ভবানীপুর উপনির্বাচনের (Bhawanipore By-Election)হল বৃহস্পতিবার। মোট ৮টি ওয়ার্ডের ভবানীপুর কেন্দ্রে এদিন নজর ছিল রাজ্যবাসীর। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। এখানে তৃণমূলের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিজেপির (BJP) প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। আর বামেদের (CPIM) মুখ শ্রীজীব বিশ্বাস। তিন প্রার্থীই ভোটের প্রচারে ঝড় তুলেছে। ৩ অক্টোবর এই উপনির্বাচনের ফলপ্রকাশ। কিন্তু ভোটের ফলে কোন কোন প্রভাব পড়তে পারে? ভোট কাটাকাটিতে কে বেশি লাভবান হতে পারেন? দেখে নেওয়া যাক তারই একটা তথ্য। ৬৩, ৭৭, ৭৪, ৭১, ৭০, ৭২, ৭৩, ৮২। কলকাতা পুরসভার এই ৮ টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর কেন্দ্র। ভবানীপুরের ভোটারদের মধ্যে ৪২ শতাংশ বাঙালি হিন্দু, ২৪ শতাংশ মুসলিম এবং ৩৪ শতাংশ অবাঙালি হিন্দু। প্রতিটি ওয়ার্ডের জনবিন্যাস, মানুষের ভাষা ও ভোট দেওয়ার চরিত্রও ভিন্ন এখানে। তাই ধর্ম এবং ভাষা, এই দুইয়ের নিরিখে কোন ওয়ার্ডের কত শতাংশ মানুষ কোন দলে ভোট দিয়ে এসেছেন, সেই প্রবণতা হুবহু তুলে ধরার চেষ্টা করছি আমরা। (গ্রাফিক্স: অভিজিৎ দাস)