Bangla News » Photo gallery » Throwback: Doubled decker buses return to Kolkata in 2022 to promote west bengal tourism
Doubled-decker Bus: সপ্তাহান্তে শহরের রাস্তায় দেখা মেলে হুড খোলা বাসে, ২০২২-এ কীভাবে ফিরল এই ডবল-ডেকার বাস?
TV9 Bangla Digital | Edited By: megha
Updated on: Dec 25, 2022 | 1:19 PM
Kolkata Travel: উইকএন্ডে শহরে দেখা মেলে ডবল-ডেকার বাসের। দু'বছর কী রূপে ফিরেছে এই বাস? চলুন ফিরে দেখা যাক ২০২২-এ ডবল-ডেকার বাসের জার্নি...
Dec 25, 2022 | 1:19 PM
পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের জন্য ২০২২ বিশেষ। এই বছর রাজ্য পর্যটন দফতর এমন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যা উপকৃত করেছে পর্যটকদের। তেমনই একটি পরিষেবা হল ডবল-ডেকার বাস।
1 / 6
দু’বছর বন্ধ থাকার পরে ‘হপ অন হপ অফ’ বাস পরিষেবা পুনরায় চালু হয় ২০২২-এর পুজোয়। ২৭ সেপ্টেম্বর থেকে চালু হয় ডবল ডেকার বাস পরিষেবা। ২টি বাস পর্যটকদের শহরের ঐতিহ্যবাহী, দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখায় এই ডবল-ডেকার বাস।
2 / 6
পুজোর পরও সারা বছর যাতে এই পরিষেবা বহাল থাকে তার চেষ্টা করেছে পর্যটন দফতর। এখন প্রতি সপ্তাহে শুক্র থেকে রবি এই ডবল-ডেকার বাস চলে কলকাতার রাস্তায়। ছাদে সর্বাধিক ১২ জন এবং নীচে ১৪ জন বসতে পারবেন। মাঝপথে বাসে ওঠা বা নামা যাবে।
3 / 6
এই বাস নির্দিষ্ট রুটে চলে। ঘুরে দেখায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, সেন্ট জনস চার্চ, ডেকার্স লেন, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, ইডেন গার্ডেন্স, মিলেনিয়াম পার্ক, মল্লিকঘাট ফুলবাজার, হাওড়া স্টেশন, ট্রামের স্মরণিকা মিউজ়িয়াম ইত্যাদি। উইকএন্ডে আপনি ডবল-ডেকার বাসে চেপে ঘুরে নিতে শহরের এই জায়গাগুলি। সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘণ্টা।
4 / 6
www.wbtdcl.com-এ গিয়ে আপনি এই ডবল-ডেকার বাসের জন্য টিকিট কাটতে পারবেন। বাসের স্বাদ পেতে খরচ হবে খুবই সামান্য। বাসের নীচের সিটের টিকিটের ভাড়া ৪৯৯ টাকা। আর যদি উপরে বসতে চান, তাহলে খরচ পড়বে ৬৪৯ টাকা।
5 / 6
ব্রিটিশ সাম্রাজ্যকালে ১৯২৬ সালে কলকাতায় ডবল-ডেকার বাস চালু হয়। তখন ছিল লাল রঙের দোতলা বাস। ২০০৪-০৫ সালে কলকাতায় শেষ দোতলা বাস চালিয়েছিল সিএসটিসি। ২০২০-এ আধুনিকতার ছোঁয়ায় ফিরেছিল নীল-সাদায় মোড়া ডবল-ডেকার বাস। কিন্তু বেশিদিন তা চলেনি তিলোত্তমার রাস্তায় দু'বছর পর ২০২২-এ আবার ফিরল ডবল-ডেকার বাস। আর এখন শহরের পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই ঐতিহ্যবাহী বাস।