Curly Hair Care: কোঁকড়ানো চুলের যত্ন নেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার, তবে কয়েকটা সহজ উপায়ও আছে…

স্ট্রেট চুল হোক কিংবা কোঁকড়ানো, লম্বা-ঘন চুল নারীর সৌন্দর্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে চুলের যথাযথ যত্ন নেওয়া কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। বিশেষ করে কোঁকড়ানো চুল দেখতে যতটা সুন্দর, সামলানো ঠিক ততটাই কঠিন।

| Edited By: | Updated on: Nov 02, 2021 | 9:56 AM
স্প্লিট এন্ডস ছেঁটে ফেলুন: প্রতি ৬-৮ সপ্তাহ অন্তর, চুলের আগা কিংবা স্প্লিঠ এন্ডস ছেঁটে ফেলুন। এতে চুল তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কম ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া এটি চুলের ফাটার প্রবণতাকেও অনেকটা কমাতে সহায়তা করবে।

স্প্লিট এন্ডস ছেঁটে ফেলুন: প্রতি ৬-৮ সপ্তাহ অন্তর, চুলের আগা কিংবা স্প্লিঠ এন্ডস ছেঁটে ফেলুন। এতে চুল তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কম ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া এটি চুলের ফাটার প্রবণতাকেও অনেকটা কমাতে সহায়তা করবে।

1 / 6
কোঁকড়ানো চুল ব্রাশ করবেন না: শ্যাম্পু করার আগে বড় দাঁতের চিরুনি দিয়ে ভাল করে চুল আঁচড়ে নিন। তবে চুল ধোওয়ার পরে, কেবল আঙুল দিয়ে আলতো ভাবে চুলে ব্রাশ করুন। ভেজা চুল কখনই চিরুনি দিয়ে আঁচড়াবেন না। তাহলে চুল ভেঙ্গে যাওয়া কিংবা ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়ে।

কোঁকড়ানো চুল ব্রাশ করবেন না: শ্যাম্পু করার আগে বড় দাঁতের চিরুনি দিয়ে ভাল করে চুল আঁচড়ে নিন। তবে চুল ধোওয়ার পরে, কেবল আঙুল দিয়ে আলতো ভাবে চুলে ব্রাশ করুন। ভেজা চুল কখনই চিরুনি দিয়ে আঁচড়াবেন না। তাহলে চুল ভেঙ্গে যাওয়া কিংবা ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়ে।

2 / 6
চুল ধোওয়ার জন্য ঠান্ডা জল ব্যবহার করুন: গরম জল মাথার ত্বক এবং চুলের প্রাকৃতিক তেল বা সিবাম নষ্ট করে দেওয়ার পাশাপাশি, চুলের কিউটিকল খুলে দেয়, যার ফলে চুল ফাটা এবং রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। তাই চুল ধোওয়ার ক্ষেত্রে ঠান্ডা জল ব্যবহার করাই সবচেয়ে ভাল।

চুল ধোওয়ার জন্য ঠান্ডা জল ব্যবহার করুন: গরম জল মাথার ত্বক এবং চুলের প্রাকৃতিক তেল বা সিবাম নষ্ট করে দেওয়ার পাশাপাশি, চুলের কিউটিকল খুলে দেয়, যার ফলে চুল ফাটা এবং রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। তাই চুল ধোওয়ার ক্ষেত্রে ঠান্ডা জল ব্যবহার করাই সবচেয়ে ভাল।

3 / 6
অতিরিক্ত শ্যাম্পু করা এড়িয়ে চলুন: কোঁকড়ানো চুল খুব সহজেই শুষ্ক আর রুক্ষ হয়ে যায়। অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার, চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে দিতে পারে। কোঁকড়ানো চুলের ক্ষেত্রে, কন্ডিশনিং এবং ময়েশ্চারাইজিং অত্যন্ত প্রয়োজনীয়।

অতিরিক্ত শ্যাম্পু করা এড়িয়ে চলুন: কোঁকড়ানো চুল খুব সহজেই শুষ্ক আর রুক্ষ হয়ে যায়। অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার, চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে দিতে পারে। কোঁকড়ানো চুলের ক্ষেত্রে, কন্ডিশনিং এবং ময়েশ্চারাইজিং অত্যন্ত প্রয়োজনীয়।

4 / 6
চুলের উপযুক্ত শ্যাম্পু নির্বাচন করুন: চটজলদি বানিয়ে ফেলুন চিকেন মাশরুম স্যুপ, জেনে নিন রেসিপি চুলের ধরন অনুযায়ী উপযুক্ত শ্যাম্পু নির্বাচন করুন। অ্যালকোহল, সুগন্ধি, সালফেট, সিলিকন এবং প্যারাবেন-এর মতো বিষাক্ত রাসায়নিক নেই এমন একটি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ভাল ভাবে চুল পরিষ্কার করে নিন।

চুলের উপযুক্ত শ্যাম্পু নির্বাচন করুন: চটজলদি বানিয়ে ফেলুন চিকেন মাশরুম স্যুপ, জেনে নিন রেসিপি চুলের ধরন অনুযায়ী উপযুক্ত শ্যাম্পু নির্বাচন করুন। অ্যালকোহল, সুগন্ধি, সালফেট, সিলিকন এবং প্যারাবেন-এর মতো বিষাক্ত রাসায়নিক নেই এমন একটি মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ভাল ভাবে চুল পরিষ্কার করে নিন।

5 / 6
প্রি-শ্যাম্পু ট্রিটমেন্ট: কোঁকড়ানো চুলের ক্ষেত্রে, প্রি-শ্যাম্পু ট্রিটমেন্ট অত্যন্ত জরুরী পদক্ষেপ। এটি চুলের রুক্ষতা এবং জট পাকানো দূর করতে সহায়তা করে। প্রি-শ্যাম্পু ট্রিটমেন্ট করতে, শুষ্ক চুলে হেয়ার মাস্ক কিংবা কন্ডিশনিং অয়েল লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। চুলে শাওয়ার ক্যাপ কিংবা তোয়ালে জড়িয়ে রাখতে পারেন।

প্রি-শ্যাম্পু ট্রিটমেন্ট: কোঁকড়ানো চুলের ক্ষেত্রে, প্রি-শ্যাম্পু ট্রিটমেন্ট অত্যন্ত জরুরী পদক্ষেপ। এটি চুলের রুক্ষতা এবং জট পাকানো দূর করতে সহায়তা করে। প্রি-শ্যাম্পু ট্রিটমেন্ট করতে, শুষ্ক চুলে হেয়ার মাস্ক কিংবা কন্ডিশনিং অয়েল লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। চুলে শাওয়ার ক্যাপ কিংবা তোয়ালে জড়িয়ে রাখতে পারেন।

6 / 6
Follow Us: