বলছেন, "চারদিনের বুকিং করে দিঘা এসে ছিলাম। কিন্তু সরকারি নির্দেশে দু' দিন আগেই সি-বিচ বন্ধ করে দেয় পুলিশ। কী আর করব, হোটেলের ঘরে বসে দিন কাটল। আজ ফেরার পালা"।