Mbappe-Hakimi: বিশ্বকাপ থেকে ফিরেই পিএসজি অনুশীলনে দুই তারকা

PSG: কাতার বিশ্বকাপে যবনিকা পড়েছে। এই প্রথম মরসুমের মাঝে হল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মহা আসর শেষ হতেই ক্লাবের দায়িত্ব পালনে নেমে পড়লেন ফ্রান্স ও মরক্কোর দুই তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে, আশরফ হাকিমি। বিশ্বকাপ শেষে ছুটিতে যাওয়ার কথা ছিল এমবাপের। তবে সূত্রের খবর, ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি সুপারস্টার। বিশ্বকাপে রুদ্ধশ্বাস ফাইনালে হ্যাটট্রিক করেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে এমবাপেকে। এ বার ক্লাবের জার্সিতে ভরসা দিতে প্রস্তুত।

| Edited By: | Updated on: Dec 22, 2022 | 8:00 AM
কাতার বিশ্বকাপে চমক ছিল মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল মরক্কো। যদিও শেষ চারে হার মরক্কোর। বিশ্বকাপ শেষ হতেই ক্লাবে মরক্কো অধিনায়ক তথা পিএসজি ডিফেন্ডার আশরফ হাকিমি। (ছবি : স্ক্রিনগ্র্যাব)

কাতার বিশ্বকাপে চমক ছিল মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল মরক্কো। যদিও শেষ চারে হার মরক্কোর। বিশ্বকাপ শেষ হতেই ক্লাবে মরক্কো অধিনায়ক তথা পিএসজি ডিফেন্ডার আশরফ হাকিমি। (ছবি : স্ক্রিনগ্র্যাব)

1 / 7
বিশ্বকাপ ফাইনালে নজির গড়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। ১৯৬৬ সালের বিশ্বকাপে জিওফ হার্স্টের পর ফাইনালে হ্যাটট্রিকের নজির গড়েছেন কিলিয়ান এমবাপে। (ছবি : টুইটার)

বিশ্বকাপ ফাইনালে নজির গড়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। ১৯৬৬ সালের বিশ্বকাপে জিওফ হার্স্টের পর ফাইনালে হ্যাটট্রিকের নজির গড়েছেন কিলিয়ান এমবাপে। (ছবি : টুইটার)

2 / 7
এমবাপের হ্যাটট্রিকও যথেষ্ঠ ছিল না। আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্স ফ্রান্স। ক্লাবে ঢুকে কোচের আলিঙ্গনে এমবাপে। (ছবি : টুইটার)

এমবাপের হ্যাটট্রিকও যথেষ্ঠ ছিল না। আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্স ফ্রান্স। ক্লাবে ঢুকে কোচের আলিঙ্গনে এমবাপে। (ছবি : টুইটার)

3 / 7
কাতারে ইতিহাস গড়ে ক্লাবে হাজির মরক্কোর আশরফ হাকিমি। ক্লাব সতীর্থের আলিঙ্গনে হাকিমি।

কাতারে ইতিহাস গড়ে ক্লাবে হাজির মরক্কোর আশরফ হাকিমি। ক্লাব সতীর্থের আলিঙ্গনে হাকিমি।

4 / 7
বিশ্বকাপে ছিলেন প্রতিপক্ষ। লড়াইটা ৯০ মিনিটেই সীমাবদ্ধ ছিল। ক্লাবে আলোচনায় দুই বন্ধু এমবাপে-হাকিমি। (ছবি : টুইটার)

বিশ্বকাপে ছিলেন প্রতিপক্ষ। লড়াইটা ৯০ মিনিটেই সীমাবদ্ধ ছিল। ক্লাবে আলোচনায় দুই বন্ধু এমবাপে-হাকিমি। (ছবি : টুইটার)

5 / 7
বিশ্বকাপে স্পেন স্কোয়াডে সুযোগ পাননি পিএসজি ডিফেন্ডার সের্গিও ব়্যামোস। হাকিমির মরক্কোর কাছে হেরে নকআউটের শুরুতেই বিদায় নিয়েছে স্পেন। ক্লাবে ব়্যামোসের আলিঙ্গনে হাকিমি। (ছবি : টুইটার)

বিশ্বকাপে স্পেন স্কোয়াডে সুযোগ পাননি পিএসজি ডিফেন্ডার সের্গিও ব়্যামোস। হাকিমির মরক্কোর কাছে হেরে নকআউটের শুরুতেই বিদায় নিয়েছে স্পেন। ক্লাবে ব়্যামোসের আলিঙ্গনে হাকিমি। (ছবি : টুইটার)

6 / 7
ক্লাবে এলেও প্রথম দিন অবশ্য অনুশীলনে নামেননি এমবাপে-হাকিমি। সতীর্থদের সঙ্গে দীর্ঘ সময় পর দেখা। তাঁরা সতীর্থদের অনুশীলন দেখলেন। শীঘ্রই নিজেরাও নামবেন ব়্যামোসদের সঙ্গে। (ছবি : টুইটার)

ক্লাবে এলেও প্রথম দিন অবশ্য অনুশীলনে নামেননি এমবাপে-হাকিমি। সতীর্থদের সঙ্গে দীর্ঘ সময় পর দেখা। তাঁরা সতীর্থদের অনুশীলন দেখলেন। শীঘ্রই নিজেরাও নামবেন ব়্যামোসদের সঙ্গে। (ছবি : টুইটার)

7 / 7
Follow Us: