Immunity Boosting Tips: রাতে ঘুমোতে যাওয়ার আগে মোজায় রাখুন এক টুকরো পেঁয়াজ, অর্ধেক রোগ হবে ভ্যানিশ

Winter Health Tips: জ্বর, ফ্লু এর সমস্যার হাত থেকে মিলবে রেহাই যদি এই ভাবে মোজায় রাখেন পেঁয়াজের টুকরো

| Edited By: | Updated on: Dec 22, 2022 | 8:00 AM
ভাবছেন পাগলের প্রলাপ! শুনেও অবাক লাগছে? তবে একবার প্রয়োগ করে দেখুন ফল পাবেনই। পেঁয়াজ আর রসুন শরীরে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। সেই সঙ্গে বায়ু সংশোধন করতেও সাহায্য করে এই পেঁয়াজ রসুন। মোজার মধ্যে একটুকরো পেঁয়াজ রাখলে ব্যাকটেরিয়া ধ্বংস হয় সহজেই।

ভাবছেন পাগলের প্রলাপ! শুনেও অবাক লাগছে? তবে একবার প্রয়োগ করে দেখুন ফল পাবেনই। পেঁয়াজ আর রসুন শরীরে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। সেই সঙ্গে বায়ু সংশোধন করতেও সাহায্য করে এই পেঁয়াজ রসুন। মোজার মধ্যে একটুকরো পেঁয়াজ রাখলে ব্যাকটেরিয়া ধ্বংস হয় সহজেই।

1 / 7
পেঁয়াজের মধ্যে থাকা ফসফরিক অ্যাসিড রক্ত শুদ্ধিকরণে সাহায্য করে। ফলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও সুস্থ থাকে। ঘুমের মধ্যে এই অ্যাসিড খুব ভাল কাজ করে।

পেঁয়াজের মধ্যে থাকা ফসফরিক অ্যাসিড রক্ত শুদ্ধিকরণে সাহায্য করে। ফলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও সুস্থ থাকে। ঘুমের মধ্যে এই অ্যাসিড খুব ভাল কাজ করে।

2 / 7
পেঁয়াজের মধ্যে শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়ালবৈশিষ্ট্য রয়েছে। যে কারণে সংক্রমণ থাকে দূরে। এমনকী বুকে কফ বসলেও এই পেঁয়াজ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে মোজাতে পেঁয়াজ রাখতে পারেন।

পেঁয়াজের মধ্যে শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়ালবৈশিষ্ট্য রয়েছে। যে কারণে সংক্রমণ থাকে দূরে। এমনকী বুকে কফ বসলেও এই পেঁয়াজ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে মোজাতে পেঁয়াজ রাখতে পারেন।

3 / 7
হার্টের জন্যও কার্যকরী পেঁয়াজ যদি মোজার মধ্যে এই ভাবে পেঁয়াজের টুকরো রাখতে পারেন। ফলে হৃদরোগ থাকবে দূরে।

হার্টের জন্যও কার্যকরী পেঁয়াজ যদি মোজার মধ্যে এই ভাবে পেঁয়াজের টুকরো রাখতে পারেন। ফলে হৃদরোগ থাকবে দূরে।

4 / 7
শীতকালে অনেকেরই কানে ব্যথা হয়। কানে সংক্রমণও হয়। পায়ের আঙুলের মাঝে একটুকরো পেঁয়াজ রেখে মোজা পরলে সাইনাস, ঘাড়ের ব্যথা এবং কানের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায়। শীতে খুবই কার্যকরী এই টোটকা।

শীতকালে অনেকেরই কানে ব্যথা হয়। কানে সংক্রমণও হয়। পায়ের আঙুলের মাঝে একটুকরো পেঁয়াজ রেখে মোজা পরলে সাইনাস, ঘাড়ের ব্যথা এবং কানের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া যায়। শীতে খুবই কার্যকরী এই টোটকা।

5 / 7
 পেটের সমস্যা এবং প্রায়শই যদি ইউরিন ইনফেকশন হয় তাহলে পায়ে রাখুন পেঁয়াজ। রাতে ঘুমোতে যাওয়ার সময় মোজার ভিতর পেঁয়াজের রিং রেখে দিন। গোড়ালি থেকে যে তাপ উৎপন্ন হয় তাই শরীরকে সুস্থ রাখে।

পেটের সমস্যা এবং প্রায়শই যদি ইউরিন ইনফেকশন হয় তাহলে পায়ে রাখুন পেঁয়াজ। রাতে ঘুমোতে যাওয়ার সময় মোজার ভিতর পেঁয়াজের রিং রেখে দিন। গোড়ালি থেকে যে তাপ উৎপন্ন হয় তাই শরীরকে সুস্থ রাখে।

6 / 7
মোজা পরলে পায়ে দুর্গন্ধ হয়? এই সমস্যা থেকেও রেহাই পাওয়া যাবে যদি রোজ একটুকরো পেঁয়াজ রাখেন পায়ে। একটুকরো পেঁয়াজ রিং করে কেটে নিয়ে পায়ের পাতায় রেখে মোজা পরে নিন। এতে পায়ে ঘাম কম হবে, দুর্গন্ধও হবে না।

মোজা পরলে পায়ে দুর্গন্ধ হয়? এই সমস্যা থেকেও রেহাই পাওয়া যাবে যদি রোজ একটুকরো পেঁয়াজ রাখেন পায়ে। একটুকরো পেঁয়াজ রিং করে কেটে নিয়ে পায়ের পাতায় রেখে মোজা পরে নিন। এতে পায়ে ঘাম কম হবে, দুর্গন্ধও হবে না।

7 / 7
Follow Us: