ঘুরতে যেতে কে না ভালোবাসে। কিন্তু এই কোভিড গত দু বছর ধরেই পর্যটনের উপর নানা প্রভাব ফেলেছে। প্রায় অনেক দেশই পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। আর এতে কিন্তু ক্ষতি হয়েছে পর্যটন শিল্পেরও। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে প্রায় ৭৪ শতাংশ হ্রাস পেয়েছে আন্তর্জাতিক ভ্রমণ। বিয়ের পর থেকেই কোভিডের চক্করে গৃহবন্দি সোহম- মৌমিতা। ভেবেছিল হানিমুনে ইতালি থেকে ঘুরে আসবে। কিন্তু কোভিডের জন্য সব প্ল্যানই বাতিল হয়ে গিয়েছে। এতদিন অধরাই ছিল তাদের ড্রিম ডেস্টিনেশন। তবে এবার পর্যটনে বেশ কিছু দেশ ছাড় দিয়েছে। কোভিড টিকার দুটো ডোজ নেওয়া থাকলেই কিন্তু প্রবেশ করা যাবে এই সব দেশে। আর তালিকায় কোন কোন দেশ রয়েছে দেখে নিন এক ঝলকে।
1 / 5
১ জানুয়ারী পর্যন্ত, বিদেশ থেকে সকল ভ্রমণকারীকে অবশ্যই টিকার সম্পূর্ণ ডোজ নিতে হবে, বা তার প্রমাণ দেখাতে হবে। এটি উল্লেখ করে দেওয়া হয়েছে যে, যাত্রীদেরও প্লেনে সফর করার আগে ভাইরাসের জন্য পরীক্ষা করতে হবে। হোটেলে উঠতে হলে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।সেই সঙ্গে আরটিপিসিআর পরীক্ষা করতে হবে।
2 / 5
এর আগে ভারত থেকে সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা ছিল। করতে হত কোয়ারেন্টাইন। এখন কোভিড রিপোর্ট নেগেটিভ হলেই চলবে।
3 / 5
থাইল্যান্ড সরকারও পর্যটনের জন্য খুলে দিয়েছে তাদের দরজা। ১ ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণ শুরু হবে। ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির কারণে এই দেশে অর্থনীতি অনেক ক্ষতিগ্রস্থ হয়। রিপোর্টে বলা হয়েছে, সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ভ্রমণকারীরা এখন টেস্ট অ্যান্ড গো স্কিমের মাধ্যমে দেশে প্রবেশ করতে পারবে। সেখানে পৌঁছানর পর প্রথম এবং পঞ্চম দিনে তাঁদের কোভিড পরীক্ষা করাতে হবে।
4 / 5
ব্রিটেনে প্রবেশের অনুমতি পাওয়া দেশের তালিকায় রয়েছে স্পেন, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, জার্মানি, আমেরিকার মতো দেশগুলি। ভারত নিষিদ্ধ তালিকা হলেও ১১ ফেব্রুয়ারি সকাল ৪টে থেকে নতুন নিয়ম কার্যকর হবে। মনে রাখবেন যে সমস্ত যাত্রীদের একটি প্যাসেঞ্জার লোকেটার ফর্ম পূরণ করতে হবে। পর্যটনে মন্দার মেঘ কাটাতেই এই সিদ্ধান্ত