কেউ পোষেন সাপ, কারও বাথরুমেই লাইব্রেরি… বলি সেলেবদের ‘আজগুবি শখ’!

মানুষের শখ রকমারি। সেলেবদেরও রয়েছে হরেক শখ। কিন্তু তাই বলে বাথরুমে লাইব্রেরি বানানো বা সাপ পোষার মতো অদ্ভুত শখও যে তাঁদের রয়েছে তা কি আগে জানতেন? জেনে নিন বলিউডের বেশ কিছু সেলেবের এমন কিছু অদ্ভুত শখের কথা, যা অবাক করবে আপনাকে।

| Edited By: | Updated on: Sep 16, 2021 | 7:23 PM
কারও ঘড়ির শখ থাকে, কারও শাড়ির... কেউ বা আবার অবসরে গান শোনেন। কেউ দেখেন সিনেমা... মানুষের শখ রকমারি। সেলেবদেরও রয়েছে হরেক শখ। কিন্তু তাই বলে বাথরুমে লাইব্রেরি বানানো ও সাপ পোষার মতো অদ্ভুত শখও যে তাঁদের রয়েছে তা কি আগে জানতেন? জেনে নিন বলিউডের বেশ কিছু সেলেবের এমন কিছু অদ্ভুত শখের কথা, যা অবাক করবে আপনাকে।

কারও ঘড়ির শখ থাকে, কারও শাড়ির... কেউ বা আবার অবসরে গান শোনেন। কেউ দেখেন সিনেমা... মানুষের শখ রকমারি। সেলেবদেরও রয়েছে হরেক শখ। কিন্তু তাই বলে বাথরুমে লাইব্রেরি বানানো ও সাপ পোষার মতো অদ্ভুত শখও যে তাঁদের রয়েছে তা কি আগে জানতেন? জেনে নিন বলিউডের বেশ কিছু সেলেবের এমন কিছু অদ্ভুত শখের কথা, যা অবাক করবে আপনাকে।

1 / 7
সাবান নিয়ে বাতিক রয়েছে সলমন খানের। সারা বিশ্বের সাবান সংগ্রহে রয়েছে তাঁর। মলমলের কাপড়ে সেগুলিকে জড়িয়ে রাখেন তিনি।

সাবান নিয়ে বাতিক রয়েছে সলমন খানের। সারা বিশ্বের সাবান সংগ্রহে রয়েছে তাঁর। মলমলের কাপড়ে সেগুলিকে জড়িয়ে রাখেন তিনি।

2 / 7
সুস্মিতা সেন ভালবাসেন সাপ। এক আস্ত পাইথন রয়েছে তাঁর বাড়ি। সুস্মিতার পোষ্য সে।

সুস্মিতা সেন ভালবাসেন সাপ। এক আস্ত পাইথন রয়েছে তাঁর বাড়ি। সুস্মিতার পোষ্য সে।

3 / 7
মন্নতের গোটা একটা ফ্লোর গেমিং গ্যাজেট দিয়ে ভরে দিয়েছেন শাহরুখ খান, জানেন?

মন্নতের গোটা একটা ফ্লোর গেমিং গ্যাজেট দিয়ে ভরে দিয়েছেন শাহরুখ খান, জানেন?

4 / 7
জুতো নিয়ে ফেটিস রয়েছে প্রিয়াঙ্কা। প্রায় ৮০ জোড়া ডিজাইনার জুতো রয়েছে তাঁর কাছে। প্রতি বছর সে সংখ্যা বাড়তে থাকে।

জুতো নিয়ে ফেটিস রয়েছে প্রিয়াঙ্কা। প্রায় ৮০ জোড়া ডিজাইনার জুতো রয়েছে তাঁর কাছে। প্রতি বছর সে সংখ্যা বাড়তে থাকে।

5 / 7
বাথরুমে অনেকটা সময় ব্যয় করেন সইফ। তাই বাথরুমেই বানিয়ে ফেলেছেন ছোটখাটো একটি লাইব্রেরি। আবার রয়েছে টেলিফোনের যোগাযোগও।

বাথরুমে অনেকটা সময় ব্যয় করেন সইফ। তাই বাথরুমেই বানিয়ে ফেলেছেন ছোটখাটো একটি লাইব্রেরি। আবার রয়েছে টেলিফোনের যোগাযোগও।

6 / 7
দুই হাতে দুইটি ঘড়ি পড়েন তিনি। এক হাতে ভারতীয় সময় দেখার জন্য। অন্যটিতে দেখেন যেখানে যাচ্ছেন সেই খানে যাওয়ার সময়। এ ছাড়াও নেটওয়ার্কের সমস্যা এড়াবার জন্য একসঙ্গে অনেক মোবাইল ব্যবহার করেন তিনি।

দুই হাতে দুইটি ঘড়ি পড়েন তিনি। এক হাতে ভারতীয় সময় দেখার জন্য। অন্যটিতে দেখেন যেখানে যাচ্ছেন সেই খানে যাওয়ার সময়। এ ছাড়াও নেটওয়ার্কের সমস্যা এড়াবার জন্য একসঙ্গে অনেক মোবাইল ব্যবহার করেন তিনি।

7 / 7
Follow Us: