Mbappe-Hakimi: বিশ্বকাপ থেকে ফিরেই পিএসজি অনুশীলনে দুই তারকা
PSG: কাতার বিশ্বকাপে যবনিকা পড়েছে। এই প্রথম মরসুমের মাঝে হল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মহা আসর শেষ হতেই ক্লাবের দায়িত্ব পালনে নেমে পড়লেন ফ্রান্স ও মরক্কোর দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে, আশরফ হাকিমি। বিশ্বকাপ শেষে ছুটিতে যাওয়ার কথা ছিল এমবাপের। তবে সূত্রের খবর, ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি সুপারস্টার। বিশ্বকাপে রুদ্ধশ্বাস ফাইনালে হ্যাটট্রিক করেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এমবাপেকে। এ বার ক্লাবের জার্সিতে ভরসা দিতে প্রস্তুত।
Most Read Stories